'মোদের গরব' ভাস্কর্য কোথায় অবস্থিত?
A
ঢাকা সেনানিবাসে
B
সোহরাওয়ার্দী উদ্যানে
C
টিএসসি চত্বরে
D
বাংলা একাডেমি
উত্তরের বিবরণ
‘মোদের গরব’ হলো স্থপতি অখিল পাল দ্বারা নির্মিত একটি খ্যাতিমান ভাস্কর্য, যা বাংলাদেশের স্বাধীনতা ও ভাষা শহীদদের স্মরণে তৈরি করা হয়েছে।
-
ভাস্কর্যটি অবস্থিত ঢাকার বাংলা একাডেমী ভবনের সামনে
-
এটি ভাষা শহীদদের সম্মানে তৈরি করা হয়েছে
-
ধাতব মূর্তিতে ফুটে উঠেছে শহীদদের নাম—আবদুস সালাম, রফিকউদ্দিন আহমদ, আবদুল জব্বার, শফিউর রহমান, আবুল বরকত
-
উদ্বোধন: ২০০৭ সালের ১ ফেব্রুয়ারি, তত্ত্বাবধায়ক সরকার প্রধান ড. ফখরুদ্দীন আহমদ অমর একুশে গ্রন্থমেলায় ভাস্কর্যটি উদ্বোধন করেন
0
Updated: 1 month ago
নিচের কোনটি চিত্রশিল্পী জয়নুল আবেদিন তৈরি চিত্রকর্ম?
Created: 1 month ago
A
তিনকন্যা
B
নাইওর
C
দুর্ভিক্ষ
D
চরদখল
শিল্পাচার্য জয়নুল আবেদিন
জয়নুল আবেদিন ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং অসাধারণ প্রতিভাবান শিল্পী। বাংলাদেশে আধুনিক শিল্প আন্দোলনের অন্যতম পুরোধা হিসেবে তিনি ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড ক্র্যাফ্টস (বর্তমানে চারুকলা ইনস্টিটিউট) প্রতিষ্ঠা করেন। ১৯১৪ সালে ময়মনসিংহে জন্মগ্রহণকারী এই শিল্পী ১৯৪৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন।
উল্লেখযোগ্য চিত্রকর্মসমূহ:
দুর্ভিক্ষ (১৯৪৩)
দ্য রেবেল ক্রো (১৯৫১)
দুই মহিলা, পাইন্যার মা, মহিলা (১৯৫৩)
ফসল মাড়াই (১৯৬৩)
নবান্ন (১৯৬৯)
মনপুরা (১৯৭০)
সংগ্রাম (১৯৭৬)
অন্যান্য বিখ্যাত চিত্রশিল্পীদের মধ্যে কামরুল হাসানের চিত্রকর্ম 'তিনকন্যা', 'নাইওর' এবং এস এম সুলতানের চিত্রকর্ম 'চরদখল' বিশেষভাবে উল্লেখযোগ্য।
0
Updated: 1 month ago
‘৩৬ জুলাই: স্টেটস ভার্সেস পিপল’ তথ্যচিত্রের নির্মাতা কে?
Created: 1 month ago
A
গীতা মেহতা
B
সৌমিত্র দস্তিদার
C
মীর সাব্বির
D
জাহিদুর রহমান
‘৩৬ জুলাই: স্টেটস ভার্সেস পিপলস’ তথ্যচিত্রটি বাংলাদেশে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত। তথ্যচিত্রটি তৈরি করেছেন কলকাতার নির্মাতা সৌমিত্র দস্তিদার এবং এটি ৪৪ মিনিট দীর্ঘ।
0
Updated: 1 month ago
পুঠিয়া রাজবাড়ি কোন জেলায় অবস্থিত?
Created: 2 months ago
A
দিনাজপুর
B
রাজশাহী
C
রংপুর
D
চট্টগ্রাম
পুঠিয়া রাজবাড়ি:
-
অবস্থান: রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা
-
নির্মাণ: ১৮৯৫ সালে মহারানী হেমন্তকুমারী দেবী ইন্দো-ইউরোপীয় স্থাপত্যরীতিতে আয়তাকার দ্বিতল রাজবাড়ি নির্মাণ করেন
-
ভবনের বৈশিষ্ট্য:
-
সম্মুখভাগে উত্তরে খোলা প্রাঙ্গণ
-
প্রাঙ্গণের অপর পাশে ৬০.৯৬ মিটার বিস্তৃত পিরামিড আকৃতির চারতলা দোলমঞ্চ
-
পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি সম্প্রসারিত অংশ
-
প্রায় ১৫.২৪ মিটার দীর্ঘ মধ্যবর্তী অংশে বিশাল তোরণ
-
-
মন্দিরসমূহ:
-
পঞ্চরত্ন গোবিন্দ মন্দির
-
প্রাসাদের পেছনে ছোট দোচালা মন্দির
-
পশ্চিমে কুঁড়েঘর আকৃতির জগদ্ধাত্রী মন্দির
-
রাজবাড়ির প্রবেশপথে শিবমন্দির
-
-
অলঙ্করণ: চারপাশে পরিখাবেষ্টিত এলাকা, টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ
পুঠিয়া রাজবংশ:
-
প্রতিষ্ঠা: মুঘল সম্রাট আকবরের সময় (১৫৫৬-১৬০৫), পুঠিয়া লস্করপুর পরগনার অন্তর্ভুক্ত
-
প্রথম জমিদার: বৎসাচার্য, যিনি পুঠিয়ায় আশ্রম পরিচালনা করতেন এবং মানসিংহকে পরামর্শ দিয়ে আফগান জায়গীরদার লস্কর খানের সঙ্গে যুদ্ধে সাহায্য করেন
-
জমিদারী হস্তান্তর: বৎসাচার্য নিজের নামে না নিয়ে পুত্র পীতম্বর এর নামে বন্দোবস্ত নেন
-
জমিদারীর বৃদ্ধি: পীতম্বর জমিদারী সম্প্রসারণ করেন
-
উত্তরাধিকার: পীতম্বর নিঃসন্তান মৃত্যুর পর সহোদর নীলাম্বর জমিদারী প্রাপ্ত হন
-
উপাধি: সম্রাট জাহাঙ্গীর নীলাম্বরকে রাজা উপাধি প্রদান করেন
তথ্যসূত্র: পুঠিয়া উপজেলা ওয়েবসাইট ও বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago