বাংলাদেশে প্রথমবারের মতো ’গুগল পে’ কার্যক্রম শুরু হয় কোন ব্যাংকের মাধ্যমে?
A
ব্র্র্যাক ব্যাংক
B
সিটি ব্যাংক
C
প্রাইম ব্যাংক
D
স্ট্যান্ডার্ড চার্টার্ড
উত্তরের বিবরণ
গুগল পে হলো একটি মোবাইল পেমেন্ট এবং ডিজিটাল ওয়ালেট পরিষেবা, যা গুগল পরিচালনা করে এবং বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
-
চালুর তারিখ: ২৪ জুন
-
উদ্বোধন করেন: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর
-
সহযোগিতা: গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি এ সেবা চালু করে
-
প্রাথমিক সুবিধা: বর্তমানে কেবল সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য সীমাবদ্ধ
-
ভবিষ্যৎ সম্ভাবনা: অন্যান্য ব্যাংকও ধীরে ধীরে এই সেবায় যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে
0
Updated: 1 month ago
সম্প্রতি দেশের কোন ব্যাংক প্রথমবারের মতো সোশ্যাল কারেন্সি কার্ড চালু করেছে?
Created: 2 months ago
A
ব্র্যাক ব্যাংক পিএলসি
B
ইস্টার্ণ ব্যাংক পিএলসি
C
সিটি ব্যাংক পিএলসি
D
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
সোশ্যাল কারেন্সি কার্ড
-
প্রবর্তক: দেশের প্রথম ‘সোশ্যাল কারেন্সি কার্ড’ চালু করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।
-
কার্ডের নাম: আনুষ্ঠানিকভাবে চালু করা হলো ‘স্কাইফ্লেক্স ভিসা প্রিপেইড কার্ড’।
-
প্রকার: এটি দেশের প্রথম অ্যাপ-ভিত্তিক সোশ্যাল কারেন্সি প্রিপেইড কার্ড।
-
সহযোগিতা: কার্ডের প্রবর্তনে কৌশলগত সহযোগিতা দিয়েছে দ্য ইউরস ট্রুলি ও ভিসা।
-
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত:
-
ইবিএল এমডি: আলী রেজা ইফতেখার
-
এএমডি: আহমেদ শাহীন
-
ডিএমডি: এম খোরশেদ আনোয়ার
-
ভিসা কান্ট্রি ম্যানেজার: সাব্বির আহমেদ
-
দ্য ইউরস ট্রুলি: চেয়ারম্যান এম জাহাঙ্গীর আলম, এমডি মাহজাবিন ফেরদৌস, সিইও ব্রেইটি সাবরিন
-
উৎস: Eastern Bank PLC ওয়েবসাইট
0
Updated: 2 months ago
How many foreign commercial banks are now operating in Bangladesh? [September, 2025]
Created: 1 month ago
A
6
B
8
C
9
D
10
বর্তমানে দেশে ব্যাংকগুলো প্রধানত দুই শ্রেণিতে বিভক্ত: তফসিলী ব্যাংক এবং অ-তফসিলী ব্যাংক।
১. তফসিলী ব্যাংক:
-
যে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নিয়ম-নীতি মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাদেরকে তফসিলী ব্যাংক বলা হয়।
-
বর্তমানে ৬২টি তফসিলী ব্যাংক রয়েছে, যা বিভিন্ন শ্রেণিতে বিভক্ত:
-
রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৬টি
-
বিশেষায়িত ব্যাংক: ৩টি
-
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৪৩টি
-
ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: ১টি
-
বিদেশি ব্যাংক: ৯টি
-
বিদেশি ব্যাংকগুলো:
১. ব্যাংক আলফালাহ্ লিমিটেড
২. কমার্শিয়াল ব্যাংক অব সিলন
৩. হাবিব ব্যাংক লিমিটেড
৪. এইচএসবিসি
৫. ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান
৬. সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট
৭. স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
৮. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
৯. উরি ব্যাংক
২. অ-তফসিলী ব্যাংক:
-
যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকার অন্তর্ভুক্ত নয় এবং কেন্দ্রীয় ব্যাংকের বিধি-নিষেধ মেনে চলে না, তাদেরকে অ-তফসিলী ব্যাংক বলা হয়।
-
বর্তমানে অ-তফসিলী ব্যাংকের সংখ্যা: ৫টি
১. আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক
২. কর্মসংস্থান ব্যাংক
৩. গ্রামীণ ব্যাংক
৪. জুবিলি ব্যাংক
৫. পল্লী সঞ্চয় ব্যাংক
0
Updated: 1 month ago
বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
Created: 1 month ago
A
এবি ব্যাংক পিএলসি
B
সিটি ব্যাংক পিএলসি
C
ব্র্র্যাক ব্যাংক পিএলসি
D
যমুনা ব্যাংক পিএলসি
• এবি ব্যাংক পিএলসি সংক্ষিপ্ত বিবরণ:
-
বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক: এবি ব্যাংক পিএলসি
-
প্রতিষ্ঠার তারিখ: ৩১ ডিসেম্বর ১৯৮১
-
ব্যাংকের কার্যক্রম শুরু: ১৯৮২ সালের ১২ এপ্রিল, আরব বাংলাদেশ ব্যাংক পরিচিতি নিয়ে
-
প্রথম এটিএম সেবা চালু: ১৯৯৬
-
প্রথম সুইফট (SWIFT) সেবা চালু: ১৯৯৯, প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে
-
চেয়ারম্যান: ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী
0
Updated: 1 month ago