নিচের কোনটি প্রাণী পরাগী ফুলের উদাহরণ?
A
জবা
B
ধান
C
কদম
D
পাতা শ্যাওলা
উত্তরের বিবরণ
পরাগায়নের মাধ্যম হলো সেই প্রক্রিয়া, যার মাধ্যমে ফুলের পুং রেণু গর্ভমুন্ডে পৌঁছে পরাগায়ন সম্পন্ন হয়। এ কাজে সহায়তার জন্য ফুলের গঠনে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য দেখা যায়।
-
প্রাণী পরাগী ফুল
-
সাধারণত আকারে বড় হয়, তবে ছোট হলে পুষ্পমঞ্জরিতে সজ্জিত থাকে
-
রং আকর্ষণীয় হয়
-
গন্ধ থাকতে পারে অথবা নাও থাকতে পারে
-
উদাহরণ: কদম, শিমুল, কচু
-
-
পতঙ্গ পরাগী ফুল
-
বড়, রঙিন এবং মধুগ্রন্থিযুক্ত
-
পরাগরেণু ও গর্ভমুণ্ড আঁঠালো ও সুগন্ধযুক্ত
-
উদাহরণ: জবা, কুমড়া, সরিষা
-
-
বায়ু পরাগী ফুল
-
আকারে হালকা রঙের এবং মধুগ্রন্থিহীন
-
কোনো সুগন্ধ থাকে না
-
গর্ভমুণ্ড আঁঠালো, শাখান্বিত, কখনও পালকের মতো, আবার কখনও দলমণ্ডল থেকে বাইরে বের হয়ে থাকে
-
বাতাসে সহজেই ভেসে যেতে পারে
-
উদাহরণ: ধান
-
-
পানি পরাগী ফুল
-
আকারে ক্ষুদ্র ও হালকা
-
সহজে পানিতে ভেসে যেতে পারে
-
কোনো সুগন্ধ নেই
-
স্ত্রী পুষ্পে বৃন্ত লম্বা
-
উদাহরণ: পাতা শ্যাওলা
-

0
Updated: 15 hours ago