“কাসপারস্কি” কী?
A
একটি অপারেটিং সিস্টেম
B
একটি প্রোগ্রামিং ভাষা
C
একটি এন্টি-ভাইরাস সফটওয়্যার
D
একটি নেটওয়ার্ক ডিভাইস
উত্তরের বিবরণ
কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে, কম্পিউটারের তথ্য ও উপাত্ত আক্রমণ করে এবং সেগুলো নষ্ট করার ক্ষমতা রাখে।
-
১৯৮০ সালে প্রখ্যাত গবেষক ও অধ্যাপক ফ্রেড কোহেন প্রথমবারের মতো কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন
-
ভাইরাস কম্পিউটারের তথ্য ও উপাত্ত আক্রমণ করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করতে করতে এক পর্যায়ে পুরো সিস্টেমকে অচল করে দিতে পারে
-
VIRUS শব্দের পূর্ণরূপ হলো “Vital Information Resources Under Seize”
-
কোনোভাবে কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে আক্রান্ত হলে তা ধীরে ধীরে সর্বত্র বিস্তার লাভ করে
-
আক্রমণের ধরন অনুযায়ী কম্পিউটার ভাইরাসের বিভিন্ন ধরন রয়েছে—
-
বুট সেক্টর ভাইরাস
-
ট্রোজান হর্স ভাইরাস
-
ফাইল সংক্রামক ভাইরাস
-
ম্যাক্রো ভাইরাস
-
ওভাররাইটিং ভাইরাস
-
মেমোরি রেসিডেন্ট ভাইরাস
-
মিউটেটিং ভাইরাস
-
স্টোন ভাইরাস
-
কম্পিউটার এন্টি-ভাইরাস হলো বিশেষ ধরনের সফটওয়্যার, যা কম্পিউটার ভাইরাসসহ বিভিন্ন ম্যালওয়্যার থেকে সিস্টেমকে সুরক্ষা দেয়।
-
কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে এন্টি-ভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়
-
এন্টি-ভাইরাস প্রোগ্রাম ভাইরাস, ওয়ার্ম এবং ট্রোজান হর্স থেকে মুক্তি দেয়
-
যদিও এগুলোকে বর্তমানে অনেক সময় এন্টি-ম্যালওয়্যার সফটওয়্যার বলা হয়, তবুও শুরু থেকেই এন্টি-ভাইরাস সফটওয়্যার নামে বেশি পরিচিত
-
জনপ্রিয় এন্টি-ভাইরাস সফটওয়্যারের মধ্যে রয়েছে—
-
নরটন
-
অ্যাভাস্ট
-
প্যান্ডা
-
কাসপারেস্কি
-
মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়াল
-

0
Updated: 15 hours ago