There are ____ dangerous drivers.
A
a very lot of
B
very many of
C
very much of
D
a lot of
উত্তরের বিবরণ
"Some" ও "a lot of" উভয়ই countable এবং uncountable noun-এর আগে ব্যবহৃত হয়।
উদাহরণস্বরূপ:
-
Some coffee, some books
-
A lot of dust, a lot of books
"Lots of" সাধারণত countable plural nouns এর সঙ্গে ব্যবহৃত হয়।
যেমন: Lots of books
সঠিক quantifier structure:
a lot of / lots of — এই দুটি ফর্মই ঠিক।
উদাহরণ বাক্য:
✅ There are a lot of dangerous drivers.
0
Updated: 3 months ago
The lights have been blown __ by the strong wind.
Created: 3 months ago
A
Out
B
Away
C
Up
D
Off
নিভে যাওয়া অর্থে “out” কীভাবে ব্যবহার হয়
Complete sentence:
The light has been blown out by the strong wind.
(শক্ত বাতাসের কারণে বাতিটি নিভে গেছে।)
Blow out অর্থ:
-
বাতাসের ধাক্কায় বা ফুঁ দেওয়ায় আগুন বা আলো নিভে যাওয়া।
-
বাংলায়: নিভানো, ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়া, বাতাসের কারণে নিভে যাওয়া।
উদাহরণ:
Blow out the lamp.
(ল্যাম্পটি নিভিয়ে দাও।)
প্রশ্নে উল্লেখিত বিভিন্ন ‘Blow’ এর অর্থ ও ব্যবহার
-
Blow away
-
অর্থ ১: বাতাসে উড়ে চলে যাওয়া বা কিছু উড়িয়ে নিয়ে যাওয়া।
(বাংলা: বাতাসে উড়িয়ে ফেলা) -
অর্থ ২: প্রতিপক্ষকে বড় ব্যবধানে পরাজিত করা।
(বাংলা: বড় ব্যবধানে হারানো) -
অর্থ ৩: কাউকে খুব বেশি প্রভাবিত করা বা মুগ্ধ করা।
(বাংলা: কাউকে মুগ্ধ করা)
-
-
Blow up
-
অর্থ: বিস্ফোরিত হওয়া।
-
উদাহরণ:
The car blew up as soon as it hit the wall.
(গাড়িটি দেয়ালে আঘাত করার সাথে সাথেই ফেটে যায়।)
-
-
Blow off
-
অর্থ: নির্গত হওয়া।
-
উদাহরণ:
The engine blows off carbon dioxide.
(ইঞ্জিন থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়।)
-
সূত্র: Live MCQ Lecture
0
Updated: 3 months ago
Choose the correct preposition. The police is looking ________ the case.
Created: 3 months ago
A
after
B
on
C
up
D
into
Look into
-
অর্থ: কোনো বিষয় বা সমস্যার তদন্ত করা।
-
উদাহরণ:
১. পুলিশ মামলাটি তদন্ত করছে।
২. সাংবাদিক অভিযোগের সত্যতা জানতে সেই বিষয়ে তদন্ত করছে।
৩. পুলিশ নিখোঁজ ব্যক্তির বিষয়টি খতিয়ে দেখার জন্য বিশেষ একটি দল গঠন করেছে।
অন্যান্য ভিন্ন অর্থের phrasal verbs:
-
Look on — শুধু দেখে থাকা বা দর্শক হওয়া।
-
Look up to somebody — কাউকে শ্রদ্ধা করা।
-
Look after somebody/something — কাউকে বা কিছুর যত্ন নেওয়া, খেয়াল রাখা।
0
Updated: 3 months ago
Only those who are not serious to their success work by ____ and starts.
Created: 2 months ago
A
long odds
B
against time
C
every inch
D
fits
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - fits.
- Complete Sentence: Only those who are not serious to their success work by fits and starts.
- Bangla Meaning: শুধুমাত্র তারাই, যারা তাদের সাফল্যের প্রতি সিরিয়াস নয়, খাপছাড়াভাবে কাজ করে।
• In / By fits and starts
English Meaning: with irregular bursts of activity / in an impulsive and irregular manner/ Irregularly.
Bangla Meaning: অনিয়মিত ভাবে ঘটা।
Ex. Sentence: If you study by fits and starts you will make no progress.
Bangla Meaning: তুমি অনিয়মিত অধ্যয়ন করলে কোনো অগ্রগতি লাভ করতে পারবে না।
Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 2 months ago