কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ-
A
সূক্ষ্মকোণ
B
সমকোণ
C
পূরককোণ
D
স্থূলকোণ
উত্তরের বিবরণ
প্রশ্ন: কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ-
সমাধান:
- সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা সমকৌণিক শীর্ষ বিন্দু দিয়ে যাবে।
- কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ।
- কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ।
- বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
- বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান বৃত্তস্থ কোণ গুলো পরস্পর সমান।
- অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ।
- বৃত্তের পরিধি ও বৃত্তের ব্যাসার্ধ সমানুপাতিক।
0
Updated: 1 month ago
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
Created: 2 months ago
A
39°
B
40°
C
41°
D
42°
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
সমাধান:
ধরি,
ক্ষুদ্রতম কোণ = x
এবং অপর ক্ষুদ্রতম কোণ = x + 6°
এখন,
x + x + 6° + 90° = 180°
⇒ 2x + 96° = 180°
⇒ 2x = 180° - 96°
⇒ x = 84°/2
∴ x = 42°
∴ ক্ষুদ্রতম কোণ = 42° ।
0
Updated: 2 months ago
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুইটি কোণ?
Created: 2 weeks ago
A
সন্নিহিত কোণ
B
সরল কোণ
C
পূরক কোণ
D
সূক্ষ্ম কোণ
সমকোণী ত্রিভুজে একটি কোণ থাকে ৯০°, অর্থাৎ সেটি সমকোণ। ত্রিভুজের তিনটি কোণের যোগফল সর্বদা ১৮০° হয়। তাই বাকি দুইটি কোণ একত্রে হবে ১৮০° – ৯০° = ৯০°।
যেহেতু এই দুই কোণের যোগফল ৯০°, তাই প্রত্যেকটি কোণ ৯০°-এর চেয়ে ছোট হয়। অর্থাৎ, উভয় কোণই সূক্ষ্ম কোণ (Acute angles)।
আরও বিশ্লেষণ করলে—
-
সমকোণী ত্রিভুজের সংজ্ঞা: যার একটি কোণ ৯০°।
-
ত্রিভুজের কোণগুলোর যোগফল: ১৮০°।
-
অন্য দুই কোণ: সর্বদা ৯০°-এর চেয়ে ছোট হয়, কারণ তাদের যোগফল ৯০°।
-
অর্থাৎ: উভয় কোণই সূক্ষ্ম (Acute) প্রকৃতির।
-
উদাহরণ: যদি এক কোণ হয় ৩০°, তবে অন্যটি হবে ৬০°। উভয়ই ৯০°-এর চেয়ে ছোট।
অতএব, সঠিক উত্তর হলো—
ঘ) সূক্ষ্ম কোণ।
0
Updated: 2 weeks ago
একটি বৃত্তচাপ কেন্দ্রে 45° কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 12 সে.মি. হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত?
Created: 2 months ago
A
4π সে.মি.
B
8π সে.মি.
C
5π/2 সে.মি.
D
3π/2 সে.মি.
প্রশ্ন: একটি বৃত্তচাপ কেন্দ্রে 45° কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 12 সে.মি. হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত?
সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাস, 2r = 12 সে.মি.
∴ বৃত্তের ব্যাসার্ধ, r = 12/2 সে.মি. = 6 সে.মি.
বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, θ = 45° = π/4
∴ বৃত্তচাপের দৈর্ঘ্য, s = rθ
= 6 × (π/4) সে.মি.
= 3π/2 সে.মি.।
0
Updated: 2 months ago