'অক্ষির সমীপে'-এর সংক্ষেপণ হলো-
A
সমক্ষ
B
পরোক্ষ
C
প্রত্যক্ষ
D
নিরপেক্ষ
উত্তরের বিবরণ
অক্ষির সাথে সম্পর্কিত কিছু এককথা শব্দের ব্যাখ্যা:
-
‘অক্ষির সমীপে’ বোঝাতে এক শব্দে বলা হয় — সমক্ষ।
-
‘অক্ষির অভিমুখে’ বোঝাতে এক শব্দে বলা হয় — প্রত্যক্ষ।
-
‘অক্ষির অগোচরে’ বোঝাতে এক শব্দে বলা হয় — পরোক্ষ।
আরও কিছু গুরুত্বপূর্ণ বাক্যের এককথা রূপ:
-
‘চক্ষুর সম্মুখে সংঘটিত ঘটনা’ বোঝাতে — চাক্ষুষ।
-
‘সাপের খোলস’ বোঝাতে — নির্মোক বা কঞ্চুক।
-
‘জীবিত থাকা সত্বেও মৃত অবস্থায়’ বোঝাতে — জীবন্মৃত।
-
‘যিনি বক্তৃতায় পারদর্শী’ বোঝাতে — বাগ্মী।
-
‘যার স্বভাব নষ্ট হওয়া’ বোঝাতে — নশ্বর।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago
যে ভূমিতে ফসল জন্মায় না-
Created: 3 months ago
A
পতিত
B
অনুর্বব
C
ঊষর
D
বন্ধ্যা
এক কথায় প্রকাশ
• যে জমিতে ফসল হয় না, তাকে এক কথায় বলা হয় — ঊষর।
• যে নারী সন্তান জন্ম দিতে অক্ষম, তাকে বলা হয় — বন্ধ্যা।
• যে জমি উর্বর নয়, অর্থাৎ চাষাবাদের জন্য উপযোগী নয় — এক কথায় তাকে বলা হয় — অনুর্বর।
• পতিত শব্দের অর্থ — অনাবাদি বা পড়ে থাকা জমি।
তথ্যসূত্র:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

0
Updated: 3 months ago
'যে আলোতে কুমুদ ফোটে'- এককথায় কী হবে?
Created: 1 month ago
A
B
কৌমুদী
C
প্রভাবতী
D
বিভা
‘যে আলোতে কুমুদ ফোটে’ এর এককথায় প্রকাশ হলো - কৌমুদি।
অন্যদিকে,
প্রভাবান - দীপ্তি-মান, উজ্জ্বল। এর স্ত্রীবাচক শব্দ প্রভাবতী।
বিভা - আলোক, কিরণ, প্রভা, দীপ্তি, সৌন্দর্য।
আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন/ এক কথায় প্রকাশ
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ -- মন্দ্র।
- হরিণের চামড়া এর এক কথায় প্রকাশ -- অজিন।
- ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ -- কেকা।
- ঘোড়ার ডাক এর এক কথায় প্রকাশ -- হ্রেষা।
- পাখির ডাক এর এক কথায় প্রকাশ -- কূজন।
- হাতির গর্জন এর এক কথায় প্রকাশ -- বৃংহিত।

0
Updated: 1 month ago
'যে নারীর সন্তান বাঁচে না'- এর এক কথায় প্রকাশ কী হবে?
Created: 5 days ago
A
অনূঢ়া
B
মৃতবৎসা
C
অবীরা
D
রামা
নারী সংক্রান্ত বিভিন্ন বৈশিষ্ট্য ও অবস্থার এক কথায় প্রকাশ জানা গুরুত্বপূর্ণ।
-
যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা
-
যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা / সুহাসিনী
-
যে নারীর অসূয়া নেই = অনসূয়া
-
যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা
-
যে নারী সুন্দরী = রামা
-
যে নারী সাগরে বিচরন করে = সাগরিকা
-
যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া
-
যে নারী স্বামী ও পুত্র মৃত = অবীরা
-
যে নারীকে সূর্যের আলো স্পর্শ করেনি = অসূর্যস্পশ্যা

0
Updated: 5 days ago