একটি চেয়ার ৯৫০ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো, চেয়ারটির ক্রয়মূল্য কত?
A
৮০০ টাকা
B
৬৫০ টাকা
C
১০০০ টাকা
D
১২০০ টাকা
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি চেয়ার ৯৫০ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো, চেয়ারটির ক্রয়মূল্য কত?
সমাধান:
৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ৫) টাকা
= ৯৫ টাকা
এখন,
বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৯৫০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৯৫০)/৯৫ টাকা
= ১০০০ টাকা
∴ চেয়ারটির ক্রয়মূল্য = ১০০০ টাকা।
0
Updated: 1 month ago
একটি কলম ২৫ টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, ৩৫ টাকায় বিক্রয় করলে তত টাকা লাভ হয়, উহার ক্রয়মূল্য কত?
Created: 2 weeks ago
A
২৮ টাকা
B
৩০ টাকা
C
৩২ টাকা
D
৩৪ টাকা
ধরা যাক, কলমটির ক্রয়মূল্য = x টাকা।
প্রশ্ন অনুযায়ী—
২৫ টাকায় বিক্রি করলে যত টাকা ক্ষতি, ৩৫ টাকায় বিক্রি করলে তত টাকা লাভ হয়।
অর্থাৎ,
লাভ বা ক্ষতির পরিমাণ = (বিক্রয়মূল্য – ক্রয়মূল্য)
তাহলে,
ক্ষতির পরিমাণ = x – 25
লাভের পরিমাণ = 35 – x
প্রশ্ন অনুযায়ী, দুই পরিমাণ সমান —
x – 25 = 35 – x
⇒ 2x = 60
⇒ x = 30
অতএব, কলমটির ক্রয়মূল্য ৩০ টাকা।
এই হিসাব অনুযায়ী—
-
২৫ টাকায় বিক্রি করলে ক্ষতি হয় ৫ টাকা,
-
৩৫ টাকায় বিক্রি করলে লাভ হয় ৫ টাকা।
দুই দিকেই লাভ ও ক্ষতির অঙ্ক সমান হওয়ায় ফল সঠিক।
সুতরাং সঠিক উত্তর হলো—
খ) ৩০ টাকা.
0
Updated: 2 weeks ago
X buys a product for Tk. 400 and sells it to Y at a profit of 30%. Y then sells it to Z at a profit of 15%. How much does Z pay to Y?
Created: 1 month ago
A
Tk. 698
B
Tk. 588
C
Tk. 620
D
Tk. 598
Question: X buys a product for Tk. 400 and sells it to Y at a profit of 30%. Y then sells it to Z at a profit of 15%. How much does Z pay to Y?
সমাধান:
X এর 30% লাভে বিক্রয়মূল্য = 400 + 400 এর 30%
= 400 + (400 × 30/100)
= 400 + 120
= 520
X এর বিক্রয়মূল্য = Y এর ক্রয়মূল্য
Y এর 15% লাভে বিক্রয়মূল্য = 520 + 520 এর 15%
= 520 + (520 × 15/100)
= 520 + 78
= 598
সুতরাং, Y এর বিক্রয়মূল্য = Z এর ক্রয়মূল্য = Tk. 598
0
Updated: 1 month ago
একটি ছাতা ৩৭৮ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, ৪৫০ টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয়। ছাতাটির ক্রয়মূল্য কত?
Created: 1 month ago
A
৩৯৬ টাকা
B
৩২০ টাকা
C
৩৬৬ টাকা
D
২৮০ টাকা
প্রশ্ন: একটি ছাতা ৩৭৮ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, ৪৫০ টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয়। ছাতাটির ক্রয়মূল্য কত?
সমাধান:
ধরি,
ছাতাটির ক্রয়মূল্য = x টাকা
শর্তমতে,
৩(x - ৩৭৮) = ৪৫০ - x
বা, ৩x - ১১৩৪ = ৪৫০ - x
বা, ৩x + x = ৪৫০ + ১১৩৪
বা, ৪x = ১৫৮৪
বা, x = ১৫৮৪/৪
∴ x = ৩৯৬
∴ ছাতাটির ক্রয়মূল্য = ৩৯৬ টাকা ।
0
Updated: 1 month ago