'ক্ষ্ম' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
A
ক্ + ষ্ + ন = ক্ষ্ম
B
ক্ + ষ্ + ম = ক্ষ্ম
C
ক্ + ষ্ + ণ = ক্ষ্ম
D
ক্ + ম্ + ষ = ক্ষ্ম
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় যখন দুটি বা একাধিক বর্ণ মিলিত হয় তখন একটি নতুন রূপের সৃষ্টি হয়, যাকে যুক্তবর্ণ বলা হয়। কিছু যুক্তবর্ণ দেখতে সহজ ও পরিষ্কারভাবে চেনা যায়, এগুলোকে স্বচ্ছ যুক্তবর্ণ বলে। অন্যদিকে কিছু যুক্তবর্ণ চেনা কঠিন হয়, সেগুলোকে বলা হয় অস্বচ্ছ যুক্তবর্ণ।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ হলো:
-
ক্ + স = ক্স
-
ক্ + ষ = ক্ষ
-
হ্ + ম = হ্ম
-
হ্ + ন = হ্ন
-
ষ + ণ = ষ্ণ
-
ক্ + ষ + ম = ক্ষ্ম
0
Updated: 1 month ago
'ম্ফ' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
Created: 2 months ago
A
ন্ + ফ
B
ম্ + ফ
C
ঙ্ + ফ
D
কোনোটিই নয়
• 'ম্ফ' যুক্তবর্ণটি (ম্ + ফ) যোগে গঠিত।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- ষ্ + প = ষ্প;
- ক্ + ষ = ক্ষ;
- ষ্ + ঠ = ষ্ঠ;
- স্+ থ = স্থ;
- প্ + স = প্স;
- স্ + প = স্প;
- ম্ + ফ = ম্ফ;
- ঞ্ + ছ = ঞ্ছ।
0
Updated: 2 months ago
'ঞ্চ' যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
Created: 1 month ago
A
ঞ্ + ছ
B
ঞ্ + চ
C
চ্ + ঞ
D
ছ্ + ঞ
‘ঞ্চ’ যুক্তবর্ণের সঠিক গঠন হলো ঞ্ + চ।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
-
হ্ + ম = হ্ম
-
হ্ + উ = হু
-
হ্ + ঋ = হৃ
-
হ্ + ন = হ্ন
0
Updated: 1 month ago
‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
Created: 3 months ago
A
ষ্+ন
B
ষ্+ণ
C
ষ+ঞ
D
ষ+ঙ
‘উষ্ণ’ শব্দে “ষ্ণ” একটি যুক্তব্যঞ্জন, যা ষ্ ও ণ বর্ণের মিলনে গঠিত।
এটি উচ্চারিত হয়: উ-ষ্ণ।
0
Updated: 3 months ago