ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু যথাক্রমে ৮ সে.মি. ও ১০ সে.মি. এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ৭ সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত?
A
৬৩ বর্গ সে.মি.
B
৭৫ বর্গ সে.মি.
C
৮০ বর্গ সে.মি.
D
৯৯ বর্গ সে.মি.
উত্তরের বিবরণ
প্রশ্ন: ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু যথাক্রমে ৮ সে.মি. ও ১০ সে.মি. এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ৭ সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত?
সমাধান:
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা
= (১/২) × (৮ + ১০) × ৭
= (১/২) × ১৮ × ৭
= ৬৩ বর্গ সে.মি.।
0
Updated: 1 month ago
The volume of a right circular cylinder is 25π cubic units and its height is 4 units. What is the circumference of its base?
Created: 1 month ago
A
5π
B
10π
C
20π
D
10√2π
Question: The volume of a right circular cylinder is 25π cubic units and its height is 4 units. What is the circumference of its base?
Solution:
আমরা জানি, একটি সিলিন্ডারের আয়তন = πr2h
যেখানে, r হলো ভূমির ব্যাসার্ধ এবং h হলো উচ্চতা।
প্রশ্নমতে,
πr2 × 4 = 25π
⇒ 4r2 = 25
⇒ r2 = 25/4
⇒ r = √(25/4)
⇒ r = 5/2 = 2.5 একক
সিলিন্ডারের ভূমির পরিধি = 2πr
= 2π × 2.5
= 5π একক
∴ সিলিন্ডারটির ভূমির পরিধি হলো 5π একক।
0
Updated: 1 month ago
একটি সামান্তরিকের ভূমির পরিমাণ ২০ সে.মি. এবং উচ্চতা ৯ সে.মি.। সামান্তরিকের ক্ষেত্রফল কত?
Created: 1 month ago
A
১৮০ বর্গ সে.মি.
B
১৭২ বর্গ সে.মি.
C
১৪৮ বর্গ সে.মি.
D
১৯০ বর্গ সে.মি.
প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমির পরিমাণ ২০ সে.মি. এবং উচ্চতা ৯ সে.মি.। সামান্তরিকের ক্ষেত্রফল কত?
সমাধান:
আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= ২০ × ৯
= ১৮০
∴ সামান্তরিকের ক্ষেত্রফল = ১৮০ বর্গ সে.মি.।
0
Updated: 1 month ago
একটি বৃত্তের পরিধি ৫০% বাড়ানো হলে, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
Created: 5 days ago
A
১০০%
B
১১৫%
C
১২৫%
D
২২৫%
ব্যাসার্ধ r হলে,
পরিধি= 2πr
ক্ষেত্রফল=πr2
পরিধি ৫০% বাড়লে নতুন বৃত্তের পরিধি = 2πr + (1/2)Χ2πr = 3πr
আমরা জানি,
পরিধি/ব্যাস = π
তাহলে নতুন বৃত্তের ব্যাস = 3πr/π= 3r
তাহলে ব্যাসার্ধ= 3r/2
নতুন বৃত্তের ক্ষেত্রফল = π(3r/2)2 = (9πr2)/4 = 2.25πr2
∴ ক্ষেত্রফল বৃদ্ধি = 2.25πr2 - πr2 = 1.25 πr2
0
Updated: 5 days ago