একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 24 মিটার, 26 মিটার এবং ক্ষেত্রফল 156 বর্গমিটার হলে, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত?
A
30°
B
45°
C
60°
D
90°
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 24 মিটার, 26 মিটার এবং ক্ষেত্রফল 156 বর্গমিটার হলে, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত?
সমাধান:
মনেকরি,
ত্রিভুজের বাহুদ্বয় যথাক্রমে a = 24 মিটার ও b = 26 মিটার
এবং
অন্তর্ভুক্ত কোণ θ =?
আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2)×ab × sinθ
বা, 156 = (1/2) × 24 × 26 × sinθ
বা, 156 = 312 × sinθ
বা, sinθ = 1/2
বা, sinθ = sin30°
∴ θ = 30°
∴ বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ = 30° ।

0
Updated: 18 hours ago
The area of a trapezium is 120 square cm. The length of one of the parallel sides is 10 cm, and the distance between the parallel sides is 15 cm. Find the length of the other parallel side.
Created: 3 days ago
A
4 cm
B
6 cm
C
8 cm
D
12 cm
Question: The area of a trapezium is 120 square cm. The length of one of the parallel sides is 10 cm, and the distance between the parallel sides is 15 cm. Find the length of the other parallel side.
Solution:
দেওয়া আছে,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 120 সেমি2
একটি সমান্তরাল বাহু, a = 10 সেমি
সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, h = 15 সেমি
ধরি, অপর সমান্তরাল বাহু = b সেমি
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × (a + b) × h
প্রশ্নমতে,
120 = (1/2) × (10 + b) × 15
⇒ 120 × 2 = (10 + b) × 15
⇒ 240 = (10 + b) × 15
⇒ (10 + b) = 240 / 15
⇒ 10 + b = 16
⇒ b = 16 - 10
⇒ b = 6 সেমি
সুতরাং, অপর সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য 6 সেমি।

0
Updated: 3 days ago
একটি ত্রিভুজে কয়টি সমকোণ থাকতে পারে?
Created: 4 weeks ago
A
একটি
B
দুইটি
C
তিনটি
D
সমকোণ থাকে না
প্রশ্ন:
একটি ত্রিভুজে কয়টি সমকোণ থাকতে পারে?
সমাধান:
-
একটি ত্রিভুজে মাত্র ১টি সমকোণ থাকতে পারে।
-
সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ, এবং অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ হয়।
-
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সর্বদা দুই সমকোণ (180°)।
-
সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুকে অতিভূজ বলা হয়।
-
অতিভূজের বিপরীত কোণই সমকোণ।
-
সমকোণী ত্রিভুজের অতিভূজই সর্বাধিক দৈর্ঘ্যের বাহু।

0
Updated: 4 weeks ago
If
Created: 3 days ago
A
30°
B
45°
C
60°
D
90°
Question: If
Solution:

0
Updated: 3 days ago