একটি ট্রেন ৫০ সেকেন্ড ৪০০ মিটার ও ৪০ সেকেন্ডে ৩০০ মিটার লম্বা দুটি সেতু অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
A
১০০ মিটার
B
১২০ মিটার
C
১৫০ মিটার
D
১৮০ মিটার
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি ট্রেন ৫০ সেকেন্ড ৪০০ মিটার ও ৪০ সেকেন্ডে ৩০০ মিটার লম্বা দুটি সেতু অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
সমাধান:
ধরি,
ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার
প্রশ্নমতে,
(ক + ৪০০)/৫০ = (ক + ৩০০)/৪০
বা, ৫০ক + ১৫০০০ = ৪০ক + ১৬০০০
বা, ৫০ক - ৪০ক = ১৬০০০ - ১৫০০০
বা, ১০ক = ১০০০
বা, ক = ১০০০/১০
∴ ক = ১০০
∴ ট্রেনটির দৈর্ঘ্য = ১০০ মিটার।
0
Updated: 1 month ago
একটি সমবাহু ত্রিভুজের মধ্যমা ২৪ সে.মি. হলে, শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত?
Created: 1 month ago
A
৮ সে.মি.
B
৩২ সে.মি.
C
৪৮ সে.মি.
D
১৬ সে.মি.
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের মধ্যমা ২৪ সে.মি. হলে, শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত?
সমাধান:

দেওয়া আছে,
মধ্যমা, AE = ২৪
ভরকেন্দ্র মধ্যমাকে ২ : ১ অনুপাতে বিভক্ত করে।
∴ শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, AD = (২/৩) × ২৪ = ১৬ সে.মি.
0
Updated: 1 month ago
একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 2 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজ 2 মিটার বেশি হলে, ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কত মিটার?
Created: 1 month ago
A
5 মিটার
B
3 মিটার
C
4 মিটার
D
6 মিটার
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 2 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজ 2 মিটার বেশি হলে, ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কত মিটার?
সমাধান:
ধরি,
সমকোণী ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য = x মিটার
∴ সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য = (x - 2) মিটার
∴ সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য = (x + 2) মিটার
পিথাগোরাসের সূত্র থেকে পাই,
অতিভুজ2 = লম্ব2 + ভূমি2
⇒ (x + 2)2 = (x - 2)2 + x2
⇒ x2 + 4x + 4 = x2 - 4x + 4 + x2
⇒ x2 - 8x = 0
⇒ x(x - 8) = 0
∴ x = 0 [যেহেতু, ত্রিভুজের লম্ব কখনো শূন্য হতে পারে না]
অথবা,
x - 8 = 0
∴ x = 8
∴ ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য = (8 - 2) মিটার
= 6 মিটার।
0
Updated: 1 month ago
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সেমি। ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত কত?
Created: 2 weeks ago
A
১৫.২ সেমি
B
১০.৫ সেমি
C
১০.৭ সেমি
D
১৭.১ সেমি
0
Updated: 2 weeks ago