একটি বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১০ মিটার, ১৭ মিটার ও ২১ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
A
৭২ বর্গমিটার
B
৭৬ বর্গমিটার
C
৮৪ বর্গমিটার
D
৯৮ বর্গমিটার
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১০ মিটার, ১৭ মিটার ও ২১ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
সমাধান:
আমরা জানি,
বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √{s(s - a)(s - b)(s - c)}
এখানে,
s = (a + b + c)/২
= (১০ + ১৭ + ২১)/২
= ৪৮/২
= ২৪ মিটার
ক্ষেত্রফল = √{২৪ (২৪ - ১০)(২৪ - ১৭)(২৪ - ২১)}
= √(২৪ × ১৪ × ৭ × ৩)
= √৭০৫৬
= ৮৪ বর্গমিটার।
0
Updated: 1 month ago
দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়?
Created: 3 months ago
A
একটির তিন বাহু অপরটির তিন বাহুর সমান।
B
একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান।
C
একটির দুই কোণ ও এক বাহু অপরটির দুই বাহু ও অনুরূপ বাহুর সমান।
D
একটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণের সমান।
প্রশ্ন: দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়?
সমাধান:
- দুইটি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে সমান হলেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে।
দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য শর্তসমূহ:
- একটির তিন বাহু অপরটির তিন বাহুর সমান।
- একটির দুই কোণ ও এক বাহু অপরটির দুই বাহু ও অনুরূপ বাহুর সমান।
- একটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণের সমান।
0
Updated: 3 months ago
কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ২০° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?
Created: 2 months ago
A
৩৫°
B
৪০°
C
৪৫°
D
৫৫°
প্রশ্ন: কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ২০° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?
সমাধান:
ধরি,
একটি সূক্ষ্মকোণ = ক
∴ অপর সূক্ষ্মকোণ = ক - ২০°
আমরা জানি, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের যোগফল ৯০° হয়।
প্রশ্নমতে,
ক + (ক - ২০°) = ৯০°
⇒ ২ক - ২০° = ৯০°
⇒ ২ক = ৯০° + ২০°
⇒ ২ক = ১১০°
⇒ ক = ১১০°/২
⇒ ক = ৫৫°
∴ ক্ষুদ্রতম কোণটির মান = ৫৫° - ২০° = ৩৫°
0
Updated: 2 months ago
কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল?
Created: 2 weeks ago
A
১/২ (ভূমি × উচ্চতা)
B
দৈর্ঘ্য × প্রস্থ
C
(দৈর্ঘ্য + প্রস্থ)
D
ভূমি × উচ্চতা
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের মূল সূত্র হলো ভূমি × উচ্চতা। কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল ও সমান, এবং এর ক্ষেত্রফল নির্ভর করে একটি বাহুকে ভূমি ধরে তার উপর অঙ্কিত লম্ব উচ্চতার উপর।
-
ভূমি হলো সামান্তরিকের একটি বাহু, যা নিচের দিকে ধরা হয়।
-
উচ্চতা হলো ঐ ভূমির উপর লম্ব দূরত্ব, অর্থাৎ বিপরীত বাহু পর্যন্ত অঙ্কিত লম্বরেখা।
-
ক্ষেত্রফল মানে সেই স্থানফল যা সামান্তরিক ঘিরে রেখেছে, তাই এটি সরাসরি ভিত্তি ও উচ্চতার গুণফল দিয়ে প্রকাশ পায়।
-
সূত্রটি হলো:
[
ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
] -
উদাহরণস্বরূপ, যদি সামান্তরিকের ভূমি হয় ১২ সেমি এবং উচ্চতা ৮ সেমি, তাহলে ক্ষেত্রফল = ১২ × ৮ = ৯৬ বর্গ সেমি।
-
অন্য বিকল্পগুলো ভুল, কারণ—
-
১/২ (ভূমি × উচ্চতা) হলো ত্রিভুজের ক্ষেত্রফল।
-
দৈর্ঘ্য × প্রস্থ হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল।
-
(দৈর্ঘ্য + প্রস্থ) কোনো ক্ষেত্রফল নয়, বরং এটি পরিসীমা নির্ণয়ের অংশ হতে পারে।
-
অতএব, সামান্তরিকের ক্ষেত্রফলের সঠিক সূত্র হলো ভূমি × উচ্চতা।
সঠিক উত্তর হলো ঘ) ভূমি × উচ্চতা।
0
Updated: 2 weeks ago