২০ জন ছাত্রের একটি ক্লাসে ছাত্রদের বয়সের গড় ১৫ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ২ বছর বেশি হলে, শিক্ষকের বয়স কত?
A
৪৩ বছর
B
৪৫ বছর
C
৫৩ বছর
D
৫৭ বছর
উত্তরের বিবরণ
প্রশ্ন: ২০ জন ছাত্রের একটি ক্লাসে ছাত্রদের বয়সের গড় ১৫ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ২ বছর বেশি হলে, শিক্ষকের বয়স কত?
সমাধান:
২০ জন ছাত্রের মোট বয়স = (১৫ × ২০) বছর
= ৩০০ বছর
আবার,
শিক্ষকসহ তাদের বয়সের গড় = (১৫ + ২) বছর
= ১৭ বছর
∴ শিক্ষকসহ সকলের মোট বয়স = (১৭ × ২১) বছর
= ৩৫৭ বছর
∴ শিক্ষকের বয়স = (৩৫৭ - ৩০০) বছর
= ৫৭ বছর।
0
Updated: 1 month ago
x+y-1 = 0, x-y+1 = 0 এবং y+3 = 0 সরল রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজটি-
Created: 2 weeks ago
A
সমবাহু
B
বিষমবাহু
C
সমকোণী
D
সমদ্বিবাহু
এই তিনটি সরলরেখা দ্বারা গঠিত ত্রিভুজ বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি সমকোণী ত্রিভুজ। সরলরেখাগুলোর ছেদবিন্দু বের করে এবং রেখার ঢাল নির্ণয় করে সহজেই ত্রিভুজের প্রকার নির্ধারণ করা যায়।
-
প্রথমে সরলরেখাগুলোর ছেদবিন্দু খুঁজে বের করা যাক:
-
এবং মিলিয়ে সমাধান করলে:
এই দুই সমীকরণ যোগ করলে । তারপর ।
তাই ছেদবিন্দু হলো । -
এবং মিলিয়ে সমাধান করলে:
।
তাই ছেদবিন্দু হলো । -
এবং মিলিয়ে সমাধান করলে:
।
তাই ছেদবিন্দু হলো ।
-
-
এরপর ত্রিভুজের পাশে দূরত্ব (দৈর্ঘ্য) বের করা যায়:
-
-
এখানে দেখা যায়, । এটি স্পষ্টভাবে পিথাগরাসের সূত্র অনুযায়ী, তাই ত্রিভুজটি সমকোণী।
-
সংক্ষেপে, মূল বিষয়গুলো:
-
ছেদবিন্দু হলো ।
-
পাশের দৈর্ঘ্য: , ।
-
, তাই এটি সমকোণী ত্রিভুজ।
-
পাশাপাশি, ত্রিভুজটি সমদ্বিবাহু সমকোণী, কারণ দুটি বাহু সমান।
-
এই ব্যাখ্যা উত্তরের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, সঠিক গণিতীয় বিশ্লেষণ এবং শিক্ষণীয়ভাবে উপস্থাপিত।
0
Updated: 2 weeks ago
60° কে রেডিয়ানে প্রকাশ করলে হবে-
Created: 1 month ago
A
π/2
B
π/4
C
2π/4
D
π/3
প্রশ্ন: 60° কে রেডিয়ানে প্রকাশ করলে হবে-
সমাধান:
• রেডিয়ান: কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ঐ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক রেডিয়ান বলে।
ডিগ্রিকে রেডিয়ানে রূপান্তর করার সূত্র হলো: রেডিয়ান = ডিগ্রি × (π/180)
∴ 60° কে রেডিয়ানে প্রকাশ করলে হবে = 60° × (π/180)
= π/3 রেডিয়ান।
0
Updated: 1 month ago
ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটা দুইটি প্রতি ২৪ ঘণ্টায় কয়বার সমাপতন হয়?
Created: 1 month ago
A
১১ বার
B
১২ বার
C
২৪ বার
D
২২ বার
প্রশ্ন: ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটা দুইটি প্রতি ২৪ ঘণ্টায় কয়বার সমাপতন হয়?
সমাধান:
12 ঘণ্টায় ঘণ্টা ও মিনিটের কাঁটা মোট ১১ বার সমাপতন করে।
কারণ, 12:00 থেকে শুরু করলে প্রথম সমাপতন ঘটে 12:00-এ এবং শেষ সমাপতন 11:00-এ, 12:00-এ আবার গণনা হয় না।
তাই 12 ঘণ্টায় = 11 বার সমাপতন হয়।
∴ ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটা দুইটি প্রতি ২৪ ঘণ্টায় সমাপতন হয় = (১১ × ২) বার
= ২২ বার।
0
Updated: 1 month ago