What is Iago's fate at the end of the play?
A
He is executed by Cassio on the spot.
B
He commits suicide out of remorse.
C
He escapes from Cyprus and is never found.
D
He is captured and left for Cassio to torture and execute.
উত্তরের বিবরণ
এই অংশে দেখা যায় যে, Iago-এর দুর্দশা এবং অপরাধের পরিণতি প্রকাশ পায়। যখন তার villainy বা অসাধু কর্মকাণ্ড প্রকাশিত হয়, তখন Iago apprehended বা গ্রেপ্তার করা হয়। এরপর Lodovico নির্দেশ দেন যে Othello-এর successor, অর্থাৎ Cassio, Iago-এর শাস্তি নির্ধারণের দায়িত্বে থাকবেন, যা ইঙ্গিত দেয় যে শাস্তি slow and painful execution বা ধীর ও কষ্টদায়ক হতে পারে।
• Iago-এর অপরাধ প্রকাশের পর সে গ্রেপ্তার হয়।
• Lodovico নির্দেশ দেন যে Cassio, যিনি Othello-এর উত্তরাধিকারী, Iago-এর শাস্তি নির্ধারণ করবেন।
• এই শাস্তি বোঝানো হয়েছে যে এটি ধীর এবং কষ্টদায়ক execution হতে পারে।
• সুতরাং, সঠিক উত্তর হলো: He is captured and left for Cassio to torture and execute।

0
Updated: 20 hours ago
What vision does Macbeth see before killing Duncan?
Created: 1 month ago
A
A ghost
B
A sword
C
A floating dagger
D
A crown
ডাঙ্কানকে হত্যা করার আগে ম্যাকবেথ এক অদ্ভুত ভৌতিক দৃশ্য দেখেন — একটি বাতাসে ভেসে থাকা ছুরির (floating dagger) দর্শন। সে দেখে ছুরিটি যেন তাকে ডাঙ্কানের ঘরের দিকে করছে। এটি ছিল তার মানসিক দ্বন্দ্ব এবং অপরাধবোধের প্রতিফলন।
এই দৃশ্যটি Act 2, Scene 1-এ ঘটে, যেখানে ম্যাকবেথ বলে:
"Is this a dagger which I see before me,
The handle toward my hand? Come, let me clutch thee."
এই ভৌতিক ছুরিটি তার মানসিক চাপ, দ্বিধা এবং ভবিষ্যৎ রক্তপাতের ইঙ্গিত বহন করে। এটি তার মানসিক অবস্থা ও পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতীক।
সারাংশে, এই "floating dagger" হচ্ছে ম্যাকবেথের ভেতরের অপরাধবোধ ও অনিশ্চয়তার প্রতীক, যা তাকে হত্যার পথে ধাবিত করে।

0
Updated: 1 month ago
In Shakespeare's play Hamlet, Hamlet was prince of
Created: 2 weeks ago
A
Norway
B
Britain
C
Denmark
D
France
Hamlet' in Shakespeare's Hamlet is a prince of - Denmark.
Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই tragedy টি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
এর কেন্দ্রীয় চরিত্র Hamlet ছিলেন prince of Denmark যিনি জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।
• The important characters of Hamlet:
- Ophelia,
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio,
- Polonius etc.
• Famous quotations of Hamlet:
- 'To be or not to be that is the question',
- 'Frailty, thy name is woman',
- Brevity is the soul of wit',
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend',
'There is divinity that shapes our end'.
Source: Britannica.

0
Updated: 2 weeks ago
The play 'Arms and the Man' is by-
Created: 1 month ago
A
James Joyce
B
Samuel Beckett
C
Arthur Miller
D
George Bernard Shaw
Arms and the Man is a Famous comedy drama written by George Bernard Shaw.
১৮৮৫ সালে Surbo-Bulgarian War এর প্রেক্ষাপটে রচিত হয়েছে নাটকটি।
এই drama এর title টি সরাসরি Roman Poet Virgil এর Aeneid এর প্রথম লাইন থেকে নেয়া যেখানে যুদ্ধকে glorify করা হয়েছে।
তেমনি ভাবে Arms and the Man drama টিতে, indirectly Serbo-Bulgarian war এর প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়।
• Arms and the Man এর গুরুত্বপূর্ন চরিত্র সমূহ -
- Raina Petkoff (female protagonist),
- Captain Bluntschli (male protagonist),
- Major Siergius Saranoff (antagonist),
- Major Paul Petkoff (father),
- Catherine Petkoff (mother),
- Louka (maid),
- Nicola (male servant), etc.
• G. B. Shaw (1856-1950):
- তার পুরো নাম George Bernard Shaw.
- তিনি 'Modern period' এর নাট্যকার।
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।
- He was famous for his 'drama of ideas'.
• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play)
- Major Barbara (Social satire)
- Mrs. Warren's Profession;(play)
- Arms and the Man (Romantic comedy)
- Caesar and Cleopatra; (play/tragedy)
- Man and Superman; (Comedy play)
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue)
- St. Joan of Arc etc.
Source: Britannica and Live MCQ Lecture.

0
Updated: 1 month ago