What is Iago's fate at the end of the play?
A
He is executed by Cassio on the spot.
B
He commits suicide out of remorse.
C
He escapes from Cyprus and is never found.
D
He is captured and left for Cassio to torture and execute.
উত্তরের বিবরণ
এই অংশে দেখা যায় যে, Iago-এর দুর্দশা এবং অপরাধের পরিণতি প্রকাশ পায়। যখন তার villainy বা অসাধু কর্মকাণ্ড প্রকাশিত হয়, তখন Iago apprehended বা গ্রেপ্তার করা হয়। এরপর Lodovico নির্দেশ দেন যে Othello-এর successor, অর্থাৎ Cassio, Iago-এর শাস্তি নির্ধারণের দায়িত্বে থাকবেন, যা ইঙ্গিত দেয় যে শাস্তি slow and painful execution বা ধীর ও কষ্টদায়ক হতে পারে।
• Iago-এর অপরাধ প্রকাশের পর সে গ্রেপ্তার হয়।
• Lodovico নির্দেশ দেন যে Cassio, যিনি Othello-এর উত্তরাধিকারী, Iago-এর শাস্তি নির্ধারণ করবেন।
• এই শাস্তি বোঝানো হয়েছে যে এটি ধীর এবং কষ্টদায়ক execution হতে পারে।
• সুতরাং, সঠিক উত্তর হলো: He is captured and left for Cassio to torture and execute।
0
Updated: 1 month ago
"She has deceived her father, and may thee" is a warning given to Othello by whom?
Created: 2 months ago
A
The Duke
B
Iago
C
Emilia
D
Brabantio
এই লাইনটি নাটকে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি future tragedy-র ইঙ্গিত দেয়। Brabantio, যিনি Desdemona-র বাবা, এই কথাটি বলেন Act 1, Scene 3-এ। তিনি Duke-কে রাজি করাতে ব্যর্থ হন যে Othello এবং Desdemona-র বিয়ে বাতিল করে দেওয়া হোক। হতাশ ও পরাজিত Brabantio শেষমেশ Othello-কে একটি সতর্কবার্তা দেন।
-
Brabantio মনে করেন Desdemona তাকে প্রতারণা করেছে তার অনুমতি ছাড়াই পালিয়ে গিয়ে বিয়ে করার মাধ্যমে। এই ধারণা থেকেই তিনি আশঙ্কা প্রকাশ করেন যে Desdemona তার স্বামীকেও একইভাবে deceive করতে পারে।
-
এই লাইনটির significance বাড়ে কারণ Iago পরবর্তীতে একই চিন্তাকে ব্যবহার করে। Act 3, Scene 3-এ Iago Othello-কে মনে করিয়ে দেয়: "She did deceive her father, marrying you"।
-
এভাবে Iago Brabantio-র warning-কে পুনরাবৃত্তি করে Othello-র মনে সন্দেহ জাগিয়ে তোলে, যাতে Desdemona-র potential infidelity তার কাছে believable মনে হয়।
-
Brabantio-র anger থেকে বলা এই সতর্কবাণীই হয়ে যায় Othello-র মনে প্রথম seed of doubt, যেটিকে Iago ধীরে ধীরে nurture করে এক ভয়ঙ্কর jealousy-তে রূপান্তরিত করে।
অতএব, একটি আবেগপ্রবণ ও তিক্ত সতর্কবার্তাই নাটকের মূল tragedy-র শেকড় তৈরি করে।
0
Updated: 1 month ago
Who is Brabantio?
Created: 2 months ago
A
Othello’s enemy in Cyprus
B
Desdemona’s father
C
Iago’s uncle
D
Cassio’s brother
ব্রাবানশিও ভেনিসের সেনেটর এবং ডেসডিমোনার বাবা। তিনি মেয়ের সাথে ওথেলোর বিয়ে মেনে নেন না এবং আদালতে অভিযোগ করেন। যদিও অভিযোগ খারিজ হয়, তার ক্ষোভ ডেসডিমোনার জন্য একটি সামাজিক সংঘাত তৈরি করে।
1
Updated: 2 months ago
Who first greets Macbeth as “Thane of Cawdor”?
Created: 2 months ago
A
Banquo
B
Ross
C
Duncan
D
Lennox
যুদ্ধ জয়ের পর Ross রাজা Duncan-এর বার্তা নিয়ে এসে Macbeth-কে “Thane of Cawdor” বলে অভিবাদন জানায়। এটি ডাইনিদের ভবিষ্যদ্বাণীর প্রথম অংশ পূর্ণ করে এবং Macbeth-এর উচ্চাকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে।
2
Updated: 2 months ago