"Othello" is a Shakespeare's play about -
A
A Jew
B
A Roman
C
A Turk
D
A Moor
উত্তরের বিবরণ
নাটকের মূল চরিত্র একজন সম্মানিত ভেনিসিয়ান জেনারেল। তিনি একজন Moor, যা শেক্সপিয়ারের সময়ে উত্তর আফ্রিকা বা আরবীয় বংশের মানুষদের বোঝাতে ব্যবহার করা হতো।
তাঁর জাতি এবং ভেনিসিয়ান সমাজে একজন বহিরাগত হিসেবে তাঁর অবস্থান নাটকের প্লট এবং থিম-এর মূল অংশ।
• The protagonist is a respected Venetian General.
• He is a Moor, a term in Shakespeare’s time for people of North African or Arabian descent.
• His race and status as an outsider in Venetian society are central to the play’s plot and theme.

0
Updated: 20 hours ago
Who brings Hamlet back to Denmark after his voyage to England?
Created: 1 month ago
A
Horatio
B
Rosencrantz
C
Pirates
D
Guildenstern
ইংল্যান্ডে পাঠানোর পথে Hamlet-এর জাহাজে জলদস্যুরা আক্রমণ করে। তারা তাকে অক্ষত রেখে ডেনমার্কে ফিরিয়ে আনে, যা নাটকের ভাগ্যচক্র পাল্টে দেয়।

0
Updated: 1 month ago
'Venus and Adonis' is a/an ______ by Shakespeare.
Created: 1 month ago
A
history play
B
comedy
C
narrative poem
D
tragedy
'Venus and Adonis' - William Shakespeare-র লেখা একটি narrative poem.
Venus and Adonis:
- Shakespeare, Ovid’s Metamorphoses এর বই এর গল্প থেকে কবিতাটি লেখার জন্য ধারণা নিয়েছিলেন।
- এই কবিতাটি গ্রীক পুরাণের ভেনাস ও অ্যাডোনিস উপাখ্যানের উপর ভিত্তি করে রচিত যা একজন মানুষ এবং দেবীর মধ্যকার অসম প্রেম কাহিনীর বর্ণনা করে।
- কবিতার কেন্দ্রীয় চরিত্র Adonis হচ্ছে একজন অনিন্দ্য সুন্দর যুবক, শিকার করা যার পেশা আর ভেনাস হলেন goddess of love.
• ভেনাস, অ্যাডোনিসকে তার প্রেমে আকৃষ্ট করার চেষ্টা করেন কিন্তু অ্যাডোনিস শিকারে মনোনিবেশ করায় ভেনাসের প্রেমকে প্রত্যাখ্যান করেন। একদিন ভেনাস স্বপ্নে দেখেন শিকার করতে গিয়ে এডোনিসের মৃত্যু ঘটেছে এবং এ ব্যাপারে তিনি অ্যাডোনিসকে সতর্ক ও করেন। কিন্তু অ্যাডোনিস তাঁর কথা অমান্য করে শিকার করতে গেলে পরবর্তীতে অ্যাডোনিসকে একটি ভয়ঙ্কর বন্য শূকরের সাথে লড়াই করতে হয় এবং সেখানে তার মৃত্যু ঘটে।ভেনাস অতীব দুঃখিত হয়ে তার রক্তে ফুল ফোটান।
• এই কাব্যগ্রন্থে ভেনাসের অ্যাডোনিসের প্রতি অনুরাগ এবং তার মৃত্যুর পর গভীর শোক বর্ণিত হয়েছে। কবিতাটি প্রেম, কামনা এবং মৃত্যুর একটি উপাখ্যান।
• William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet লিখেছেন।
- কিন্তু apart from these sonnets, Shakespeare তিনটি narrative poem লিখেছেন।
• এগুলো হচ্ছে -
- Venus and Adonis,
- The Rape of Lucrece,
- A Lover's Complaint, ইত্যাদি।
• Shakespeare dedicated the poems Venus and Adonis and The Rape of Lucrece to Henry Wriothesley, 3rd earl of Southampton.
- উল্লেখ্য যে, Adonais নামে Percy Bysshe Shelley এর একটি কবিতা রয়েছে।
Source: Britannica and Venus and Adonis by William Shakespeare.

0
Updated: 1 month ago
What is Cordelia’s response during Lear’s love test?
Created: 1 month ago
A
She says she loves him “more than words can express.”
B
She remains completely silent.
C
She says she loves him “according to her bond, no more nor less.”
D
She declares her love is greater than her sisters’.
Cordelia বাড়িয়ে কথা না বলে সৎভাবে জানায় যে, সে বাবাকে ঠিক কন্যার কর্তব্য অনুযায়ী ভালোবাসে, তার বেশি বা কম নয়। এই সততা Lear কে ক্রুদ্ধ করে এবং তাকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করে।

0
Updated: 1 month ago