শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
A
পথের দাবী
B
নিষ্কৃতি
C
চরিত্রহীন
D
দত্তা
উত্তরের বিবরণ
সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উপন্যাস হলো 'পথের দাবী'।
• 'পথের দাবী' উপন্যাস:
- 'পথের দাবী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি রাজনৈতিক উপন্যাস। কাহিনির পটভূমি ব্রহ্মদেশ।
- এক গুপ্ত দলের নায়ক সব্যসাচী উপন্যাসের প্রধান চরিত্র।
- কারো কারো মতে সব্যসাচী চরিত্রে বিপ্লবী রসবিহারীবসুর ছায়াপাত ঘটেছে।
- উপন্যাসটি বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে।
- ভারতীয় রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এই গ্রন্থ বিশেষ গুরুত্বপূর্ণ।
- বঙ্গবাণী পত্রিকার ১৩২৯-এর ফাল্গুন সংখ্যা থেকে 'পথের দাবি' ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
-----------------------------
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।
তাঁর রচিত বিখ্যাত উপন্যাস:
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- দত্তা,
- বিরাজ-বৌ,
- পণ্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- পল্লীসমাজ,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
'ললিতা তথা মানস' কাব্যগ্রন্থটি রচনা করেন কে?
Created: 2 months ago
A
সত্যেন্দ্রনাথ দত্ত
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
জীবনানন্দ দাশ
D
রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তিনি ছিলেন ঔপন্যাসিক, সাংবাদিক এবং বাংলার নবজাগরণের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
-
তাঁর প্রথম কাব্যগ্রন্থ হলো ‘ললিতা তথা মানস’ (১৮৫৬)।
-
তাঁর প্রথম উপন্যাস ‘রাজমোহন’স ওয়াইফ’, যা ইংরেজি ভাষায় রচিত।
-
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে স্বীকৃত তাঁর রচনা ‘দুর্গেশনন্দিনী’ (১৮৬৫)।
-
তাঁর উল্লেখযোগ্য তিনটি উপন্যাস হলো— আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম; যা বঙ্কিমচন্দ্রের উপন্যাস-ত্রয়ী হিসেবে পরিচিত।
-
তিনি ১৮৯৪ সালে মৃত্যুবরণ করেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি-
Created: 2 months ago
A
গণদেবতা
B
পদ্মানদীর মাঝি
C
সীতারাম
D
পথের পাঁচালী
বাংলা উপন্যাসে গ্রামীণ ও পারিবারিক জীবনের চিত্র
১. ‘সীতারাম’ উপন্যাস (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
-
এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ উপন্যাস।
-
উপন্যাসে এক ব্যক্তির পারিবারিক জীবন প্রধানভাবে উঠে এসেছে, গ্রামীণ সমাজের জীবন চিত্র এখানে প্রাধান্য পায়নি।
-
লেখক স্বীকার করেছেন, যদিও সীতারাম একটি ঐতিহাসিক ব্যক্তি, উপন্যাসের সীতারাম অনৈতিহাসিক। কারণ, তাঁর মূল উদ্দেশ্য গল্পের মধ্যে পারিবারিক ও নৈতিক পাঠ প্রেরণ করা।
২. ‘পথের পাঁচালী’ উপন্যাস (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)
-
১৯২৯ সালে প্রকাশিত, প্রথমে ‘বিচিত্রা’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত।
-
উপন্যাসের পটভূমি: বাংলাদেশের গ্রামীণ জীবন ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন।
-
কেন্দ্রীয় চরিত্র: বালক অপু।
-
মূল বিষয়: একটি শিশুর চৈতন্য ও মানুষের সঙ্গে প্রকৃতির পরিচয়।
-
উপন্যাসের তিনটি ভাগ: বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু, এবং অক্রূর সংবাদ।
৩. ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাস (মানিক বন্দ্যোপাধ্যায়)
-
১৯৩৪ সাল থেকে ‘পূর্বাশা’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত।
-
উপন্যাসের কেন্দ্র: পদ্মা নদীর তীরবর্তী ধীবর-জীবন, যেখানে গ্রামীণ সমাজের জীবন ও সম্পর্কের ছবি ফুটে উঠেছে।
-
গুরুত্বপূর্ণ চরিত্র: কুবের, কপিলা, মালা, ধনঞ্জয়, গণেশ, শীতলবাবু, হোসেন মিয়া।
-
বিখ্যাত সংলাপ: “আমারে নিবা মাঝি লগে?” (কপিলা কুবেরকে উদ্দেশ্য করে)।
-
আন্তর্জাতিক স্বীকৃতি: ইংরেজি, রাশিয়ান, চীনা, চেক, নরওয়েজিয়ান, সুইডিশ ভাষায় অনূদিত।
৪. ‘গণদেবতা’ উপন্যাস
-
গ্রামীণ জীবনের বাস্তব চিত্র উপন্যাসের মূল।
-
গ্রামীণ সমাজে মানুষের জীবনযাত্রা: পুরনো ধান-ধারণা, রীতিনীতি, বিশ্বাস ও সংস্কার অনুসরণ।
-
গ্রামীণ জনসংখ্যার চরিত্র: চাষী ও গৃহস্থ।
-
আধুনিক পরিবর্তনের ফলে ধনীরা ও মহাজনের শোষণ গ্রামীণ জীবনে বিপর্যয় আনে—এটাই উপন্যাসের মূল প্রতিপাদ্য।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ‘গণদেবতা’ উপন্যাস, বাংলাপিডিয়া।
0
Updated: 2 months ago
‘আবেগ’ কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
বিশেষণ
B
ক্রিয়াবিশেষণ
C
পদ
D
অব্যয়
বাংলা ভাষায় ‘আবেগ’ পদ-এর অন্তর্ভুক্ত।
পদ হলো বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু। অন্যভাবে বলা যায়, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তার নাম হয় পদ।
বাক্যের অন্তর্গত এসব পদকে মোট আটটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। সেগুলো হলো—
-
বিশেষ্য
-
সর্বনাম
-
বিশেষণ
-
ক্রিয়া
-
ক্রিয়াবিশেষণ
-
অনুসর্গ
-
যোজক
-
আবেগ
0
Updated: 1 month ago