The quote "As flies to wanton boys are we to the gods; / They kill us for their sport" reflects which of the play's major themes?
A
The corrupting nature of power
B
The injustice and cruelty of fate
C
The struggle between good and evil
D
The theme of madness
উত্তরের বিবরণ
This line is spoken by the newly blinded Gloucester and expresses a deeply pessimistic worldview। এটি বোঝায় যে, universe বা ব্রহ্মাণ্ডটি ঈশ্বরের ন্যায় অনুযায়ী পরিচালিত হয় না, বরং cruel এবং indifferent forces দ্বারা নিয়ন্ত্রিত, যা মানুষকে কেবল খেলার মতো ব্যবহার করে। এটি নাটকের মূল থিমের সঙ্গে সংযুক্ত, যা মানব দুঃখ, অস্থিরতা এবং নিঃশব্দ নিরর্থকতার (nihilism) intense exploration করে।

0
Updated: 21 hours ago
What is the primary and most destructive theme explored throughout the play "Othello"?
Created: 20 hours ago
A
Love and Infatuation
B
Racism and Prejudice
C
Jealousy and Deception
D
Honor and Reputation
In Shakespeare’s play Othello, অনেকগুলো থিম বা বিষয়বস্তু বিদ্যমান, যেমন—
• Love and Infatuation: প্রেম এবং আকর্ষণ, যা চরিত্রগুলোর মধ্যে সম্পর্ক ও অনুভূতির প্রেক্ষাপট গড়ে তোলে।
• Racism and Prejudice: জাতিগত ভেদাভেদ এবং পক্ষপাত, যা Othello-এর সমাজে তার অবস্থান এবং অন্যান্য চরিত্রের আচরণকে প্রভাবিত করে।
• Jealousy and Deception: ঈর্ষা এবং প্রতারণা, যা মূল ট্রাজেডির মূল চালিকা শক্তি। Iago-এর চতুর প্রতারণা Othello-এর মধ্যে consuming jealousy বা ভয়াবহ ঈর্ষা জাগিয়ে তোলে।
• Honor and Reputation: সম্মান এবং খ্যাতি, যা চরিত্রদের সিদ্ধান্ত এবং আচরণে প্রভাব ফেলে।
যদিও সব থিম উপস্থিত, central driving force হল Iago-এর masterful deception এবং এর ফলে Othello-এর মধ্যে উদ্রেকিত jealousy, যা শেষ পর্যন্ত ট্রাজেডির দিকে নিয়ে যায়। Iago নিজেও কিছুটা ঈর্ষার শিকার। তাই, পুরো নাটকে সবচেয়ে primary এবং destructive theme হলো Jealousy and Deception।
চূড়ান্তভাবে বলা যায়, Iago-এর manipulation এবং Othello-এর "green-eyed monster"—ঈর্ষা—ই নাটকের মূল সংঘর্ষ এবং ট্রাজেডির মূল উৎস।

0
Updated: 20 hours ago
What is the fate of Rosencrantz and Guildenstern?
Created: 1 month ago
A
They are pardoned
B
They are executed in England
C
They escape to Norway
D
They join Fortinbras
Hamlet Claudius-এর চিঠি বদলে দেয়, যাতে ইংল্যান্ডের রাজা Rosencrantz ও Guildenstern-কে মৃত্যুদণ্ড দেয়। তারা Hamlet-এর প্রাক্তন বন্ধু হলেও, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় এই ভাগ্য বরণ করে।

1
Updated: 1 month ago
Why does Brabantio warn Othello after the marriage?
Created: 1 month ago
A
Desdemona may betray him
B
The Duke may reject the marriage
C
Othello will lose his position
D
Cassio will oppose him
Brabantio রাগ ও ঈর্ষা থেকে Othello-কে সতর্ক করে যে যেভাবে Desdemona তার বাবাকে ফাঁকি দিয়ে বিয়ে করেছে, ভবিষ্যতে সে স্বামীকেও প্রতারণা করতে পারে। এই কথা পরে Othello-র মনে সন্দেহের বীজ বপন করে।

0
Updated: 1 month ago