Which one of Lear’s daughters is sent into exile?
A
Goneril
B
Ophelia
C
Regan
D
Cordelia
উত্তরের বিবরণ
In the প্রথম দৃশ্যে of King Lear, Lear তার তিন কন্যাকে জিজ্ঞেস করেন তারা তাকে কতটা ভালোবাসে, যাতে তিনি সিদ্ধান্ত নিতে পারেন কে সবচেয়ে বড় অংশ পাবে রাজ্য থেকে।
-
Goneril এবং Regan তাকে প্রশংসাসূচক ও অতিরঞ্জিত বক্তব্য দেন।
-
Cordelia, তার সবচেয়ে প্রিয় কন্যা, মিথ্যা প্রশংসা করতে অস্বীকার করে এবং সরলভাবে বলে যে সে তাকে কন্যার মতোই ভালোবাসে।
-
Lear তার সৎ ও সরল বক্তব্যকে ভালোবাসার অভাব হিসেবে ভুল বোঝে, রেগে গিয়ে তাকে অপমান করে এবং রাজ্য থেকে বিতাড়িত করে।
-
এরপর Cordelia নির্বাসনে চলে যায়, এবং পরে ফরাসি রাজার সঙ্গে বিয়ের পর ফ্রান্সে চলে যায়।

0
Updated: 21 hours ago
Who first greets Macbeth after the three witches as “Thane of Cawdor”?
Created: 1 month ago
A
Ross
B
Banquo
C
Duncan
D
Lennox
ডাইনিরা ভবিষ্যদ্বাণী করার পর রস প্রথম ম্যাকবেথকে “থেন অফ কডর” উপাধি দিয়ে সম্ভাষণ জানায়। এটি ছিল ডাইনিদের ভবিষ্যদ্বাণী সত্যি হওয়ার প্রথম ধাপ, যা ম্যাকবেথের উচ্চাকাঙ্ক্ষা জাগিয়ে তোলে এবং পরবর্তী ট্র্যাজেডির পথে তাকে এগিয়ে দেয়।

0
Updated: 1 month ago
What social issue is highlighted through Othello’s identity as a Moor?
Created: 1 month ago
A
Poverty
B
Racism
C
Religion
D
War
ওথেলো একজন “Moor” হওয়ায় ভেনিসীয় সমাজে তাকে বিদেশি ও ভিন্ন জাতি হিসেবে দেখা হয়। তার প্রতি ব্র্যাব্যানশিও ও অন্যান্যদের দৃষ্টিভঙ্গি বর্ণবৈষম্যকে প্রকাশ করে। শেক্সপিয়র সমাজে বর্ণগত পূর্বাগ্রহ কিভাবে মানুষের সম্পর্ককে প্রভাবিত করে তা দেখিয়েছেন।

0
Updated: 1 month ago
"I am constant as the northern star." - This famous line is taken from -
Created: 2 weeks ago
A
Macbeth
B
King Lear
C
Julius Caesar
D
Antony and Cleopatra
"I am constant as the northern star."
-
এটি William Shakespeare রচিত Julius Caesar নাটকের একটি লাইন।
Julius Caesar
-
তিনি Rome-এর ruler ছিলেন।
-
Caesar-এর betrayer হলেন Brutus।
-
নাটকটি ১৫৯৯-১৬০০ সালের মধ্যে লেখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare-এর First Folio-তে প্রকাশিত হয়।
-
এটি একটি Historical Play এবং Tragedy।
-
নাটকটি রাজনৈতিক ষড়যন্ত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়, যা Julius Caesar, একজন রোমান রাষ্ট্রনায়ক ও সামরিক জেনারেলকে হত্যার দিকে নিয়ে যায়।
-
ঈর্ষান্বিত ষড়যন্ত্রকারীরা Caesar-এর বন্ধু Brutus-কে হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।
-
Caesarকে অত্যধিক ক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে, Brutus এবং ষড়যন্ত্রকারীরা তাকে March-এর Ides-এ হত্যা করে।
-
Mark Antony ষড়যন্ত্রকারীদের রোম থেকে তাড়িয়ে দেয় এবং একটি যুদ্ধে তাদের সাথে লড়াই করে।
বিখ্যাত উক্তি
-
"Cowards die many times before death; The valiant never taste of death but once."
-
"Veni, Vidi, Vici" (I came, I saw, I conquered)
-
"Et tu, Brute?" (You too, Brutus?) – Julius Caesar-এর শেষ শব্দ
William Shakespeare
-
জন্ম: 23 April 1564, Stratford Avon
-
মৃত্যু: 23 April 1616
-
তিনি ছিলেন English poet, dramatist, এবং actor।
-
পরিচিত English national poet এবং ‘Bard of Avon’ বা ‘Swan of Avon’ নামে।
-
মোট রচনা: 37 plays এবং 154 sonnets
Notable Works
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream
-
Famous Poems: Shall I Compare Thee to a Summer Day (Sonnet 18), The Rape of Lucrece, Venus and Adonis
Source: britannica.com

0
Updated: 2 weeks ago