Lear is king of what country?
A
Scotland
B
Britain
C
France
D
East Anglia
উত্তরের বিবরণ
King Lear হলেন ব্রিটেনের রাজা। এই নাটকে তিনি তাঁর পুরো রাজ্যকে ভাগ করেন দুই জোড়া জামাইয়ের মধ্যে:
-
The Duke of Albany (একটি প্রাচীন নাম Scotland-এর জন্য)
-
The Duke of Cornwall (ইংল্যান্ডের একটি অঞ্চল)
যেহেতু তার সার্বভৌম ক্ষমতা এই দুই প্রধান অঞ্চল পর্যন্ত বিস্তৃত, তাই তিনি সমগ্র ব্রিটেনের শাসক। নাটকটি অন্যান্য স্থানকেও উল্লেখ করে, যেমন France, যা এখানে বিদেশী ও স্বাধীন রাজ্য হিসেবে চিত্রিত হয়েছে।

0
Updated: 21 hours ago
Who wounds Cassio in Act 5?
Created: 1 month ago
A
Roderigo
B
Iago
C
Lodovico
D
Montano
Iago-র প্ররোচনায় Roderigo Cassio-কে আক্রমণ করে এবং আহত করে। তবে এই পরিকল্পনার আড়ালে Iago Cassio-কেও সরিয়ে দিতে চায়, যেন তার ষড়যন্ত্র টিকে থাকে।

1
Updated: 1 month ago
What does King Lear demand from his daughters before he will divide his kingdom?
Created: 21 hours ago
A
A promise to care for him in his old age
B
A declaration of their love for him
C
A dowry from their future husbands
D
A vow to never go to war with each other
In the opening scene of King Lear (Act 1, Scene 1), Lear একটি "love test" আয়োজন করেন, যেখানে তিনি তার তিন কন্যাকে প্রশ্ন করেন, "Which of you shall we say doth love us most?"।
তিনি আশা করেন যে, যেই কন্যা সবচেয়ে flattering এবং উদারভরে ভালোবাসা প্রকাশ করবে, তাকে তিনি রাজ্যাংশের সবচেয়ে বড় অংশ দেবেন। এই দৃশ্যটি দেখায় যে, Lear নিজের ক্ষমতা এবং সন্তুষ্টি অর্জনের জন্য ভালোবাসাকে পরিমাপের উপায় হিসেবে ব্যবহার করছেন, যা পরে নাটকের ট্র্যাজিক সংঘর্ষের সূত্রপাত করে।

0
Updated: 21 hours ago
How many soliloquies are there in “Hamlet”?
Created: 22 hours ago
A
5
B
6
C
3
D
7
হ্যামলেট নাটকে মোট সাতটি সলিলোকুই রয়েছে, যা চরিত্রটির অন্তর্দৃষ্টি, আবেগগত অবস্থা এবং পরিস্থিতি সম্পর্কে তার ক্রমবর্ধমান উপলব্ধিকে প্রকাশ করে।
-
“O that this too too sullied flesh would melt”
-
“O all you host of heaven”
-
“O, what a rogue and peasant slave am I”
-
“To be, or not to be”
-
“’Tis given out that, sleeping, I was murdered”
-
“Now might I do it pat”
-
“How all occasions do inform against me”
এই সলিলোকুইগুলো হ্যামলেটের মনের দ্বন্দ্ব, জীবন ও মৃত্যুর অর্থ নিয়ে তার ভাবনা, প্রতিশোধ গ্রহণের সংকট এবং ধীরে ধীরে তার মানসিক পরিপক্বতাকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে।

0
Updated: 22 hours ago