Lear is king of what country?
A
Scotland
B
Britain
C
France
D
East Anglia
উত্তরের বিবরণ
King Lear হলেন ব্রিটেনের রাজা। এই নাটকে তিনি তাঁর পুরো রাজ্যকে ভাগ করেন দুই জোড়া জামাইয়ের মধ্যে:
-
The Duke of Albany (একটি প্রাচীন নাম Scotland-এর জন্য)
-
The Duke of Cornwall (ইংল্যান্ডের একটি অঞ্চল)
যেহেতু তার সার্বভৌম ক্ষমতা এই দুই প্রধান অঞ্চল পর্যন্ত বিস্তৃত, তাই তিনি সমগ্র ব্রিটেনের শাসক। নাটকটি অন্যান্য স্থানকেও উল্লেখ করে, যেমন France, যা এখানে বিদেশী ও স্বাধীন রাজ্য হিসেবে চিত্রিত হয়েছে।
0
Updated: 1 month ago
Why does Laertes return to Denmark in Act IV?
Created: 2 months ago
A
To claim the throne
B
To avenge his father’s death
C
To rescue Ophelia
D
To help Hamlet
Polonius-এর মৃত্যুর খবর শুনে Laertes প্রতিশোধ নিতে ফিরে আসে।
0
Updated: 2 months ago
Why does Macduff ultimately defeat Macbeth?
Created: 1 month ago
A
Macduff is physically stronger
B
Macduff was born by cesarean and thus fulfils the witches’ prophecy
C
Macbeth surrenders voluntarily
D
Lady Macbeth commands Macduff
ম্যাকবেথ শেষ পর্যন্ত মাকডাফের হাতে পরাজিত হন কারণ মাকডাফ সিজারিয়ানের মাধ্যমে জন্মগ্রহণ করেছেন, যা ডাইনিগুলির ভবিষ্যদ্বাণী পূরণ করে।
এটি শেক্সপিয়ারের ভবিষ্যদ্বাণী ও ট্র্যাজিক পরিণতিকে শক্তিশালী করে।
ম্যাকবেথের অহংকার এবং ভবিষ্যৎ নিয়ে অবিশ্বাস তার পতনের কারণ।
মাকডাফের উপস্থিতি ন্যায়বিচার এবং প্রতিশোধের প্রতীক।
নাটকের সমাপ্তি ট্র্যাজিক হলেও ন্যায়ের বিজয় দেখায়।
0
Updated: 1 month ago
“Something is rotten in the state of Denmark.” — Who says this line?
Created: 2 months ago
A
Hamlet
B
Horatio
C
Marcellus
D
Claudius
Marcellus বলে ডেনমার্কে কোনো বড় অনৈতিক ঘটনা ঘটছে, যা Claudius-এর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে।
4
Updated: 2 months ago