কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
A
মৃত্যুক্ষুধা
B
আলেয়া
C
ঝিলিমিলি
D
মধুমালা
উত্তরের বিবরণ
কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা।
- মৃত্যুক্ষুধা ।
- কুহেলিকা।
• 'মৃত্যুক্ষুধা' উপন্যাস:
- কাজী নজরুল ইসলাম রচিত 'মৃত্যুক্ষুধা' উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৩১ সালে।
- নারী জীবনের দুর্বিষহ অভিজ্ঞতা এবং সমাজের বাস্তবচিত্র এই উপন্যাসে তুলে ধরা হয়েছে।
- দারিদ্য, ক্ষুধা, দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে সপরিবারে মেজ-বৌয়ের মুসলিম থেকে খ্রিষ্ট ধর্মান্তর গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে ওঠে গল্পে। অন্যদিকে গল্পের নায়কা রুবি আনসারকে ভালোবাসালেও রুবির পিতা তাকে বিয়ে দেয় আইসিএস পরীক্ষার্থী মোয়াজ্জেমের সঙ্গে। মোয়াজ্জেমের মৃত্যুর পর বিধবা রুবির জীবনে নেমে আসে সমাজের বিধিনিষেধ।
• ‘বাঁধন-হারা' উপন্যাস:
• কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা' (১৯২৭)।
- এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
- এতে ১৮টি পত্র রয়েছে।
- কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে ‘বাধন-হারা' উপন্যাস রচনা শুরু করেন।
- এটি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- উপন্যাসের নায়ক নুরুল হুদা।
- অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে - রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ।
• 'কুহেলিকা' উপন্যাস:
- ১৯৩৪ বঙ্গাব্দে 'নওরোজ' পত্রিকায় 'কুহেলিকা' উপন্যাস প্রকাশ আরম্ভ হয়।
- গ্রন্থাকারে প্রথম প্রকাশ পায় ১৩৩৮ বঙ্গাব্দে(১৯৩১)।
- এ উপন্যাসে রাজনৈতিক প্রসঙ্গ এসেছে অত্যন্ত বড় ক্যানভাসে।
- কুহেলিকা উপন্যাসের নায়ক জাহাঙ্গীর।
- এই উপন্যাসের বিখ্যাত উক্তি, ''ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু।''
অন্যদিকে,
• কাজী নজরুল ইসলাম রচিত তাঁর রচিত গীতিনাট্য: আলেয়া, মধুমালা।
• কাজী নজরুল ইসলাম রচিত তিনটি ছোট নাটকের গ্রন্থ হচ্ছে ঝিলিমিলি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর , বাংলাপিডিয়া মৃত্যুক্ষুধা উপন্যাস ও বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
'সারেং বৌ' উপন্যাসের রচয়িতা কে?
Created: 3 weeks ago
A
সৈয়দ শামসুল হক
B
শহীদুল্লা কায়সার
C
হাসান আজিজুল হক
D
আবু ইসহাক
• ‘সারেং বৌ’ (উপন্যাস):
-
‘সারেং বৌ’ বিখ্যাত উপন্যাসটি রচিত হয় ১৯৬২ সালে।
-
এতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনসংগ্রাম চিত্রিত হয়েছে।
শহীদুল্লাহ কায়সার:
-
১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি ফেনিতে জন্মগ্রহণ করেন।
-
তাঁর পূর্ণ নাম ছিল আবু নঈম মহাম্মদ শহীদুল্লাহ।
-
তিনি প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের সহোদর।
-
তাঁর ভ্রমণবৃত্তান্তমূলক গ্রন্থ হলো ‘পেশোয়ার থেকে তাসখন্দ’।
-
তাঁর স্মৃতিকথামূলক গ্রন্থ হলো ‘রাজবন্দীর রোজনামচা’।
তাঁর রচিত উপন্যাসসমূহ:
-
সারেং বৌ
-
সংশপ্তক
-
কৃষ্ণচূড়া মেঘ
-
তিমির বলয়
-
দিগন্তে ফুলের আগুন
-
সমুদ্র ও তৃষ্ণা
-
চন্দ্রভানের কন্যা
-
কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

0
Updated: 3 weeks ago
কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'কপালকুণ্ডলা’ উপন্যাসের চরিত্র?
Created: 3 weeks ago
A
মনোরমা
B
কাপালিক
C
হেমচন্দ্র
D
ভ্রমর
‘কপালকুণ্ডলা’ উপন্যাস
-
‘কপালকুণ্ডলা’ (১৮৬৬) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় উপন্যাস।
-
উপন্যাসটিকে রোমান্স বলা যায়, কারণ এতে নিগূঢ় ভাবসঙ্গতি প্রতিফলিত হয়েছে।
-
কাহিনী গড়ে উঠেছে এক কাপালিক-পালিতা নারী কপালকুণ্ডলার চারপাশে।
-
মূল ঘটনা: সামাজিক সংস্কারের সঙ্গে অপরিচিতা নারীর নবকুমারের সঙ্গে বিয়ে এবং কপালকুণ্ডলার সমাজবদ্ধনের সঙ্গে দ্বন্দ্ব।
-
কাহিনিতে থাকা রহস্য উদ্ঘাটনই উপন্যাসের প্রধান বিষয়।
-
কাহিনিতে একদিকে আছে সম্রাট জাহাঙ্গিরের সময়কার আগ্রার নগর ও স্থাপত্য, অন্যদিকে অরণ্য ও সমুদ্র।
-
প্রকৃতির সৌন্দর্য, রহস্যময়তা, কপালকুণ্ডলার চরিত্র এবং কাহিনির ট্র্যাজিক পরিণতি এই তিন কারণে উপন্যাসটি বঙ্কিমচন্দ্রের অন্যতম স্মরণীয় রচনা।
উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র
-
কপালকুণ্ডলা
-
নবকুমার
-
কাপালিক
অন্য উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র
-
কৃষ্ণকান্তের উইল → রোহিনী
-
মৃণালিনী → হেমচন্দ্র, মনোরমা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago
নিচের কোনটি প্রেমেন্দ্র মিত্র রচিত উপন্যাস?
Created: 4 weeks ago
A
পঞ্চশর
B
প্রথমা
C
কুয়াশা
D
মৃত্তিকা
প্রেমেন্দ্র মিত্র
-
তিনি একাধারে কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক।
-
জন্ম: ১৯০৪ সালের সেপ্টেম্বর, কাশিতে।
-
তিনি কল্লোল পত্রিকায় কাজ করতেন।
-
কলকাতার সাউথ সাবার্বন স্কুল থেকে ম্যাট্রিক (১৯২০) পাস করে সাহিত্য-সাধনায় মনোযোগী হন।
-
১৯২৩ সালে প্রবাসীতে ‘শুধু কেরাণী’ ও ‘গোপন চারিণী’ নামে দুটি গল্প প্রকাশিত হয়, এবং গল্প দুটি নিয়ে কল্লোল পত্রিকা গুরুত্বের সঙ্গে আলোচনা করে।
-
সাহিত্য-সাধনার প্রথমপর্বে তিনি ‘কৃত্তিবাস ভদ্র’ ছদ্মনামে লিখতেন।
তাঁর রচিত উপন্যাস
-
পাঁক
-
কুয়াশা
-
মিছিল
-
উপনয়ন
-
আগামীকাল
-
প্রতিশোধ
-
প্রতিধ্বনি ফেরে ইত্যাদি
তাঁর রচিত গল্পগ্রন্থ
-
পঞ্চশর
-
বেনামী বন্দর
-
পুতুল ও প্রতিমা
-
মৃত্তিকা ইত্যাদি
তাঁর রচিত কাব্যগ্রন্থ
-
প্রথমা
-
সম্রাট
-
ফেরারী ফৌজ
-
সাগর থেকে ফেরা
-
হরিণ চিতা চিল
-
কখনো মেঘ ইত্যাদি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 4 weeks ago