‘বিদ্রোহী’ কবিতায় কবি কার বুকের ‘ক্রন্দন-শ্বাস’ বুঝিয়েছেন?
A
বিধবার
B
বঞ্চিতের
C
পরশুরামের
D
ইস্রাফিলের
উত্তরের বিবরণ
বিদ্রোহী
কবিতার অংশবিশেষ:
আমি
বন্ধন-হারা কুমারীর বেণু,
তন্বী-নয়নে বহ্ণি
আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেম
উদ্দাম, আমি ধন্যি!
আমি উন্মন মন উদাসীর,
আমি বিধবার বুকে ক্রন্দন-শ্বাস,
হা হুতাশ আমি হুতাশীর।
আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত
পথিকের,
কবিতার
চরণে স্পষ্ট লেখা আছে: "আমি
বিধবার বুকে ক্রন্দন-শ্বাস, হা হুতাশ আমি
হুতাশীর।"
এখানে
নজরুল বিধবা নারীদের হৃদয়ের গভীর বেদনা ও
আর্তনাদের কথা বলেছেন। বিধবা
নারীরা সমাজে যে দুঃখ-কষ্ট
ভোগ করেন, সেই যন্ত্রণার প্রতিধ্বনি
কবি নিজের মধ্যে অনুভব করেন।
অর্থ্যাৎ, সঠিক উত্তর - ক) বিধবার।
------------------------
• 'বিদ্রোহী'
কবিতা:
- বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের
অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা।
- ‘বিদ্রোহী' কবিতার রচনাকাল: ১৯২১ সাল; প্রকাশিত
হয় ⎯
২২ পৌষ, ১৩২৮ (১৯২২
সালের ৬ জানুয়ারি) সাপ্তাহিক
‘বিজলী’ পত্রিকায়।
- নজরুল দ্রোহ-ভাবাপন্ন আরোও কবিতা লিখলেও
শুধু এক 'বিদ্রোহী' কবিতার
জন্যই তিনি বাঙালির চিরকালের
বিদ্রোহী কবি।
- এর মূলে রয়েছে - বিদ্রোহ
ও বিপ্লবের আবেগ।
- কাজী
নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা'।
- এই কাব্যগ্রন্থটি তিনি বিপ্লবী বারীন্দ্রকুমার
ঘোষকে উৎসর্গ করেন।
- এতে মোট ১২টি কবিতা
রয়েছে।

0
Updated: 21 hours ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 21 hours ago
A
জলচ্ছাস
B
জলোচ্ছাস
C
জলোচ্ছ্বাস
D
জলোচ্চাস
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
সঠিক বানান হলো - জলোচ্ছ্বাস।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 21 hours ago
‘কলম’ শব্দটি কোন ভাষা থেকে গৃহীত?
Created: 1 month ago
A
সংস্কৃত
B
আরবি
C
ফারসি
D
তুর্কি
আরবি ভাষায় ‘কলম’ শব্দের অর্থ হলো লেখার জন্য ব্যবহৃত একটি যন্ত্র বা উপকরণ। এটি বাংলা ভাষায় আরবি থেকে আসা অনেক তদ্ভব শব্দের একটি উদাহরণ। আরও কিছু আরবি শব্দ: আল্লাহ, কোরবানী, কুরআন, কিয়ামত, এজলাস, খারিজ, কিতাব, রায়, নগদ, বাকি, আদালত।

0
Updated: 1 month ago
”গাঁয়ে মানে না, আপনি মোড়ল।“ - বাক্যটিতে ”গাঁয়ে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Created: 3 days ago
A
কর্তৃকারকে শূন্য
B
করণকারকে সপ্তমী
C
কর্তৃকারকে সপ্তমী
D
করণকারকে শূন্য
• কর্তৃ কারক:
- ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কর্তাকারক বলে। বাক্যের কর্তা বা উদ্দেশ্যই কর্তা কারক।
• কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:
- প্রথমা শূন্য বা অ বিভক্তি : হামিদ বই পড়ে।
- দ্বিতীয়া বা কে বিভক্তি: বশিরকে যেতে হবে।
- তৃতীয়া বা দ্বারা বিভক্তি: ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে।
- ষষ্ঠী বা র বিভক্তি: আমার যাওয়া হয়নি।
- সপ্তমী বা এ বিভক্তি: গাঁয়ে মানে না, আপনি মোড়ল।

0
Updated: 3 days ago