'অহরহ' শব্দের সন্ধি বিচ্ছেদ -
A
অহঃ+অহ
B
অহ+রহঃ
C
অহর+হ
D
অহঃ+রহ
উত্তরের বিবরণ
'অহরহ' শব্দের সন্ধি বিচ্ছেদ হলো অহঃ + অহ
সন্ধির নিয়ম:
-
অ-কারের পরে র্-জাত বিসর্গ থাকলে, উপর্যুক্ত ধ্বনিসমূহের যেকোনো একটি থাকলে বিসর্গ স্থানে 'র' ধ্বনি হয়।
উদাহরণ:
-
অন্তঃ + গত → অন্তর্গত
-
অহঃ + অহ → অহরহ
-
পুনঃ + উক্ত → পুনরুক্ত
0
Updated: 1 month ago
ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
Created: 2 months ago
A
বর্ণ
B
শব্দ
C
অক্ষর
D
ধ্বনি
• ভাষার ক্ষুদ্রতম একক - ধ্বনি;
• ভাষার মূল ভিত্তি - ধ্বনি;
• ধ্বনি নির্দেশক চিহ্ন - বর্ণ;
• ভাষার মূল উপকরণ - বাক্য;
• ভাষার প্রাণ - অর্থবোধক বাক্য।
উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম ও নবম-দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
0
Updated: 2 months ago
'ইতস্তত' - শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
ইত + তত
B
ইতঃ + তত
C
ইতঃ + সত
D
ইতসঃ + তত
বিসর্গ সন্ধি হলো এমন এক ধ্বনিগত পরিবর্তন যেখানে পূর্বপদের শেষে বিসর্গ (ঃ) থেকে গিয়ে পরবর্তী পদের আদ্য ব্যঞ্জনের প্রভাবে নতুন ধ্বনিতে রূপান্তর ঘটে। এর ফলে বিসর্গ পরিবর্তিত হয়ে পরবর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
-
বিসর্গের পরে চ্ বা ছ্ এলে বিসর্গ পরিবর্তিত হয়ে শ্ হয়।
-
বিসর্গের পরে ট্ বা ঠ্ এলে তা পরিবর্তিত হয়ে ষ্ হয়।
-
বিসর্গের পরে ত এলে তা পরিবর্তিত হয়ে স্ হয়।
উদাহরণ:
-
চতুঃ + টয় = চতুষ্টয়
-
ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার
-
নিঃ + ঠুর = নিষ্ঠুর
-
ইতঃ + তত = ইতস্তত
-
মনঃ + তাপ = মনস্তাপ
0
Updated: 1 month ago
”সে রোজ সকালে এক কাপ চা পান করে।” বাক্যে নিম্নরেখ শব্দ কোন কারকের উদাহরণ?
Created: 1 month ago
A
করণ কারক
B
কর্ম কারক
C
অপাদান কারক
D
সম্বন্ধ কারক
কর্ম কারক হলো সেই কারক যার আশ্রয়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে। এটি বাক্যের মুখ্য কর্ম বা গৌণ কর্ম উভয়েই হতে পারে। সাধারণত মুখ্য কর্ম কারকে কোনো বিভক্তি লাগে না, কিন্তু গৌণ কর্ম কারকে ‘-কে’ বিভক্তি ব্যবহার করা হয়।
কর্ম কারকের উদাহরণ:
-
সে রোজ সকালে এক কাপ চা পান করে।
-
শিক্ষককে জানাও।
-
অসহায়কে সাহায্য করো।
-
রোকেয়া সাখাওয়াত হোসেন সমাজের নানা রকম অন্ধতা, গোঁড়ামি ও কুসংস্কারকে তীব্র ভাষায় সমালোচনা করে গেছেন।
0
Updated: 1 month ago