'ইত্তেফাক' শব্দের অর্থ -
A
সংবর্ধনা
B
সংলাপ
C
ইতিহাস
D
সম্প্রীতি
উত্তরের বিবরণ
'ইত্তেফাক' শব্দের অর্থ হলো সম্প্রীতি
ইত্তেফাক (বিশেষ্য):
-
উৎপত্তি: আরবি
-
অর্থ: মিল, ঐক্য, সম্প্রীতি
-
এছাড়া এটি ঢাকা থেকে প্রকাশিত একটি বিখ্যাত দৈনিক পত্রিকার নাম।
আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ:
-
চয়ন: সংকলন
-
শশাঙ্ক: চাঁদ
-
পেটোয়া: অনুগত
-
হরিৎ: সবুজ
-
রাতুল: লাল
-
অয়ন: পথ
0
Updated: 1 month ago
ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
Created: 3 months ago
A
বর্ণ
B
শব্দ
C
অক্ষর
D
ধ্বনি
• ভাষার ক্ষুদ্রতম একক - ধ্বনি;
• ভাষার মূল ভিত্তি - ধ্বনি;
• ধ্বনি নির্দেশক চিহ্ন - বর্ণ;
• ভাষার মূল উপকরণ - বাক্য;
• ভাষার প্রাণ - অর্থবোধক বাক্য।
উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম ও নবম-দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
0
Updated: 3 months ago
'তুমি আস, তবে আমি যাব।' কোন ধরনের বাক্য?
Created: 2 months ago
A
যৌগিক বাক্য
B
সরল বাক্য
C
জটিল বাক্য
D
খণ্ড বাক্য
• যৌগিক বাক্য:
দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। কমা (,), সেমিকোলন (;), কোলন(:), ড্যাশ (_) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
যেমন:
- তুমি আস, তবে আমি যাব।
- তিনি ধনী, কিন্তু দাতা নন।
- তার ভাই ঋণ করেছিলো, আর সে তা পরিশোধ করেছে।
- বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।
0
Updated: 2 months ago
কোনটি অলুক তৎপুরুষ?
Created: 1 month ago
A
হাতেপায়ে
B
তেলেভাজা
C
কানেখাটো
D
পথেপ্রবাসে
অলুক তৎপুরুষ সমাস:
-
যখন পূর্বপদের বিভক্তি লোপ না পেয়ে তৎপুরুষ সমাস গঠিত হয়, তখন তাকে অলুক তৎপুরুষ সমাস বলা হয়।
-
‘অলুক’ অর্থ অ-লোপ, অর্থাৎ লোপ বা বিভাজন না হওয়া।
উদাহরণ:
-
সোনার তরী = সোনার তরী
-
চিনির বলদ = চিনির বলদ
-
তেলেভাজা = তেলেভাজা
-
খেলার মাঠ = খেলার মাঠ
অলুক দ্বন্দ্ব সমাস:
-
যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলোর বিভক্তি সুস্পষ্ট না হয়ে সমস্ত পদ একসঙ্গে যুক্ত থাকে, তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলা হয়।
উদাহরণ:
-
কোলে ও পিঠে = কোলেপিঠে
-
দুধে ও ভাতে = দুধেতাতে
-
আদায়-কাঁচকলায়, আগেপিছে, কাগজে-কলমে, ধীরেসুস্থে, ক্ষেতেখামারে, দলেদলে, দুঃখেসুখে, হাতেপায়ে, হাতেনাতে, যাকেতাকে, ঝোপেঝাড়ে, মনেপ্রাণে, জলেডাঙায়, পথেপ্রবাসে ইত্যাদি
0
Updated: 1 month ago