'ইত্তেফাক' শব্দের অর্থ -
A
সংবর্ধনা
B
সংলাপ
C
ইতিহাস
D
সম্প্রীতি
উত্তরের বিবরণ
• 'ইত্তেফাক'-
শব্দের অর্থ - সম্প্রীতি।
• ইত্তেফাক (বিশেষ্য):
- আরবি শব্দ।
অর্থ:
- মিল; ঐক্য; সম্প্রীতি।
- ঢাকা থেকে প্রকাশিত একটি
বিখ্যাত দৈনিক পত্রিকার নাম।
আরো
কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ:
• চয়ন- সংকলন,
• শশাঙ্ক- চাঁদ,
• পেটোয়া- অনুগত,
• হরিৎ- সবুজ,
• রাতুল- লাল,
• অয়ন- পথ।

0
Updated: 22 hours ago
কোনটি অশুদ্ধ বানান?
Created: 1 week ago
A
ক্রন্দণ
B
কঙ্কণ
C
পিণাক
D
বেণু
বাংলা ভাষায় ‘ণ’ এবং ‘ন’ ব্যবহারের নিয়ম নিম্নরূপ:
-
অশুদ্ধ বানান: ক্রন্দণ।
-
ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনো ‘ণ’ হয় না, বরং ‘ন’ থাকে। উদাহরণ: অন্ত, গ্রন্থ, ক্রন্দন।
-
কিছু শব্দে স্বভাবতই ‘ণ’ থাকে। উদাহরণ: চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক।

0
Updated: 1 week ago
'আ' প্রত্যয়যোগে গঠিত তদ্ধিতান্ত শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
বিবিয়ানা
B
পড়া
C
শোনা
D
চোরা
‘আ’ প্রত্যয়যোগে গঠিত কিছু শব্দ
মূল শব্দ | প্রত্যয় | গঠিত শব্দ | শব্দের শ্রেণি |
---|---|---|---|
চোর | আ | চোরা | তদ্ধিতান্ত |
পড়্ | আ | পড়া | কৃদন্ত |
শুন্ | আ | শোনা | কৃদন্ত |
বিবি | আনা | বিবিয়ানা | তদ্ধিতান্ত |
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)

0
Updated: 3 weeks ago
কোনটি অলুক তৎপুরুষ?
Created: 2 days ago
A
হাতেপায়ে
B
তেলেভাজা
C
কানেখাটো
D
পথেপ্রবাসে
তেলেভাজা অলুক তৎপুরুষ সমাস।
• অলুক তৎপুরুষ সমাস
পূর্বপদের বিভক্তি লোপ না পেয়ে তৎপুরুষ সমাস হলে তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। 'অলুক' শব্দের অর্থ অ-লোপ, অর্থাৎ লোপ না হওয়া।
যেমন-
- সোনার তরী = সোনার তরী,
- চিনির বলদ = চিনির বলদ,
- তেলে ভাজা = তেলেভাজা,
- খেলার মাঠ = খেলার মাঠ ইত্যাদি অলুক তৎপুরুষ সমাস।
অন্যদিকে,
• অলুক দ্বন্দ্ব সমাস
- যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলোর বিভক্তি সুস্ত না হয়ে সমস্ত পদেও যুক্ত থাকে তাকে অনুক হন্দু বলে।
- যেমন:
কোলে ও পিঠে = কোলেপিঠে,
দুধে ও ভাতে = দুধেতাতে ইত্যাদি।
এরূপ- আদায়-কাঁচকলায়, আগেপিছে, কাগজে-কলমে, ধীরেসুস্থে, ক্ষেতেখামারে, দলেদলে, দুঃখেসুখে, হাতেপায়ে, হাতেনাতে, যাকেতাকে, ঝোপেঝাড়ে, মনেপ্রাণে, জলেডাঙায়, পথেপ্রবাসে, ইত্যাদি অলুক দ্বন্দ্ব সমাস।
• অলুক

0
Updated: 2 days ago