'অম্বর' এর প্রতিশব্দ কোনটি?
A
পৃথিবী
B
জল
C
সমুদ্র
D
আকাশ
উত্তরের বিবরণ
• 'অম্বর'
এর প্রতিশব্দ- 'আকাশ'।
--------------
• আকাশ এর কিছু সমার্থক শব্দ:
অম্বর, ব্যোম, খ, গগণ, অন্তরিক্ষ,
শূণ্যলোক, আসমান, দ্যূলোক, অভ্র, নীলিমা, শূণ্য নভঃ, অনন্ত, সুরপথ,
অম্বরতল,খলোক, ইত্যাদি।
• ‘জল’ এর সমার্থক শব্দ:
অম্বু, জীবন, নীর, পানি, সলিল, উদক, বারি, অপ, তোয়, অর্ণঃ।
• পৃথিবী এর সমার্থক শব্দ:
বসুন্ধরা। এর আরো কয়েকটি প্রতিশব্দ - ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, অবনি, ক্ষিতি, মহী, অখিল ইত্যাদি।

0
Updated: 22 hours ago
'ঋণ দেয় যে' এক কথায় কী বলে?
Created: 2 weeks ago
A
উত্তমর্ণ
B
খাতক
C
অধমর্ণ
D
ঋতুপর্ণ
'ঋণ দেয় যে' এক কথায় বলে - উত্তমর্ণ।
অন্যদিকে,
'ঋণ নেয় যে' -অধমর্ণ/খাতক।
'ঋতুপর্ণ' অর্থ- অযোধ্যার সূর্যবংশীয় নৃপতিবিশেষ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি বাক্-প্রত্যঙ্গ নয়?
Created: 2 days ago
A
নাক
B
ঠোঁট
C
জিহ্বা
D
কান
• ধ্বনি :
- কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে।
- ধ্বনির সঙ্গে অর্থের সংশ্লিষ্টতা থাকে না।
- ধ্বনি তৈরি হয় বাগ্যন্ত্রের সাহায্যে।
- ধ্বনি তৈরিতে যেসব বাক্-প্রত্যঙ্গ সহায়তা করে সেগুলো হলো-ফুসফুস, গলনালি, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি।
- মানুষ ফুসফুসের সাহায্যে শ্বাস গ্রহণ ও ত্যাগ করে।
- ফুসফুস থেকে বাতাস বাইরে আসার সময় মুখে নানা ধরনের ধ্বনির সৃষ্টি হয়।
- তবে সব ধ্বনিই সব ভাষা গ্রহণ করে না।

0
Updated: 2 days ago
ভাষার মৌলিক অংশ কয়টি?
Created: 1 month ago
A
তিনটি
B
চারটি
C
পাঁচটি
D
ছয়টি
বাংলা ভাষার মৌলিক অংশ – ৪ টি। ক. ধ্বনি খ. শব্দ গ. বাক্য ঘ. অর্থ

0
Updated: 1 month ago