‘চর্যাপদ’ হলো-
A
একগুচ্ছ ধর্মোপদেশ
B
সাধন সংগীত
C
জীবনাচরণ পদ্ধতি
D
নীতিকথা
উত্তরের বিবরণ
• চর্যাপদ
-গানের সংকলন বা সাধন সংগীত যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন।
-------------
• চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র
লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের
রাজ দরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার
করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ
সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
- ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী
চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন।

0
Updated: 22 hours ago
নিচের কোনটি সংযোগ ক্রিয়ার উদাহরণ?
Created: 3 days ago
A
কমে আসা
B
এগিয়ে চলা
C
পেয়ে বসা
D
বৃদ্ধি পাওয়া
• সংযোগ ক্রিয়ার উদাহরণ = বৃদ্ধি পাওয়া।
- বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক শব্দের পরে করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মারা প্রভৃতি ক্রিয়া যুক্ত হয়ে সংযোগ ক্রিয়া গঠিত হয়।
অন্যদিকে,
- কমে আসা, এগিয়ে চলা, পেয়ে বসা, ইত্যাদি যৌগিক ক্রিয়ার উদাহরণ।
উল্লেখ্য,
• যৌগিক ক্রিয়া:
- অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে, তখন তাকে যৌগিক ক্রিয়া বলে।

0
Updated: 3 days ago
নিচের কোন দুটি তালব্য বর্ণ?
Created: 1 week ago
A
ত, দ
B
ন, র
C
ঝ, শ
D
ভ, ম
তালব্য ব্যঞ্জন হলো সেই ব্যঞ্জনধ্বনি, যা উচ্চারণের সময় জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে।
-
উদাহরণ: চ, ছ, জ, ঝ, শ – যেমন চাচা, ছাগল, জাল, ঝড়, শসা।
অন্য ধরণের ব্যঞ্জনধ্বনি:
-
ওষ্ঠ্য ব্যঞ্জন: ভ, ম
-
দন্তমূলীয় ব্যঞ্জন: ন, র
-
দন্ত্য ব্যঞ্জন: ত, দ

0
Updated: 1 week ago
ব্যাকরণের কোন শাখায় ‘বাচ্য’ এবং ‘উক্তি’ আলোচনা করা হয়?
Created: 2 days ago
A
ধ্বনিতত্ত্ব
B
বাক্যতত্ত্ব
C
রূপতত্ত্ব
D
অর্থতত্ত্ব
• বাক্যতত্ত্ব:
- বাক্যতত্ত্বে বাক্যের গঠন ও ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।
• আলোচ্য বিষয়সমূহ:
- বাক্যের নির্মাণ ও গঠনরীতি;
- পদের বিন্যাস ও বর্গ;
- বাচ্য পরিবর্তন, উক্তি রূপান্তর;
- কারক বিশ্লেষণ,যোগ্যতা;
- বাক্য উপাদানের লোপ;
- যতিচিহ্ন ব্যবহারের নীতি;

0
Updated: 2 days ago