কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
A
অপ
B
পরা
C
সু
D
প্র
উত্তরের বিবরণ
• খাঁটি
বাংলা উপসর্গ - সু।
---------------
খাঁটি
বাংলা উপসর্গ:
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
- খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা:
- অ, অঘা, অজ, অনা,
আ, আড়, আন, আব,
ইতি, ঊন (ঊনা), কদ,
কু, নি, পাতি, বি,
ভর, রাম, স, সা,
সু, হা।
অন্যদিকে,
• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের
সংস্কৃত বা তৎসম উপসর্গ
বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ
২০টি।
যথা:
প্র, পরা, অপ, সম, নি, অনু,
অব, নির, দুর, বি,
অধি, সু, উৎ, পরি,
প্রতি, অতি, অভি, অপি,
উপ, আ।

0
Updated: 22 hours ago
নিম্নে বর্ণিত কোনটি ভাষার গুণ নয়?
Created: 1 week ago
A
আকাঙ্ক্ষা
B
যোগ্যতা
C
আসক্তি
D
আসত্তি
বাক্য
-
যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তাকে বাক্য বলা হয়।
-
কয়েকটি পদ একত্রিত হলেও তা স্বয়ংক্রিয়ভাবে বাক্য হয় না।
-
বাক্যের বিভিন্ন পদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা অন্বয় থাকা আবশ্যক।
-
এছাড়াও বাক্যের অন্তর্গত পদসমূহ মিলিতভাবে একটি অখণ্ড ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে হবে।
ভাষার বিচারে বাক্যের তিনটি গুণ:
১. আকাঙ্ক্ষা:
-
বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছা।
২. আসত্তি:
-
মনোভাব প্রকাশের জন্য পদসমূহ এমনভাবে সাজানো যাতে বাক্যের অর্থ ও ভাব প্রকাশ বাধাগ্রস্ত না হয়।
৩. যোগ্যতা:
-
বাক্যের পদসমূহের অর্থগত ও ভাবগত মিলবন্ধন।
-
উদাহরণ: "বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়।" — এখানে পদসমূহের অর্থ ও ভাব একত্রে সমন্বিত।

0
Updated: 1 week ago
“কানাকানি” কোন সমাস?
Created: 2 days ago
A
ব্যতিহার বহুব্রীহি
B
সমানাধিকার বহুব্রীহি
C
পদলোপী কর্মধারয়
D
অলুক বহুব্রীহি
“কানাকানি” হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস।
- পারস্পরিক ক্রিয়ায় কোনো অবস্থা তৈরি হলে ব্যতিহার বহুব্রীহি হয়।
- হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি,
- কানে কানে যে কথা = কানাকানি।
• অন্যান্য অপশন:
সমানাধিকার বহুব্রীহি
- পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে তাকে সমানাধিকার বহুব্রীহি বলে।
• উদাহরণ
- এক গোঁ যার = একগুঁয়ে,
- লাল পাড় যে শাড়ির = লালপেড়ে।
পদলোপী বহুব্রীহি
- যে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য থেকে এক বা একাধিক পদ লোপ পায়, তাকে পদলোপী বহুব্রীহি বলে।
• উদাহরণ
- চিরুনির মতো দাঁত যার = চিরুনদাঁতি,
- হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি।
অলুক বহুব্রীহি
- যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে, তাকে অলুক বহুব্রীহি বলে।
• উদাহরণ
- গায়ে এসে পড়ে যে = গায়েপড়া,
- কানে খাটো যে
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২৫ সংস্করণ)।

0
Updated: 2 days ago
'Morality' — শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
Created: 7 hours ago
A
শালীনতা
B
নীতিবিদ্যা
C
সদাচার
D
শিষ্টাচার
• 'Morality' এর বাংলা
পরিভাষা
- সদাচার।
অন্য
অপশন,
• 'Etiquette' এর বাংলা পরিভাষা - শিষ্টাচার।
• 'Modesty' এর বাংলা পরিভাষা - শালীনতা।
• 'Ethics' এর বাংলা পরিভাষা - নীতিবিদ্যা।

0
Updated: 7 hours ago