কোনটা ঠিক?
A
সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
B
কাঁদো নদী কাঁদো (কাব্য)
C
বহিপীর (নাটক)
D
মহাশ্মশান (নাটক)
উত্তরের বিবরণ
বহিপীর নাটক
- সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত নাটক 'বহিপীর' ১৯৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়।
- নাটকটি গড়ে উঠেছে বহিপীরের সর্বগ্রাসী স্বার্থ ও নতুন দিনের প্রতীক এক বালিকার বিদ্রোহের কাহিনীকে কেন্দ্র করে।
- নাটকের এই কেন্দ্রীয় চরিত্রটির নাম অনুসারেই নাটকের নামকরণ করা হয়েছে বহিপীর।
- এখানে ধর্মকে ভণ্ডবহিপীর ব্যক্তিস্বার্থে ব্যবহার করে।
উল্লেখযোগ্য চরিত্র:
- বহিপীর,
- তাহেরা,
- হাতেম,
- আমেনা,
- হাশেম।
-----------------------
অন্যদিকে,
- কবি জসীম উদ্দীনের কাহিনিকাব্য- সোজন বাদিয়ার ঘাট।
- সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত উপন্যাস- কাঁদো নদী কাঁদো,
- 'মহাশ্মশান' কায়কোবাদের শ্রেষ্ঠ রচনা। এটি একটি মহাকাব্য।
0
Updated: 3 months ago
প্রথম মৌলিক মধুরান্তিক বাংলা নাটক কোনটি?
Created: 1 month ago
A
কীর্তিবিলাস
B
কুলীনকুলসর্বস্ব
C
ভদ্রার্জুন
D
কৃষ্ণকুমারী
'ভদ্রার্জুন' নাটকটি ১৮৫২ সালে তারাচরণ শিকদার রচিত এবং এটি মৌলিক নাটক হিসেবে প্রকাশিত হয়। নাটকটি ইংরেজি ও সংস্কৃতের যুক্ত আদর্শে রচিত প্রথম মৌলিক মধুরান্তিক বাংলা নাটক। কাহিনিটি অর্জুন কর্তৃক সুভদ্রা হরণকে কেন্দ্র করে, যা মহাভারত থেকে সংগৃহীত হলেও বাঙালি সমাজের বাস্তব পরিবেশ এতে প্রতিফলিত হয়েছে।
-
১৮৫২ সালে প্রকাশিত প্রথম ট্রাজেডি নাটক: 'কীর্তিবিলাস', রচয়িতা যোগেন্দ্রচন্দ্র গুপ্ত
-
'কুলীনকুলসর্বস্ব' নাটকের রচয়িতা: রামনারায়ণ তর্করত্ন
-
১৮৬১ সালে প্রকাশিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক: 'কৃষ্ণকুমারী', রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত
0
Updated: 1 month ago
সিরাজগঞ্জে সংঘটিত কৃষক-বিদ্রোহের পটভূমিকায় রচিত নাটক কোনটি?
Created: 1 month ago
A
জমিদার দর্পণ
B
নবান্ন
C
নুরুলদীনের সারা জীবন
D
গোত্রান্তর
‘জমিদার দর্পণ’ নাটক
-
রচয়িতা: মীর মশাররফ হোসেন।
-
বিষয়বস্তু: ১৮৭২-৭৩ সালের সিরাজগঞ্জের কৃষক-বিদ্রোহের প্রেক্ষাপট।
-
কাহিনী: অত্যাচারী জমিদার হায়ওয়ান আলী এর অত্যাচার এবং অধীনস্থ প্রজা আবু মোল্লার গর্ভবতী স্ত্রী নূরন্নেহারকে ধর্ষণ ও হত্যার ঘটনা।
-
বৈশিষ্ট্য: নাটকটির দৃশ্য ও ঘটনা সম্পূর্ণ বাস্তবসম্মত, কোন অংশই সাজানো নয়।
-
প্রভাব: নামকরণে ও ঘটনা বিন্যাসে দীনবন্ধু মিত্রের ‘নীল-দর্পণ’ নাটকের প্রভাব লক্ষ্য করা যায়।
অন্য সমকালীন নাটকসমূহ:
-
‘নবান্ন’ – বিজন ভট্টাচার্য রচিত; পঞ্চাশের মন্বন্তরের পটভূমিতে কৃষক জীবনের দুঃখ ও সংগ্রামের কাহিনি।
-
‘গোত্রান্তর’ (১৯৬০) – বিজন ভট্টাচার্য রচিত; ছিন্নমূল পূর্ববঙ্গবাসীর ভাগ্যবিপর্যয়।
-
‘নুরুলদীনের সারা জীবন’ – সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য; রংপুরের কৃষক বিদ্রোহের বিষয়বস্তু।
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকটি গীতিনাট্য হিসেবে পরিচিত?
Created: 1 month ago
A
নটীর পূজা
B
বাল্মীকি প্রতিভা
C
চিত্রাঙ্গদা
D
চণ্ডালিকা
"বাল্মীকি প্রতিভা" (গীতিনাট্য)
-
রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৮১ সালে এই গীতিনাট্যটি রচনা করেন।
-
এতে তিনি স্বরচিত গানের সঙ্গে পাশ্চাত্য সুরের সংমিশ্রণ ঘটান।
-
ঠাকুরবাড়ির বিদ্বজ্জন সমাগম উপলক্ষে এর অভিনয় অনুষ্ঠিত হয়।
-
রবীন্দ্রনাথ নিজেই অভিনয় করেছিলেন বাল্মীকি চরিত্রে।
-
তাঁর ভ্রাতুষ্পুত্রী প্রতিভা অভিনয় করেছিলেন সরস্বতীর ভূমিকায়।
রবীন্দ্রনাথের কিছু নৃত্যনাট্য
-
চিত্রাঙ্গদা (১৮৯২): মনিপুর রাজ্যের রাজকন্যা চিত্রাঙ্গদা ও অর্জুনের পৌরাণিক কাহিনি অবলম্বনে রচিত; অমিত্রাক্ষর ছন্দে লেখা।
-
নটীর পূজা (১৯২৬): কথা ও কাহিনী কাব্যের অন্তর্গত পূজারিণী কবিতাকে অবলম্বন করে রচিত।
-
চণ্ডালিকা (১৯৩৩): অস্পৃশ্যতার বিরুদ্ধে প্রতিবাদ; এখানে প্রকৃতি নামের এক চণ্ডালী কন্যা মায়ের সাহায্যে এক বৌদ্ধ সন্ন্যাসীকে প্রলোভনে ফেলার ঘটনা প্রধান।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা সাহিত্যের ইতিহাস – মাহবুবুল আলম; বাংলাপিডিয়া।
0
Updated: 1 month ago