কোনটা ঠিক?
A
সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
B
কাঁদো নদী কাঁদো (কাব্য)
C
বহিপীর (নাটক)
D
মহাশ্মশান (নাটক)
উত্তরের বিবরণ
বহিপীর নাটক
- সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত নাটক 'বহিপীর' ১৯৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়।
- নাটকটি গড়ে উঠেছে বহিপীরের সর্বগ্রাসী স্বার্থ ও নতুন দিনের প্রতীক এক বালিকার বিদ্রোহের কাহিনীকে কেন্দ্র করে।
- নাটকের এই কেন্দ্রীয় চরিত্রটির নাম অনুসারেই নাটকের নামকরণ করা হয়েছে বহিপীর।
- এখানে ধর্মকে ভণ্ডবহিপীর ব্যক্তিস্বার্থে ব্যবহার করে।
উল্লেখযোগ্য চরিত্র:
- বহিপীর,
- তাহেরা,
- হাতেম,
- আমেনা,
- হাশেম।
-----------------------
অন্যদিকে,
- কবি জসীম উদ্দীনের কাহিনিকাব্য- সোজন বাদিয়ার ঘাট।
- সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত উপন্যাস- কাঁদো নদী কাঁদো,
- 'মহাশ্মশান' কায়কোবাদের শ্রেষ্ঠ রচনা। এটি একটি মহাকাব্য।
0
Updated: 3 months ago
রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকটি গীতিনাট্য হিসেবে পরিচিত?
Created: 1 month ago
A
নটীর পূজা
B
বাল্মীকি প্রতিভা
C
চিত্রাঙ্গদা
D
চণ্ডালিকা
"বাল্মীকি প্রতিভা" (গীতিনাট্য)
-
রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৮১ সালে এই গীতিনাট্যটি রচনা করেন।
-
এতে তিনি স্বরচিত গানের সঙ্গে পাশ্চাত্য সুরের সংমিশ্রণ ঘটান।
-
ঠাকুরবাড়ির বিদ্বজ্জন সমাগম উপলক্ষে এর অভিনয় অনুষ্ঠিত হয়।
-
রবীন্দ্রনাথ নিজেই অভিনয় করেছিলেন বাল্মীকি চরিত্রে।
-
তাঁর ভ্রাতুষ্পুত্রী প্রতিভা অভিনয় করেছিলেন সরস্বতীর ভূমিকায়।
রবীন্দ্রনাথের কিছু নৃত্যনাট্য
-
চিত্রাঙ্গদা (১৮৯২): মনিপুর রাজ্যের রাজকন্যা চিত্রাঙ্গদা ও অর্জুনের পৌরাণিক কাহিনি অবলম্বনে রচিত; অমিত্রাক্ষর ছন্দে লেখা।
-
নটীর পূজা (১৯২৬): কথা ও কাহিনী কাব্যের অন্তর্গত পূজারিণী কবিতাকে অবলম্বন করে রচিত।
-
চণ্ডালিকা (১৯৩৩): অস্পৃশ্যতার বিরুদ্ধে প্রতিবাদ; এখানে প্রকৃতি নামের এক চণ্ডালী কন্যা মায়ের সাহায্যে এক বৌদ্ধ সন্ন্যাসীকে প্রলোভনে ফেলার ঘটনা প্রধান।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা সাহিত্যের ইতিহাস – মাহবুবুল আলম; বাংলাপিডিয়া।
0
Updated: 1 month ago
'সধবার একাদশী' নাটকে কাদের নৌতিক অধঃপতনের চিত্রফুটে উঠেছে?
Created: 2 weeks ago
A
উচ্চবিত্ত বিবাহিত নারীদের
B
জমিদারদের
C
কলকাতার বাবুদের
D
বারবণিতাদের
‘সধবার একাদশী’ (১৮৬৬) একটি প্রহসনধর্মী নাটক, যেখানে তৎকালীন ইয়ংবেঙ্গল দলের উচ্ছৃঙ্খলতা, অনাচার ও নৈতিক অবক্ষয়কে তীক্ষ্ণ ব্যঙ্গের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এই নাটকে উনবিংশ শতাব্দীর শহুরে যুব সমাজের একাংশের সুরাসক্তি, বিলাসিতা ও অসংযমী জীবনযাত্রার ফলে সমাজে যে বিপর্যয় নেমে এসেছিল, তারই বাস্তব প্রতিফলন দেখা যায়।
নায়ক নিমচাঁদ একজন প্রতিভাবান যুবক, কিন্তু সুরাপান ও বেশ্যাসক্তির কারণে তার জীবনে ব্যর্থতা, অধঃপতন ও আত্মগ্লানির ছায়া নেমে আসে। এই চরিত্রের মাধ্যমে নাট্যকার একদিকে যুব সমাজের অন্তর্দ্বন্দ্ব তুলে ধরেছেন, অন্যদিকে তৎকালীন সামাজিক মূল্যবোধের ভাঙনকেও প্রকাশ করেছেন।
অন্যদিকে, কেনারাম চরিত্রটি তৎকালীন শিক্ষিত সমাজের ভণ্ডামি ও নৈতিক দুর্বলতার প্রতীক। তার মাধ্যমে সেই সময়কার বিচারব্যবস্থা ও সামাজিক নৈতিকতার হাস্যকর চিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে। ফলে নাটকটি শুধু সামাজিক ব্যঙ্গ নয়, বরং এক গভীর নৈতিক ও মনস্তাত্ত্বিক তাৎপর্যপূর্ণ রচনা হিসেবেও বিবেচিত হয়।
0
Updated: 2 weeks ago
'নীল দর্পণ' নাটক কত সালে প্রকাশিত হয়?
Created: 5 months ago
A
১৮৬০ সালে
B
১৮৬৩ সালে
C
১৮৬৪ সালে
D
১৮৬৬ সালে
• নীল-দর্পণ:
- 'নীল-দর্পণ' (১৮৬০) দীনবন্ধু মিত্র রচিত শ্রেষ্ঠ নাটক এবং শ্রেষ্ঠ রচনাও।
- এটি ১৮৬০ সালে প্রকাশিত হয়।
- তৎকালীন নীলচাষ ও নীলকর সাহেবদের প্রজাপীড়ন এবং শাসকশ্রেণীর পক্ষপাতমূলক আচরণ নাটকটির বিষয়বস্তু।
- নাটকটি তৎকালীন সমাজে বিশেষ আলোড়ন সৃষ্টি করে এবং কৃষকদের নীলবিদ্রোহে ইন্ধন জোগায়।
- মাইকেল মধুসূদন দত্ত' A Native' ছদ্মনামে নাটকটির ইংরেজি অনুবাদ করেন ও নাম দেন 'Nil Darpan or The Indigo Planting Mirror' (1861) এবং পাদ্রি জেমস লং তা প্রকাশ করে আদালত কর্তৃক অর্থদণ্ডে দণ্ডিত হন।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নীল-দর্পণকে 'Uncle Tom`s Cabin-এর সঙ্গে তুলনা করেন।
- ১৮৬০ সালে 'কস্যচিৎ পথিকস্য' ছদ্মনামে নাটকটি প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয় এবং ১৮৭২ সালের ৭ ডিসেম্বর এটি দিয়েই শুরু হয় সাধারণ রঙ্গালয়ের অভিনয়।
• তাঁর রচিত অন্যান্য নাটক:
- নবীন তপস্বিনী,
- লীলাবতী,
- কমলে কামিনী।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
0
Updated: 5 months ago