'সোনার তরী' কবিতায় 'সোনার ধান' বলতে বোঝায় -
A
সোনালি ধান
B
দামি ধান
C
মূল্যবান অর্জন
D
জীবনের সৃষ্টিকর্ম
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কবিতায় 'সোনার ধান' বলতে মানুষের মহৎ সৃষ্টিকর্ম, স্বপ্ন ও শ্রম বোঝানো হয়েছে। এটি মানুষের পরিশ্রম ও উদ্ভাবনী শক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
'সোনার তরী' কাব্যগ্রন্থ ও কবিতা সম্পর্কে তথ্য:
-
রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কাব্যগ্রন্থটি ১৮৯৪ সালে প্রকাশিত হয়।
-
এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা কুষ্টিয়ার শিলাইদহে বসে লেখা হয়েছে।
-
'সোনার তরী' একই নামের একটি কবিতার নামও।
-
কবিতায় কবির জীবন দর্শন নিবিড়ভাবে মিশে আছে।
-
'সোনার তরী' কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত; অধিকাংশ পঙক্তি ৮+৫ মাত্রার পূর্ণপর্বে বিন্যস্ত।
এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলো:
-
সোনার তরী
-
বিম্ববতী
-
বর্ষাযাপন
-
সুপ্তোত্থিতা
-
হিং টিং ছট
-
বসুন্ধরা
-
নিরুদ্দেশ যাত্রা
0
Updated: 1 month ago
নিচের কোন দুটি তালব্য বর্ণ?
Created: 1 month ago
A
ত, দ
B
ন, র
C
ঝ, শ
D
ভ, ম
তালব্য ব্যঞ্জন হলো সেই ব্যঞ্জনধ্বনি, যা উচ্চারণের সময় জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে।
-
উদাহরণ: চ, ছ, জ, ঝ, শ – যেমন চাচা, ছাগল, জাল, ঝড়, শসা।
অন্য ধরণের ব্যঞ্জনধ্বনি:
-
ওষ্ঠ্য ব্যঞ্জন: ভ, ম
-
দন্তমূলীয় ব্যঞ্জন: ন, র
-
দন্ত্য ব্যঞ্জন: ত, দ
0
Updated: 1 month ago
‘চর্যাপদ’ হলো-
Created: 1 month ago
A
একগুচ্ছ ধর্মোপদেশ
B
সাধন সংগীত
C
জীবনাচরণ পদ্ধতি
D
নীতিকথা
চর্যাপদ হলো গানের সংকলন বা সাধন সংগীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেছেন।
চর্যাপদ সম্পর্কে তথ্য:
-
চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/গানের সংকলন।
-
এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
-
ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
-
চর্যাপদের চর্যাগুলো বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেছেন।
-
চর্যাপদে বৌদ্ধধর্মের কথা উল্লেখ রয়েছে।
-
চর্যাপদকে তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
-
১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন।
0
Updated: 1 month ago
'বাবা' কোন ভাষা থেকে আগত শব্দ?
Created: 2 months ago
A
সংস্কৃত
B
হিন্দি
C
অহমিয়া
D
তুর্কি
‘বাবা’ শব্দ
‘বাবা’ শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে। এর অর্থ হলো পিতা বা জনক।
তুর্কি ভাষা থেকে আগত আরও কিছু শব্দ
বাংলা ভাষায় তুর্কি উৎসের আরও কয়েকটি শব্দ পাওয়া যায়, যেমন—
-
বাবা
-
কোর্মা
-
খাতুন
-
উজবুক
-
চাকু
-
তোপ
-
বাবুর্চি ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 6 days ago