এক কথায় প্রকাশ করুন– 'মুক্তি পেতে ইচ্ছুক'
A
মুমুক্ষু
B
মূমূক্ষু
C
মুমুক্ষূ
D
মুমুক্ষা
উত্তরের বিবরণ
‘মুক্তি পেতে ইচ্ছুক’ কথাটিকে এক শব্দে প্রকাশ করলে হয় মুমুক্ষু। এটি সাধারণত শাস্ত্র ও সংস্কৃত সাহিত্যে ব্যবহৃত হয়।
কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
-
মুক্তি লাভের ইচ্ছা — মুমুক্ষা
-
পাওয়ার ইচ্ছা — ঈপ্সা
-
ভোজন করার ইচ্ছা — বুভুক্ষা
-
বাস করার ইচ্ছা — বিবৎসা
-
জয় করার ইচ্ছা — জিগীষা
-
জানবার ইচ্ছা — জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
‘-অক’ প্রত্যয়ের পরিবর্তে নারীবাচক শব্দে কোন প্রত্যয় বসে?
Created: 1 month ago
A
-নী
B
-আনী
C
-ইকা
D
-মতী
নারীবাচক শব্দ গঠন:
নরবাচক শব্দকে নারীবাচক করতে সাধারণত কিছু প্রত্যয় যোগ করা হয়।
-
‘-অক’ → ‘-ইকা’:
'-অক' প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময় 'অক'-এর পরিবর্তে ‘-ইকা’ বসে।-
উদাহরণ: পাঠক → পাঠিকা, লেখক → লেখিকা, গায়ক → গায়িকা
-
-
‘আনী’ প্রত্যয়:
-
উদাহরণ: ইন্দ্র → ইন্দ্রাণী, শূদ্র → শূদ্রাণী
-
-
‘নী’ প্রত্যয়:
-
উদাহরণ: দুঃখী → দুঃখিনী, শ্বেতাঙ্গ → শ্বেতালিনী
-
-
‘মতী’ প্রত্যয়:
-
উদাহরণ: আয়ুম্মান → আয়ুষ্মতী, বুদ্ধিমান → বুদ্ধিমতী
-
0
Updated: 1 month ago
কোনটি চলিত ভাষার শব্দ?
Created: 1 month ago
A
অদ্য
B
যদিও
C
তথাপি
D
নতুবা
কিছু অব্যয়পদের সাধু ও চলিত রূপের পার্থক্য নিম্নরূপ:
-
অদ্য → আজ
-
অদ্যাপি → আজও
-
কদাচ → কখনো
-
তথাপি → তবুও
-
নচেৎ → নইলে
-
নতুবা → নইলে
-
যদ্যপি → যদিও
0
Updated: 1 month ago
সৈয়দ ওয়লীউল্লাহর লেখা নাটক কোনটি?
Created: 1 month ago
A
কবর
B
বহিপীর
C
ওরা কদম আলী
D
লাল সালু
সঠিক উত্তর: বহিপীর → সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত একটি নাটক
'বহিপীর' নাটক সম্পর্কে তথ্য:
-
লেখক: সৈয়দ ওয়ালীউল্লাহ, আধুনিক বাংলা সাহিত্যের কথাসাহিত্যিক ও নাট্যকার
-
রচনার বছর: ১৯৫৫
-
প্রকাশিত: ১৯৬৫ সালে গ্রন্থাকারে
-
বিষয়বস্তু: নাটকটি গড়ে উঠেছে বহিপীরের সর্বগ্রাসী স্বার্থ ও নতুন দিনের প্রতীক এক বালিকার বিদ্রোহের কাহিনীকে কেন্দ্র করে।
-
নাটকের নামকরণ করা হয়েছে মুখ্য চরিত্র বহিপীরের নামে, যেখানে ধর্মকে ভণ্ডবহিপীর ব্যক্তিস্বার্থে ব্যবহার করা হয়েছে।
উল্লেখযোগ্য চরিত্র:
-
বহিপীর
-
তাহেরা
-
হাতেম
-
আমেনা
-
হাশেম
অন্যান্য অপশন:
-
ক) কবর → মুনীর চৌধুরীর ভাষা আন্দোলনভিত্তিক নাটক
-
গ) ওরা কদম আলী → মামুনুর রশীদের নাটক
-
ঘ) লাল সালু → সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস (নাটক নয়)
0
Updated: 1 month ago