'সংস্কৃতির সংকট’ গ্রন্থের রচয়িতা -
A
হাসান আজিজুল হক
B
মোতাহের হোসেন চৌধুরী
C
বদরুদ্দীন উমর
D
আবুল ফজল
উত্তরের বিবরণ
• 'সংস্কৃতির
সংকট' বদরুদ্দীন উমর রচিত একটি প্রবন্ধ ও গবেষণা গ্রন্থ।
- গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৭ সালে।
-----------------
• বদরুদ্দীন উমর:
- বদরুদ্দীন উমর ছিলেন একাধারে
বাংলাদেশি মার্কসবাদী লেনিনবাদী তাত্ত্বিক, রাজনৈতিক সক্রিয়তাবাদী, ইতিহাসবিদ, লেখক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং বাংলাদেশের কমিউনিস্ট
পার্টির নেতা।
- তিনি ২০শে ডিসেম্বর, ১৯৩১
সালে পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্মগ্রহন করেন।
- তিনি 'সংস্কৃতি' সাময়িকী সম্পাদনা করেন।
• তাঁর
প্রকাশিত গ্রন্থ:
- সাম্প্রদায়িকতা,
- সংস্কৃতির সাম্প্রদায়িকতা,
- সংস্কৃতির সংকট
- পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি,
- ঈশ্বরচন্দ্র
বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালী সমাজ,
- যুদ্ধপূর্ব
বাঙলাদেশ,
- যুদ্ধোত্তর
বাঙলাদেশ,
- ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ,
- বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি ইত্যাদি।

0
Updated: 22 hours ago
‘ভুখা’ শব্দের অর্থ—
Created: 7 hours ago
A
ভূমিকা
B
ক্ষুধার্ত
C
অলঙ্কার
D
উপহার
• বাংলা
একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ‘ভুখা’ শব্দের অর্থ - ক্ষুধার্ত।
0
Updated: 7 hours ago
'Morality' — শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
Created: 7 hours ago
A
শালীনতা
B
নীতিবিদ্যা
C
সদাচার
D
শিষ্টাচার
• 'Morality' এর বাংলা
পরিভাষা
- সদাচার।
অন্য
অপশন,
• 'Etiquette' এর বাংলা পরিভাষা - শিষ্টাচার।
• 'Modesty' এর বাংলা পরিভাষা - শালীনতা।
• 'Ethics' এর বাংলা পরিভাষা - নীতিবিদ্যা।

0
Updated: 7 hours ago
"জন্ম > জনম" - কোন ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে?
Created: 7 hours ago
A
অপিনিহিতি
B
আদি স্বরাগম
C
বিপ্রকর্ষ
D
অন্ত্যস্বরাগম
• "জন্ম
> জনম"
— 'বিপ্রকর্ষ'
এর উদাহরণ।
-------------
• মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি (Anaptyxis):
অনেক সময় উচ্চারণের সুবিধার
জন্য সংযুক্ত ব্যঞ্জন- ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা
হয় মধ্য স্বরাগম বা
বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
যেমন-
অ - রত্ন > রতন, ধর্ম > ধরম,
স্বপ্ন > স্বপন, হর্ষ > হরষ ইত্যাদি।
ই - প্রীতি > পিরীতি, ক্লিপ > কিলিপ, ফিল্ম > ফিলিম ইত্যাদি।
উ - মুক্তা > মুকুতা, তুর্ক > তুরুক, ভূ >ভুরু ইত্যাদি।
এ - গ্রাম > গেরাম, প্রেক> পেরেক, স্রেফ > সেরেফ ইত্যাদি।
ও - শ্লোক > শোলোক, মুরগ > মুরোগ >মোরগ ইত্যাদি।
অন্যদিকে,
অপিনিহিতি
(Apenthesis):
পরের ই-কার আগে
উচ্চারিত হলে কিংবা যুক্ত
ব্যঞ্জনধ্বনির আগে ই-কার
বা উ-কার উচ্চারিত
হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন:
- আজি > আইজ, সাধু > সাউধ,
রাখিয়া > রাইখ্যা, বাক্য > বাইক্য, সত্য > সইত্য, চারি > চাইর, মারি > মাইর ইত্যাদি।
আদি স্বরাগম (Prothesis):
উচ্চারণের সুবিধার জন্য বা অন্য
কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলে
আদি স্বরাগম (Prothesis)।
যেমন:
স্কুল > ইস্কুল, স্টেশন > ইস্টিশন।
অন্ত্যস্বরাগম
(Apothesis):
কোনো কোনো সময় শব্দের
শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে। এরূপ স্বরাগমকে
বলা হয় অন্ত্যস্বরাগম।
যেমন:
- দিশ > দিশা, পোখত্ >পোক্ত, বেঞ্চ > বেঞ্চি, সত্য > সত্যি ইত্যাদি।

0
Updated: 7 hours ago