'সংস্কৃতির সংকট’ গ্রন্থের রচয়িতা -
A
হাসান আজিজুল হক
B
মোতাহের হোসেন চৌধুরী
C
বদরুদ্দীন উমর
D
আবুল ফজল
উত্তরের বিবরণ
‘সংস্কৃতির সংকট’ বদরুদ্দীন উমর রচিত একটি প্রবন্ধ ও গবেষণা গ্রন্থ, যা প্রথম প্রকাশিত হয় ১৯৬৭ সালে। এ গ্রন্থে তিনি সংস্কৃতি, সমাজ ও রাজনীতির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করেছেন এবং সমাজের দ্বন্দ্ব ও সংকটের মূল উৎস খুঁজে বের করার চেষ্টা করেছেন।
বদরুদ্দীন উমর সম্পর্কে তথ্য:
-
তিনি ছিলেন বাংলাদেশি মার্কসবাদী-লেনিনবাদী তাত্ত্বিক, রাজনৈতিক সক্রিয়তাবাদী, ইতিহাসবিদ, লেখক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী।
-
তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা ছিলেন।
-
জন্ম: ২০ ডিসেম্বর, ১৯৩১; পশ্চিমবঙ্গের বর্ধমানে।
-
তিনি ‘সংস্কৃতি’ সাময়িকী সম্পাদনা করেছিলেন, যা তাঁর বৌদ্ধিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশ।
তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
সাম্প্রদায়িকতা
-
সংস্কৃতির সাম্প্রদায়িকতা
-
সংস্কৃতির সংকট
-
পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি
-
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালী সমাজ
-
যুদ্ধপূর্ব বাঙলাদেশ
-
যুদ্ধোত্তর বাঙলাদেশ
-
ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ
-
বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি ইত্যাদি
0
Updated: 1 month ago
'Morality' — শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
Created: 1 month ago
A
শালীনতা
B
নীতিবিদ্যা
C
সদাচার
D
শিষ্টাচার
• Morality – সদাচার
অন্য সমার্থক শব্দসমূহ:
-
Etiquette – শিষ্টাচার
-
Modesty – শালীনতা
-
Ethics – নীতিবিদ্যা
0
Updated: 1 month ago
”সে রোজ সকালে এক কাপ চা পান করে।” বাক্যে নিম্নরেখ শব্দ কোন কারকের উদাহরণ?
Created: 1 month ago
A
করণ কারক
B
কর্ম কারক
C
অপাদান কারক
D
সম্বন্ধ কারক
কর্ম কারক হলো সেই কারক যার আশ্রয়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে। এটি বাক্যের মুখ্য কর্ম বা গৌণ কর্ম উভয়েই হতে পারে। সাধারণত মুখ্য কর্ম কারকে কোনো বিভক্তি লাগে না, কিন্তু গৌণ কর্ম কারকে ‘-কে’ বিভক্তি ব্যবহার করা হয়।
কর্ম কারকের উদাহরণ:
-
সে রোজ সকালে এক কাপ চা পান করে।
-
শিক্ষককে জানাও।
-
অসহায়কে সাহায্য করো।
-
রোকেয়া সাখাওয়াত হোসেন সমাজের নানা রকম অন্ধতা, গোঁড়ামি ও কুসংস্কারকে তীব্র ভাষায় সমালোচনা করে গেছেন।
0
Updated: 1 month ago
উপভাষার অপর নাম কী?
Created: 2 months ago
A
মান্য ভাষা
B
আঞ্চলিক ভাষা
C
প্রমিত ভাষা
D
প্রচলিত ভাষা
উপভাষা
-
আঞ্চলিক ভাষার আরেক নাম উপভাষা।
-
এটি প্রমিত ভাষার পাশাপাশি অঞ্চলভেদে প্রচলিত হয়।
-
পৃথিবীর সর্বত্রই প্রমিত ভাষার পাশাপাশি এক বা একাধিক উপভাষা ব্যবহৃত হয়।
-
প্রমিত ভাষা ও উপভাষার পার্থক্য ধ্বনি, রূপমূল, উচ্চারণ ও ব্যাকরণ কাঠামোয় নিহিত।
-
প্রমিত ভাষা সর্বস্তরে ও লিখিতভাবে ব্যবহৃত হলেও উপভাষা কেবল নির্দিষ্ট অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে সীমিত।
0
Updated: 2 months ago