'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা -
A
হমায়ূন আহমেদ
B
হমায়ুন কবির
C
হুমায়ুন আজাদ
D
আলাউদ্দিন আল আজাদ
উত্তরের বিবরণ
• 'নদী
ও নারী' উপন্যাসের রচয়িতা - হুমায়ুন কবির।
--------------
• 'নদী ও নারী' উপন্যাস:
- 'নদী ও নারী' উপন্যাসের
রচয়িতা হুমায়ুন কবির।
- ১৯৪৫ সালে তাঁর 'নদী
ও নারী' উপন্যাসটি প্রকাশিত হয় এবং একই
বছর 'Men and Rivers' নামে এর একটি
ইংরেজি সংস্করণও প্রকাশিত হয়।
- এ উপন্যাসের পটভূমিতে রয়েছে চরের মানুষের জীবনালেখ্য।
- নজু মিয়া আর আসগর মিয়া
দুই বন্ধু। তাদের জীবনের ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে
'নদী ও নারী উপন্যাসের
কাহিনি।
- এ উপন্যাসে তিনি পদ্মা নদীর
পরিবেশে বাঙালি মুসলমান সমাজজীবনের একটি নিখুঁত চিত্র
উপস্থাপন করেছেন।
- ১৯৬৫ সালে ঢাকায় উপন্যাসটি
চলচ্চিত্রায়িত হয়।
---------------------
• হুমায়ুন কবির:
- ১৯০৬ সালের ২২ ফেব্রুয়ারি ফরিদপুর
জেলার কোমরপুর গ্রামে তাঁর জন্ম।
- তাঁর প্রকৃত নাম হুমায়ুন জহিরউদ্দিন
আমির-ই-কবির।
- তিনি 'চতুরঙ্গ' পত্রিকা সম্পাদনা করে স্মরণীয় হয়ে
আছেন।
- ১৯৬৯ সালের ১৮ আগস্ট হৃদরোগে
তাঁর মৃত্যু হয়।
• তাঁর
রচিত উপন্যাস:
- নদী ও নারী।

0
Updated: 22 hours ago
নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া নেই?
Created: 2 days ago
A
ভালো করে পড়াশোনা করলে।
B
ভালো করে পড়াশোনা করবে।
C
প্রভাতে সূর্য উঠলে।
D
আমরা হাত-মুখ ধুয়ে।
- ”ভালো করে পড়াশোনা করবে।” এটি একটি সমাপিকা ক্রিয়ার উদাহরণ।
- এ বাক্যে কোন অসমাপিকা ক্রিয়া নেই।
• সমাপিকা ক্রিয়া:
- যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয়, তাকে সমাপিকা ক্রিয়া বলে।
যেমন -
- ভালো করে পড়াশোনা করবে।
- ছেলেরা খেলা করছে।
- এ বছর বন্যায় ফসলের ক্ষতি হয়েছে।
অন্যদিকে,
- ভালো করে পড়াশোনা করলে।
- প্রভাতে সূর্য উঠলে।
- আমরা হাত-মুখ ধুয়ে। এ বাক্যগুলো অসমাপিকা ক্রিয়ার উদাহরণ।

0
Updated: 2 days ago
বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোনটি?
Created: 1 week ago
A
ফারসি ও উর্দু
B
নেপালি ও সিংহলি
C
হিন্দি ও উর্দু
D
অহমিয়া ও ওড়িয়া
বাংলা ভাষা বাঙালি জনগোষ্ঠীর ভাব প্রকাশের প্রধান মাধ্যম। এটি ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত এবং দীর্ঘ ইতিহাসের মাধ্যমে আজকের রূপ পেয়েছে।
-
পৃথিবীর ভাষাগুলোকে সাধারণত ইন্দো-ইউরোপীয়, চীনা-তিব্বতীয়, সেমীয়-হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো-এশীয় প্রভৃতি পরিবারে ভাগ করা হয়।
-
বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য, যেখানে ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফারসি, হিন্দি, উর্দু, নেপালি ও সিংহলি প্রভৃতি ভাষাও অন্তর্ভুক্ত।
-
বাংলার নিকট আত্মীয় ভাষা হলো অহমিয়া (অসমিয়া) এবং ওড়িয়া।
-
আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়।
-
বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হলো ‘চর্যাপদ’।

0
Updated: 1 week ago
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কতটি?
Created: 2 days ago
A
৫টি
B
৬টি
C
৭টি
D
৯টি
• ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক।
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
• এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়:
- স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
• মৌলিক স্বরধ্বনি ৭টি:
[ই], [এ),
[অ্যা], [আ],
[অ], [ও],
[উ];
• মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি:
[প্], [ফ],
[ব], ভিা, [ত্], [থ],
[দ], [ধ],
[ট], [ঠ],
[ড], [ঢ়],
[চ], [ছ],
[জ], [ব],[ক], [খ],
[গা,[ঘ],
[ম], [ন],
[ঙ], [স্],
[শ], [হা, [ল], [র],
[ড়], [ঢ়।।
- এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে।

0
Updated: 2 days ago