'Blockade' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
A
বন্ধন
B
অবরোধ
C
চাপ
D
আবর্ত
উত্তরের বিবরণ
‘Blockade’ শব্দটির বাংলা পারিভাষিক অর্থ হলো অবরোধ। এটি সাধারণত কোনো অঞ্চল, বন্দর বা স্থানে প্রবেশ ও বহির্গমন রোধ করার অর্থে ব্যবহৃত হয়।
আরও কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দের বাংলা পরিভাষা হলো:
-
Bribe — উৎকোচ / ঘুষ
-
Cop — পুলিশ
-
Background — পটভূমি
-
Bail — জামিন
-
Boycott — বর্জন
-
Cartoon — ব্যঙ্গচিত্র
-
Cease Fire — অস্ত্র সংবরণ
-
Covenant — চুক্তিপত্র
0
Updated: 1 month ago
১৭) 'রপ্তানি' শব্দটি কোন ভাষা থেকে আগত?
Created: 2 months ago
A
তুর্কি
B
ফরাসি
C
পর্তুগিজ
D
ফারসি
রপ্তানি [বিশেষ্য পদ]
-
এটি একটি ফারসি ভাষার শব্দ।
-
অর্থ: বিক্রয়ের উদ্দেশ্যে পণ্যদ্রব্য বিদেশে প্রেরণ।
‘ফারসি’ ভাষার আরও কিছু শব্দ
খোদা, গুনাহ, দোজখ, ফেরেশতা, আমদানি, জিন্দা, রপ্তানি, বেহেশত, নমুনা, রোজা, হাঙ্গামা ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 2 months ago
বাংলা ভাষার মৌখিক রূপের একটি হলো—
Created: 1 month ago
A
প্রমিত রীতি
B
সংস্কৃত রীতি
C
সাধু রীতি
D
লিখিত রীতি
বাংলা ভাষার দুটি প্রধান রূপ আছে: মৌখিক রূপ এবং লৈখিক রূপ।
মৌখিক রূপের রীতি:
-
আঞ্চলিক রীতি
-
প্রমিত রীতি
লৈখিক রূপের রীতি:
-
চলিত রীতি
-
সাধু রীতি
0
Updated: 1 month ago
জয়দেবের রচিত 'গীতগোবিন্দম্' কোন ধরনের রচনা?
Created: 2 months ago
A
মহাকাব্য
B
গীতিকাব্য
C
নাট্যকাব্য
D
উপন্যাস
‘গীতগোবিন্দম্’ গীতিকাব্য
-
আদি বৈষ্ণব পদাবলির অনন্য নিদর্শন হলো জয়দেবের রচিত বিখ্যাত সংস্কৃত কাব্য ‘গীতগোবিন্দম্’।
-
এর মূল বিষয়বস্তু রাধাকৃষ্ণের প্রেমলীলা।
-
কাব্যটি ১২ সর্গে বিভক্ত, যাতে ২৪টি গীত ও ২৮৬টি শ্লোক অন্তর্ভুক্ত।
-
প্রতিটি সর্গের নামকরণ হয়েছে ভিন্ন ভিন্ন তত্ত্বনির্দেশক নামে।
-
যদিও কাব্যের নায়ক-নায়িকা রাধা ও কৃষ্ণ, প্রকৃতপক্ষে এতে প্রতিফলিত হয়েছে জীবাত্মা ও পরমাত্মার সম্পর্ক এবং নর-নারীর চিরন্তন প্রেম।
-
রাগভিত্তিক গীতসমূহ এ কাব্যের শ্রেষ্ঠ বৈশিষ্ট্য, যা বাংলা পদাবলি সাহিত্যে গভীর প্রভাব বিস্তার করেছে।
-
বৈষ্ণব সম্প্রদায়সহ সাহিত্যরসিকদের কাছে এটি দীর্ঘকাল পরম শ্রদ্ধার বিষয় ছিল।
-
এর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো চরণশেষে অন্ত্যমিলের ব্যবহার, যা সংস্কৃত সাহিত্যে অত্যন্ত বিরল।
কবি জয়দেব
-
জয়দেব ছিলেন দ্বাদশ শতকের বাঙালি কবি; তবে তাঁর সাহিত্যভাষা ছিল সংস্কৃত।
-
তাঁর জন্ম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অজয় নদ-তীরবর্তী কেন্দুবিল্ব (কেঁদুলি) গ্রামে।
-
কেউ কেউ তাঁকে মিথিলা বা উড়িষ্যা নিবাসী বলেও অভিহিত করেছেন।
-
তিনি সেনরাজা লক্ষ্মণসেনের রাজসভায় ‘পঞ্চরত্ন’-এর অন্যতম ছিলেন।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago