A
সন্ধিজনিত
B
প্রত্যয়জনিত
C
উপসর্গজনিত
D
বিভক্তিজনিত
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• উৎকর্ষ এটি বিশেষ্য পদ,
- (উৎ + √কৃষ্ + অ) প্রত্যয় সাধিত শব্দ।
• আর এর সাথে 'তা’ (বিশেষ্য) প্রত্যয় যুক্ত করলে ‘উৎকর্ষতা’ হয় যা বিশেষ্যের দ্বিত্ব প্রয়োগ। অর্থাৎ ‘উৎকর্ষতা’ শব্দে তা-প্রত্যয়ের অপপ্রয়োগ ঘটেছে।
• ‘উৎকর্ষতা’ শব্দের এর শুদ্ধ প্রয়োগ হবে- 'উৎকর্ষ বা উৎকৃষ্টতা'।
• নিয়ম:
‘তা’ ‘ত্ব’ এবং ‘য’ হলো বিশেষ্যবাচক প্রত্যয়। যা কেবল বিশেষণ শব্দকে বিশেষ্য করে। তাই বিশেষ্য শব্দের সঙ্গে আবারো ‘তা’ ‘ত্ব’ বা য যুক্ত করলে তা ভুল হবে। যেমন: কৃপণ বিশেষণ শব্দের সাথে তা প্রত্যয় যুক্ত হয়ে কৃপণতা হয়েছে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 weeks ago
ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী – নিচের কোন নিয়মে হয়েছে?
Created: 2 days ago
A
আ + ঈ = এ
B
অ + ঈ = এ
C
আ + ই = এ
D
অ + ই = এ
এখানে, ঢাকা শব্দের শেষের আ এবং ঈশ্বরী শব্দের প্রথমের ঈ ধ্বনি মিলিত হয়ে এ ধ্বনিতে পরিবর্তিত হয়েছে, যার ফলে শব্দটি হয়েছে ঢাকেশ্বরী।

0
Updated: 2 days ago
'অন্তর্ভুক্তিমুলক' শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়?
Created: 4 days ago
A
৫
B
৬
C
৭
D
৮
সঠিক উত্তর: খ) ৬।
‘অন্তর্ভুক্তিমূলক’ শব্দের উচ্চারণ বিশ্লেষণ
‘অন্তর্ভুক্তিমূলক’ শব্দটি উচ্চারণ করলে এতে ৬টি অক্ষর পাওয়া যায়।
উচ্চারণ: অন্-তোর্-ভুক্-তি-মূ-লক
মোট অক্ষর: ৬টি
অক্ষর
অক্ষর (ইংরেজি: syllable) হচ্ছে এমন একটি ধ্বনি বা ধ্বনির অংশ, যা একবারে উচ্চারণ করা যায়।
তাই একে শব্দাংশও বলা হয়।
অক্ষরের প্রকারভেদ
অক্ষর দুই ধরনের হতে পারে:
-
মুক্ত অক্ষর: যেগুলো একটানে টানা যায় না।
উদাহরণ: ক / লা -
বদ্ধ অক্ষর: যেগুলো টানা যায়।
উদাহরণ: দিন / রাত
আরেকটি উদাহরণ
‘বিশ্ববিদ্যালয়’ শব্দে রয়েছে ৫টি অক্ষর:
বি + শ্ব + বি + দ্যা + লয় = মোট ৫টি অক্ষর
তথ্যসূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও ছন্দ-অক্ষর বিশ্লেষণ গ্রন্থ

0
Updated: 4 days ago
‘টপ্পা’ কী?
Created: 1 day ago
A
এক ধরনের গান
B
বাদ্যযন্ত্র
C
নাচের মুদ্রা
D
বিশেষ ধরনের খেলা
কলকাতা ও শহরতলীতে রাগ - রাগীণী সংযুক্ত এক ধরনের গান টপ্পা। বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত। তার রচিত একটি বিখ্যাত টপ্পা -
নানান দেশের নানান ভাষা
বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা?

0
Updated: 1 day ago