'উৎকর্ষতা' কি কারণে অশুদ্ধ?
A
সন্ধিজনিত
B
প্রত্যয়জনিত
C
উপসর্গজনিত
D
বিভক্তিজনিত
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• উৎকর্ষ এটি বিশেষ্য পদ,
- (উৎ + √কৃষ্ + অ) প্রত্যয় সাধিত শব্দ।
• আর এর সাথে 'তা’ (বিশেষ্য) প্রত্যয় যুক্ত করলে ‘উৎকর্ষতা’ হয় যা বিশেষ্যের দ্বিত্ব প্রয়োগ। অর্থাৎ ‘উৎকর্ষতা’ শব্দে তা-প্রত্যয়ের অপপ্রয়োগ ঘটেছে।
• ‘উৎকর্ষতা’ শব্দের এর শুদ্ধ প্রয়োগ হবে- 'উৎকর্ষ বা উৎকৃষ্টতা'।
• নিয়ম:
‘তা’ ‘ত্ব’ এবং ‘য’ হলো বিশেষ্যবাচক প্রত্যয়। যা কেবল বিশেষণ শব্দকে বিশেষ্য করে। তাই বিশেষ্য শব্দের সঙ্গে আবারো ‘তা’ ‘ত্ব’ বা য যুক্ত করলে তা ভুল হবে। যেমন: কৃপণ বিশেষণ শব্দের সাথে তা প্রত্যয় যুক্ত হয়ে কৃপণতা হয়েছে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 months ago
’অতীন্দ্রিয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 4 days ago
A
অতী + ইন্দ্রিয়
B
অতি + ইন্দ্রিয়
C
অতি + ঈন্দ্রিয়
D
অতি + ইন্দ্রীয়
‘অতীন্দ্রিয়’ শব্দের সন্ধি বিশ্লেষণ
-
শব্দটি: অতীন্দ্রিয়
-
সন্ধি বিচ্ছেদ: অতি + ইন্দ্রিয় = অতীন্দ্রিয়
-
ধরনের সন্ধি: স্বরসন্ধি
স্বরসন্ধি সংজ্ঞা:
-
দুটি স্বরধ্বনির সংযোগ ঘটলে যে মিলন ঘটে তাকে স্বরসন্ধি বলে।
উদাহরণসমূহ:
-
অতি + ইন্দ্রিয় = অতীন্দ্রিয়
-
পরি + ঈক্ষা = পরীক্ষা
-
মরু + উদ্যান = মরূদ্যান
-
শুভ + ইচ্ছা = শুভেচ্ছা
-
সূর্য + উদয় = সূর্যোদয়
-
মহা + ঋষি = মহর্ষি
-
শীত + ঋত = শীতার্ত
-
জন + এক = জনৈক
-
বন + ওষধি = বনৌষধি
নোট:
-
স্বরসন্ধি মূলত ভাষার স্বরধ্বনির মিলনকে সহজ এবং স্বরবর্ণের সুরক্ষা বজায় রাখার জন্য ঘটে।

0
Updated: 4 days ago
‘Invoice’ এর বাংলা পারিভাষিক রূপ কোনটি?
Created: 1 week ago
A
চালান
B
পণ্যাগার
C
শুল্ক
D
বিনিয়োগ
Invoice হলো ব্যবসা-বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ নথি। এটি ক্রেতা ও বিক্রেতার মধ্যে লেনদেনের প্রমাণস্বরূপ দেওয়া হয়, যেখানে বিক্রিত পণ্য বা সেবার মূল্য, পরিমাণ, তারিখ, শর্তাবলী ইত্যাদি উল্লেখ থাকে। বাংলায় এর পারিভাষিক রূপ হলো চালান।
-
চালান: ক্রয়-বিক্রয় লেনদেনের কাগজ বা রশিদ, যা Invoice এর যথার্থ বাংলা প্রতিশব্দ।
-
পণ্যাগার: যেখানে পণ্য মজুদ থাকে, অর্থাৎ গুদামঘর। Invoice এর সাথে সম্পর্কিত নয়।
-
শুল্ক: আমদানি-রপ্তানির উপর সরকারের আরোপিত কর।
-
বিনিয়োগ: মুনাফার আশায় অর্থ, সম্পদ বা শ্রম ব্যয় করা।
তাই, Invoice = চালান।

0
Updated: 1 week ago
সমার্থক অর্থ প্রকাশ করে কোন শব্দজোড়টি?
Created: 2 days ago
A
দার - দ্বার
B
দ্বারা - দারা
C
দ্বার - দ্বারা
D
দার - দারা
বাংলা ভাষায় অনেক শব্দজোড় আছে যেগুলো উচ্চারণে কাছাকাছি হলেও অর্থে ভিন্ন। আবার কিছু শব্দ একে অপরের সমার্থক অর্থও প্রকাশ করে। নিচে একটি উদাহরণ তুলে ধরা হলো—
-
সমার্থক শব্দজোড়: দার–দারা
অর্থ: স্ত্রী।
অন্যদিকে—
-
দার অর্থ স্ত্রী।
-
দ্বার অর্থ দরজা।
-
দারা অর্থ স্ত্রী।
-
দ্বারা অর্থ দিয়ে।
উৎস:

0
Updated: 2 days ago