'তামার বিষ' বাগধারাটির অর্থ-
A
ভীষণ বিষাক্ত
B
নির্ণয়
C
অর্থের কুপ্রভাব
D
তামা থেকে উৎপন্ন বিষ
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় বাগধারা এমন কিছু বিশেষ রূপক অর্থবাহী শব্দ বা বাক্যাংশ যা আক্ষরিক অর্থে না নিয়ে প্রচলিত অর্থে ব্যবহার করতে হয়। প্রতিটি বাগধারার একটি নির্দিষ্ট তাৎপর্য রয়েছে যা বাক্যকে জীবন্ত করে তোলে।
-
‘তামার বিষ’ বাগধারার অর্থ হলো অর্থের কুপ্রভাব।
উদাহরণ বাক্য: ছাত্রজীবনে তামার বিষে আক্রান্ত হলে লেখাপড়া হয় না।
কিছু গুরুত্বপূর্ণ বাগধারা ও তাদের অর্থ:
-
‘কালে ভদ্রে’ — কদাচিৎ
-
‘ডাকাবুকো’ — নির্ভীক
-
‘কূপমুন্ডক’ — সীমাবদ্ধ জ্ঞান
-
‘কানকাটা’ — বেহায়া
-
‘ইঁদুর কপালে’ — মন্দভাগ্য
-
‘অদৃষ্টের পরিহাস’ — ভাগ্যের নিষ্ঠুরতা
-
‘তামার বিষ’ — অর্থের কুপ্রভাব
-
‘ভূষন্ডির কাক’ — বিচক্ষণ ব্যক্তি বা দীর্ঘজীবী
0
Updated: 1 month ago
'মহিমা' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Created: 1 month ago
A
মহি+মা
B
মহা+ইমা
C
মহৎ+ইমন
D
মহিম+আ
তদ্ধিত প্রত্যয় হলো এমন একটি প্রত্যয় যা শব্দের মূলের শেষে যোগ করে নতুন শব্দ সৃষ্টি করে এবং সাধারণত বিশেষ্য অর্থ বহন করে।
-
যদি শব্দের শেষে ইমা থাকে, তবে এটি ইমন্ রূপে ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
মহৎ + ইমন্ = মহিমা
-
নীল + ইমন্ = নীলিমা
-
0
Updated: 1 month ago
বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কয়টি?
Created: 1 month ago
A
১০টি
B
৩০টি
C
৩৭টি
D
২৫টি
বাংলা ভাষায় মোট ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে, যেগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়: স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি।
-
মৌলিক স্বরধ্বনি: বাংলা ভাষায় ৭টি মৌলিক স্বরধ্বনি আছে।
উদাহরণ: ই, এ, অ্যা, আ, অ, ও, উ। -
মৌলিক ব্যঞ্জনধ্বনি: বাংলা ভাষায় ৩০টি মৌলিক ব্যঞ্জনধ্বনি রয়েছে।
0
Updated: 1 month ago
নিচের কোনটি বাক্-প্রত্যঙ্গ নয়?
Created: 1 month ago
A
নাক
B
ঠোঁট
C
জিহ্বা
D
কান
ধ্বনি:
ধ্বনি হলো ভাষার সেই ক্ষুদ্র একক যা উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে পৃথকভাবে চিহ্নিত করা যায়।
-
ধ্বনির সঙ্গে সরাসরি অর্থের কোনো সম্পর্ক নেই।
-
ধ্বনি তৈরি হয় বাগ্যন্ত্রের সাহায্যে।
-
ধ্বনি তৈরিতে যেসব বাক্-প্রত্যঙ্গ সহায়তা করে, সেগুলো হলো: ফুসফুস, গলনালি, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি।
-
মানুষ ফুসফুসের সাহায্যে শ্বাস গ্রহণ ও ত্যাগ করে।
-
ফুসফুস থেকে বাতাস বের হওয়ার সময় মুখে বিভিন্ন ধরনের ধ্বনি সৃষ্টি হয়।
-
তবে সব ধ্বনিই সব ভাষায় ব্যবহৃত হয় না।
0
Updated: 1 month ago