বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
A
আটটি
B
নয়টি
C
সাতটি
D
দশটি
উত্তরের বিবরণ
• বাংলা
বর্ণমালায়
মাত্রাহীন
বর্ণ সংখ্যা- ১০টি।
• মাত্রাভেদে
বর্ণমালা:
- বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা ৩২টি।
- বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ সংখ্যা ১০টি।
- বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে ৮টি।
• মাত্রাভেদে
ব্যঞ্জনবর্ণ:
- ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা ২৬টি।
- ব্যঞ্জনবর্ণে অর্ধমাত্রার বর্ণ সংখ্যা ৭টি।
- ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা ৬টি।
• মাত্রাভেদে
স্বরবর্ণ:
- স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা ৬টি।
- স্বরবর্ণে অর্ধমাত্রার বর্ণ সংখ্যা ১টি।
- স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ সংখ্যা ৪টি।

0
Updated: 21 hours ago
কোন ক্ষেত্রে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না?
Created: 1 month ago
A
উপসর্গজাত শব্দে
B
সন্ধিজাত শব্দে
C
সমাসবদ্ধ শব্দে
D
তৎসম শব্দে
ণ-ত্ব বিধান (ṇ-tva Rule)
সংজ্ঞা:
-
তৎসম/সংস্কৃত শব্দের বানানে কিছু বিশেষ ক্ষেত্রে ‘ণ’ ব্যবহারের বিধানকে ণ-ত্ব বিধান বলা হয়।
-
তবে সব শব্দে প্রযোজ্য নয়; বিশেষ শর্তের ভিত্তিতে ব্যবহৃত হয়।
১. সমাসবদ্ধ শব্দে ণ-ত্ব বিধান খাটে না
-
সমাসবদ্ধ (compound) শব্দে সাধারণত ‘ন’ ব্যবহার হয়, ‘ণ’ নয়।
-
উদাহরণ:
-
ত্রিনয়ন
-
সর্বনাম
-
দুর্নীতি
-
দুর্নাম
-
দুর্নিবার
-
পরনিন্দা
-
অগ্রনায়ক
-
২. ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’
-
ত-বর্গীয় বর্ণের সঙ্গে ‘ন’ যুক্ত হলে কখনো ‘ণ’ নয়, বরং ‘ন’ ব্যবহার হয়।
-
উদাহরণ:
-
অন্ত
-
গ্রন্থ
-
ক্রন্দন
-
৩. তৎসম শব্দে ণ-ত্ব বিধান প্রযোজ্য
-
তৎসম (সংস্কৃত) শব্দে ণ-ত্ব বিধান মানা হয়।
-
নিয়ম: সাধারনত, তৎসম/সংস্কৃত মূলের ধ্বনিমালা অনুসারে ‘ণ’ ব্যবহৃত হয়।
৪. বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য নয়
-
সন্ধিজাত শব্দে বা উপসর্গজাত শব্দে ‘ণ-ত্ব’ বিধান প্রয়োগ হয় না।

0
Updated: 1 month ago
'Blockade' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
Created: 21 hours ago
A
বন্ধন
B
অবরোধ
C
চাপ
D
আবর্ত
• 'Blockade' এর পারিভাষিক
অর্থ হচ্ছে - অবরোধ।
আরো কয়েকটি বাংলা পরিভাষা:
Bribe - উৎকোচ
/ ঘুষ;
Cop - পুলিশ;
Background - পটভূমি;
Bail - জামিন;
Boycott বর্জন;
Cartoon - ব্যঙ্গচিত্র;
Cease Fire - অস্ত্র
সংবরণ;
Covenant - চুক্তিপত্র।

0
Updated: 21 hours ago
কোনটি চলিত ভাষার শব্দ?
Created: 2 days ago
A
B
বন্য
C
তুলা
D
এসে
• সাধু ও চলিত ভাষায় বিশেষ্য ও সর্বনাম পদের কতিপয় রূপ:
→ আসিয়া - এসে।
→ মস্তক = মাথা
→ জুতা- জুতো;
→ তুলা- তুলো;
→ শুষ্ক/শুকনা - শুকনো;
→ বন্য - বুনো;
→ তাঁহারা/উঁহারা -তাঁরা/ওঁরা;
→ তাহাকে/উহাকে - তাকে/ওকে;
→ তাহার/তাঁহার - তার/তাঁর;
→ পাইয়াছিলেন - পেয়েছিলেন;
→ হইলেন - হলেন;

0
Updated: 2 days ago