'যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান'- চরণটি কোন কবিতার?
A
বিদ্রোহী
B
কুলিমুজুর
C
সাম্যবাদী
D
প্রলয়-শিখা
উত্তরের বিবরণ
• 'যেখানে
আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান'- চরণটি কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কবিতার অন্তর্গত।
-----------------
• 'সাম্যবাদী'
কাব্যগ্রন্থ ও 'সাম্যবাদী' কবিতা পরিচিত:
- সাম্যবাদী' কাজী নজরুল ইসলাম
রচিত একটি কাব্যগ্রন্থ।
- সাম্যবাদী'
কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের নামকবিতা।
- নজরুলের সাম্যবাদী চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে- সাম্যবাদী, ভাঙার গান, সর্বহারা গ্রন্থগুলোেতে।
- 'সাম্যবাদী' কাব্যগ্রন্থটি ১৯২৫ সালে প্রকাশিত
হয়।
- সবগুলোতেই মানুষের সমতা নিয়েই আলোচনা
করা হয়েছে।
- কাব্যগ্রন্থটিতে মোট ১১টি কবিতা
রয়েছে।
সাম্যবাদী-
কবিতা,
কাজী নজরুল ইসলাম
গাহি
সাম্যের গান-
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান,
যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম ক্রীশ্চান।
গাহি সাম্যের গান।
কে তুমি?- পার্সি? জৈন? ইহুদি? সাঁওতাল, ভীল, গারো?
কনফুসিয়াস্? চার্বাক-চেলা? বলে যাও, বল আরও! (সংক্ষেপিত)
উল্লেখ্য,
- বিদ্রোহী, প্রলয়-শিখা, ধূমকেতু কাজী নজরুল ইসলামের বিখ্যাত 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের কবিতা।
• কাজী নজরুল ইসলামের 'কুলি-মজুর' কবিতাটি- 'সাম্যবাদী' কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে।

0
Updated: 22 hours ago
কোন দুটি বর্ণের পরে মূর্ধন্য 'ণ' হয়?
Created: 7 hours ago
A
ত, ঢ
B
ত, থ
C
ঋ, র
D
দ, ধ
• ‘ণ’
ব্যবহারের নিয়ম:
- ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে
সব সময় 'ণ' ব্যবহৃত
হয়। যেমন: ঘণ্টা, কাণ্ড ইত্যাদি।
- ঋ,
র, ষ - এর পরে 'ণ' হয়।
যেমন: ঋণ, তৃণ, বর্ণ,
বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ,
ভাষণ, উষ্ণ ইত্যাদি।
- ঋ, র, ষ- এর
পরে স্বরধ্বনি (ষ, য়, ব,
হ, ং এবং ক-বর্গীয় ও প-বর্গীয়)
ধ্বনি থাকলে তার পরবর্তী ‘ন’
মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন:
কৃপণ, হরিণ, অর্পণ, লক্ষণ, রুক্মিণী, ব্রাহ্মণ ইত্যাদি।
- কতকগুলো শব্দে স্বভাবতই ‘ণ’ হয়। যেমন:
চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ,
মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক, কফণি,
বণিক, চিক্কণ, তূণ, ভণিতা, আপণ,
বিপণি, লবণ্য ইত্যাদি।
অন্যদিকে,
ত-বর্গীয় (ত, থ, দ, ধ) বর্ণের সঙ্গে যুক্ত হয় ন কখনো (ণ) হয় না।
যেমন- অন্ত, গ্রন্থ ইত্যাদি।

0
Updated: 7 hours ago
কোনটি অর্ধস্বরধ্বনি?
Created: 1 week ago
A
[অ্যাঁ]
B
[উ]
C
[আ]
D
[অ]
অর্ধস্বরধ্বনি হলো সেই স্বরধ্বনি যা পূর্ণভাবে উচ্চারিত হয় না। বাংলা ভাষায় চারটি অর্ধস্বরধ্বনি রয়েছে: [ই], [উ], [এ] এবং [ও]। এগুলোকে টেনে বা দীর্ঘ করা যায় না।
অন্যদিকে, কিছু স্বরধ্বনি হলো:
-
মৌলিক স্বরধ্বনি: [আ], [অ]
-
অনুনাসিক স্বরধ্বনি: [অ্যাঁ]

0
Updated: 1 week ago
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে, কোনটি সঠিক?
Created: 1 month ago
A
ভাংগা
B
ভাঙা
C
ভাঙ্ঘা
D
ভাঙ্গা
বাংলা অনুস্বার ব্যবহারের নিয়ম
-
শব্দের শেষে অনুস্বার
-
সাধারণত শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে অনুস্বার (ং) ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
গাং, ঢং, পালং, রং, রাং, সং
-
-
-
অনুস্বারের সঙ্গে স্বর যুক্ত হলে ঙ
-
যদি অনুস্বারের সঙ্গে কোনো স্বরধ্বনি যুক্ত হয়, তখন ঙ ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
বাঙালি, ভাঙা, রঙিন, রঙের
-
-
-
ব্যতিক্রম
-
কিছু নির্দিষ্ট শব্দে যেমন বাংলা ও বাংলাদেশ, অনুস্বার থাকবে।
-
সূত্র:
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago