3, 5, 7, 7, 8, 9, 10, 10, 11, 12, 13, 13, 14, 15, 16, 16, 16, 18, 20 সংখ্যাগুলোর মধ্যক ও প্রচুরক কত?
A
মধ্যক 18 এবং প্রচুরক 17
B
মধ্যক 12 এবং প্রচুরক 16
C
মধ্যক 14 এবং প্রচুরক 8
D
মধ্যক 13 এবং প্রচুরক 19
উত্তরের বিবরণ
প্রশ্ন: 3, 5, 7, 7, 8, 9, 10, 10, 11, 12, 13, 13, 14, 15, 16, 16, 16, 18, 20 সংখ্যাগুলোর মধ্যক ও প্রচুরক কত?
সমাধান:
মোট পদ সংখ্যা আছে ১৯ টি।
মধ্যক হলো = (19 + 1)/2
= 10 তম পদ।
∴ মধ্যক = 12
উপাত্তগুলোর মধ্যে সর্বাধিক ৩ বার আছে 16 সংখ্যাটি।
∴ প্রচুরক = 16
0
Updated: 1 month ago
What is the mean of the range, mode and median of the data given below?
5, 10, 3, 6, 4, 8, 9, 3, 15, 2, 9, 4, 19, 11, 4
Created: 1 month ago
A
8.33
B
9.33
C
10.63
D
11.63
Question: What is the mean of the range, mode and median of the data given below?
5, 10, 3, 6, 4, 8, 9, 3, 15, 2, 9, 4, 19, 11, 4
Solution:
Given data = 5, 10, 3, 6, 4, 8, 9, 3, 15, 2, 9, 4, 19, 11, 4
Arranging in ascending order = 2, 3, 3, 4, 4, 4, 5, 6, 8, 9, 9, 10, 11, 15, 19
Here,
Most frequent data is 4
So, Mode = 4
Total terms in the given data, (n) = 15 (It is odd)
∴ Median = {(n + 1)/2}th term
= {(15 + 1)/2}th term
= (8)th term
= 6
Now,
Range = (Maximum value - Minimum value) + 1
= (19 - 2) + 1
= 18
∴ Mean of Range, Mode and Median = (Range + Mode + Median)/3
= (18 + 4 + 6)/3 = 28/3 = 9.33
0
Updated: 1 month ago
একটি ফুটবল টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের সাথে একবার করে খেললো। যদি মোট 190টি ম্যাচ খেলা হয়, তাহলে টুর্নামেন্টে মোট কতটি দল অংশগ্রহণ করেছিল?
Created: 2 months ago
A
20
B
15
C
25
D
18
গণিত
পরিসংখ্যান (Statistics)
বিন্যাস (Permutation)
বীজগণিত (Algebra)
সমাবেশ (Combination)
সম্ভাব্যতা (Probability)
সেট (Set)
প্রশ্ন: একটি ফুটবল টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের সাথে একবার করে খেললো। যদি মোট 190টি ম্যাচ খেলা হয়, তাহলে টুর্নামেন্টে মোট কতটি দল অংশগ্রহণ করেছিল?
সমাধান:
মনে করি,
টুর্নামেন্টে n সংখ্যক দল অংশগ্রহণ করেছিল।
প্রতিটি ম্যাচ খেলার জন্য 2টি দলের প্রয়োজন হয়।
সুতরাং, মোট ম্যাচের সংখ্যা হবে nC2
প্রশ্নমতে,
nC2 = 190
⇒ n!/2!(n - 2)! = 190
⇒ {n × (n - 1)×(n - 2)!}/{2!(n - 2)!} = 190 [n! = n × (n - 1) × (n - 2)!]
⇒ n(n - 1)/2 = 190
⇒ n(n - 1) = 190 × 2
⇒ n(n - 1) = 380
⇒ n2 - n - 380 = 0
⇒ n2 - 20n + 19n - 380 = 0
⇒ n(n - 20) + 19(n - 20) = 0
⇒ (n + 19)(n - 20) = 0
হয় n + 19 = 0 অথবা n - 20 = 0
⇒ n = - 19 অথবা n = 20
যেহেতু দলের সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই n = - 19 গ্রহণযোগ্য নয়।
সুতরাং, n = 20
অতএব, ঐ টুর্নামেন্টে 20টি দল অংশগ্রহণ করেছিল।
0
Updated: 2 months ago
Find out the missing number : 52, 64, 76, ____ , 100
Created: 1 month ago
A
78
B
82
C
86
D
88
Question: Find out the missing number : 52, 64, 76, ____ , 100
Solution:
52 + 12 = 64
64 + 12 = 76
76 + 12 = 88
88 + 12 = 100
0
Updated: 1 month ago