একজন সবজি ব্যবসায়ী এক মণ আলু ৬১২ টাকায় বিক্রি করলে ১৫% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
A
৭৮৬ টাকা
B
৭৭২ টাকা
C
৭৭৬ টাকা
D
৭৯২ টাকা
উত্তরের বিবরণ
প্রশ্ন: একজন সবজি ব্যবসায়ী এক মণ আলু ৬১২ টাকায় বিক্রি করলে ১৫% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
সমাধান:
ধরি, ক্রয়মূল্য = ক টাকা
প্রশ্নমতে,
ক - ক এর ১৫% = ৬১২
⇒ ক - (১৫ক/১০০) = ৬১২
⇒ ক - (৩ক/২০) = ৬১২
⇒ (২০ক - ৩ক)/২০ = ৬১২
⇒ ১৭ক = ৬১২ × ২০
⇒ ক = (৬১২ × ২০)/ ১৭
⇒ ক = ৭২০
আবার,
১০% লাভে বিক্রয়মূল্য = ৭২০ + ৭২০ এর ১০%
= ৭২০ + {(৭২০ × ১০)/১০০}
= ৭২০ + ৭২
= ৭৯২ টাকা।
0
Updated: 1 month ago
একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয়মূল্য-
Created: 2 months ago
A
200 টাকা
B
210 টাকা
C
162 টাকা
D
198 টাকা
প্রশ্ন: একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয়মূল্য-
সমাধান:
10% ক্ষতিতে ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য 90 টাকা
বিক্রয়মূল্য 90 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা
বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য 100/90 টাকা
∴ বিক্রয়মূল্য 180 টাকা হলে ক্রয়মূল্য (180 × 100)/90 টাকা
= 200 টাকা
0
Updated: 2 months ago
X buys a product for Tk. 400 and sells it to Y at a profit of 30%. Y then sells it to Z at a profit of 15%. How much does Z pay to Y?
Created: 1 month ago
A
Tk. 698
B
Tk. 588
C
Tk. 620
D
Tk. 598
Question: X buys a product for Tk. 400 and sells it to Y at a profit of 30%. Y then sells it to Z at a profit of 15%. How much does Z pay to Y?
সমাধান:
X এর 30% লাভে বিক্রয়মূল্য = 400 + 400 এর 30%
= 400 + (400 × 30/100)
= 400 + 120
= 520
X এর বিক্রয়মূল্য = Y এর ক্রয়মূল্য
Y এর 15% লাভে বিক্রয়মূল্য = 520 + 520 এর 15%
= 520 + (520 × 15/100)
= 520 + 78
= 598
সুতরাং, Y এর বিক্রয়মূল্য = Z এর ক্রয়মূল্য = Tk. 598
0
Updated: 1 month ago
At what rate of profit a principle becomes Tk. 460 with simple profit in 3 years and Tk. 600 with simple profit in 5 years?
Created: 6 days ago
A
20%
B
24%
C
28%
D
32%
Principal + 5 yr interest = 600 tk
Principal + 3 yr interest = 460 tk
So, 2 yr interest = 140 tk.
So, 3 yr interest = (140×3)/2 = 210 tk.
Principal = (460-210) = 250 tk
∴ Interest rate = (70×100)/250 = 28%
0
Updated: 6 days ago