একজন সবজি ব্যবসায়ী এক মণ আলু ৬১২ টাকায় বিক্রি করলে ১৫% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?

A

৭৮৬ টাকা

B

৭৭২ টাকা

C

৭৭৬ টাকা

D

৭৯২ টাকা

উত্তরের বিবরণ

img

প্রশ্ন: একজন সবজি ব্যবসায়ী এক মণ আলু ৬১২ টাকায় বিক্রি করলে ১৫% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?

সমাধান:

ধরি, ক্রয়মূল্য = ক টাকা

প্রশ্নমতে,

ক - ক এর ১৫% = ৬১২

ক - (১৫ক/১০০) = ৬১২

ক - (৩ক/২০) = ৬১২

(২০ক - ৩ক)/২০ = ৬১২

১৭ক = ৬১২ × ২০

ক = (৬১২ × ২০)/ ১৭

ক = ৭২০

আবার,

১০% লাভে বিক্রয়মূল্য = ৭২০ + ৭২০ এর ১০%

= ৭২০ + {(৭২০ × ১০)/১০০}

= ৭২০ + ৭২

= ৭৯২ টাকা।

Unfavorite

0

Updated: 22 hours ago

Related MCQ

একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?


Created: 1 week ago

A

২৮০ টাকা


B

৪০০ টাকা


C

৩৮০ টাকা


D

৩২০ টাকা


Unfavorite

0

Updated: 1 week ago

 একজন বিক্রেতা ১ টাকায় ৫ টি লজেন্স ক্রয় করেন। ২৫% লাভ করতে চাইলে বিক্রেতাকে ১ টাকায় কতটি লজেন্স বিক্রয় করতে হবে? 


Created: 3 weeks ago

A


B


C


D


Unfavorite

0

Updated: 3 weeks ago

টাকায় 5 টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে টাকার কয়টি বিক্রয় করতে হবে?

Created: 3 weeks ago

A

4 টি

B

3 টি

C

2 টি

D

কোনোটিই নয়

Unfavorite

0

Updated: 3 weeks ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD