'রাইফেল রোটি আওরাত' উপন্যাসের রচয়িতা কে?
A
হাসান হাফিজুর রহমান
B
জহির রায়হান
C
শহীদুল্লাহ কায়সার
D
আনোয়ার পাশা
উত্তরের বিবরণ
রাইফেল রােটি আওরাত
- 'রাইফেল রােটি আওরাত' (১৯৭৩) আনােয়ার পাশা রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- অধ্যাপক সুদীপ্ত শাহীন এই উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র।
- এই উপন্যাসের অন্যান্য চরিত্রগুলাে হচ্ছে: ড. খালেক, ড. মালেক, ছাবেদ আলী, হাসমত, জামাল সাহেব প্রমুখ।
- উপন্যাসটি মুক্তিযুদ্ধকালীন সময়েই রচিত এবং ১৯৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
---------------------------
• আনোয়ার পাশা:
- আনোয়ার পাশা ছিলেন কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
- তাঁর জন্ম ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।
- তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র লেকচারার।
- তাঁর সাহিত্যকর্মে গভীর দেশাত্মবোধ, মননশীলতা এবং প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চিন্তাচেতনার পরিচয় পাওয়ার যায়।
• আনোয়ার পাশা রচিত উপন্যাস:
- নিশুতি রাতের গাথা,
- নীড় সন্ধানী ও
- রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক)।
• গল্পগ্রন্থ: নিরুপায় হরিণী।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- নদী নিঃশেষিত হলে,
- সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
'ন্যাড়া' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কোন গল্পের চরিত্র?
Created: 3 weeks ago
A
বিন্দুর ছেলে
B
মেজদিদি
C
বিলাসী
D
মহেশ
‘বিলাসী’ ছোটগল্প
-
‘বিলাসী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ছোটগল্প।
-
গল্পে অস্পৃশ্যতার বিরুদ্ধাচারণ করা হয়েছে মৃত্যুঞ্জয়-বিলাসীর বিয়ে সংঘটনের মাধ্যমে।
-
‘বিলাসী’ গল্পে ‘ন্যাড়া’ চরিত্রের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজস্ব ছায়াপাত লক্ষ্য করা যায়।
-
গল্পের বিখ্যাত উক্তি:
“টিকিয়া থাকাই চরম সার্থকতা নয়, অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে।”
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য ছোটগল্পসমূহ
-
মহেশ
-
বিলাসী
-
সতী
-
মামলার ফল
-
রামের সুমতি
-
মেজদিদি
-
বিন্দুর ছেলে
-
ছবি প্রভৃতি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস-
Created: 4 weeks ago
A
নিরন্তর ঘন্টাধ্বনি
B
ইন্দিরা
C
দিবারাত্রির কাব্য
D
কল্পতরু
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
তিনি একজন ঔপন্যাসিক ও সাংবাদিক।
-
জন্ম: ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে।
-
তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
-
প্রথম উপন্যাস: রাজমোহনস ওয়াইফ (ইংরেজিতে লেখা)।
-
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস: দুর্গেশনন্দিনী।
-
প্রথম কাব্যগ্রন্থ: ললিতা তথা মানস।
-
ত্রয়ী উপন্যাস: আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উপন্যাস
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
কৃষ্ণকান্তের উইল
অন্যান্য উল্লেখযোগ্য লেখকদের উপন্যাস
-
ইন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় – কল্পতরু
-
সেলিনা হোসেন – নিরন্তর ঘন্টাধ্বনি
-
মানিক বন্দ্যোপাধ্যায় – দিবারাত্রির কাব্য
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 4 weeks ago
‘কীর্তিবিলাস’ নাটকের রচয়িতা কে?
Created: 3 weeks ago
A
গিরিশচন্দ্র ঘোষ
B
দীনবন্ধু মিত্র
C
যোগেন্দ্রচন্দ্র গুপ্ত
D
মাইকেল মধুসূদন দত্ত
‘কীর্তিবিলাস’ নাটক
-
‘কীর্তিবিলাস’ নাটকটি বিয়োগান্তক নাটক রচনার প্রথম প্রচেষ্টা হিসেবে পরিচিত।
-
এর রচয়িতা যোগেন্দ্রচন্দ্র গুপ্ত, এবং এটি ১৮৫২ সালে প্রকাশিত হয়।
-
নাটকের কাহিনি সপত্নীপুত্রের প্রতি বিমাতার অত্যাচারের ওপর ভিত্তি করে রচিত।
-
বিভিন্ন চরিত্রের মৃত্যুর মাধ্যমে ট্র্যাজেডির রূপায়ণ এই নাটকের একটি বৈশিষ্ট্য।
-
পাশ্চাত্য আদর্শে নাটকের অঙ্ক পাঁচটি, কিন্তু সংস্কৃত আদর্শ অনুসারে এতে রয়েছে ‘নান্দী’ ও ‘সূত্রধার’।
-
নাটকের ভাষা সংস্কৃত প্রভাবিত হওয়ায় আড়ষ্ট ও কৃত্রিম।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 3 weeks ago