তুমি না বলেছিলে আগামীকাল আসবে?- এখানে 'না'-এর ব্যবহার কি অর্থে?
A
না-বাচক
B
হ্যাঁ-বাচক
C
প্রশ্নবোধক
D
বিস্ময়সূচক
উত্তরের বিবরণ
তুমি না বলেছিলে আগামীকাল আসবে?- এখানে 'না'- প্রশ্নাত্মক/প্রশ্নবোধন অর্থে ব্যবহৃত হয়েছে।
• নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর:
নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর করতে হলে বাক্যের মৌলিক অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রেখে প্রশ্নাত্মক বাক্যটি এমনভাবে তৈরি করতে হবে যার সবচেয়ে কাছাকাছি সম্ভাব্য উত্তর হবে নির্দেশাত্মক বাক্যটি।
• সূত্র: নির্দেশাত্মক বাক্য হ্যাঁ-বাচক হলে প্রশ্নাত্মক হবে না-বাচক, নির্দেশাত্মক বাক্য না-বাচক হলে প্রশ্নাত্মক হবে হ্যাঁ-বাচক। প্রথমটির ক্ষেত্রে বিধেয় ক্রিয়ার সঙ্গে নঞর্থক শব্দ যোগ করতে হয়, দ্বিতীয়টির ক্ষেত্রে নঞর্থক শব্দ বর্জন করে 'আর' প্রভৃতি বাক্যালঙ্কার শব্দের আগমন ঘটাতে হয়।
যেমন:
• নির্দেশাত্মক: দেশপ্রেমিককে সবাই ভালোবাসে।
• প্রশ্নাত্মক: দেশপ্রেমিককে কে না ভালোবাসে?
তেমনই,
• নির্দেশাত্মক: তুমি বলেছিলে আগামীকাল আসবে।
• প্রশ্নাত্মক: তুমি না বলেছিলে আগামীকাল আসবে?
• সূত্র: রূপান্তরিত বাক্যে প্রয়োজনমতো 'কে', 'কি', 'কোথায়' ইত্যাদি প্রশ্নাত্মক শব্দ এবং প্রশ্ন (?) চিহ্ন বসাতে
হয়।
যেমন:
• নির্দেশাত্মক: কেউ মৃত্যুকে ফাঁকি দিতে পারে না।
• প্রশ্নাত্মক: কেউ কি মৃত্যুকে ফাঁকি দিতে পারে?
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 3 months ago
'তুমি আস, তবে আমি যাব।' কোন ধরনের বাক্য?
Created: 1 month ago
A
যৌগিক বাক্য
B
সরল বাক্য
C
জটিল বাক্য
D
খণ্ড বাক্য
• যৌগিক বাক্য:
দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। কমা (,), সেমিকোলন (;), কোলন(:), ড্যাশ (_) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
যেমন:
- তুমি আস, তবে আমি যাব।
- তিনি ধনী, কিন্তু দাতা নন।
- তার ভাই ঋণ করেছিলো, আর সে তা পরিশোধ করেছে।
- বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।
0
Updated: 1 month ago
কোনটি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়?
Created: 1 month ago
A
ক্রিয়া বিশেষণ
B
শব্দজোড়
C
কারক বিশ্লেষণ
D
যতিচিহ্ন
বাংলা ব্যাকরণে অর্থতত্ত্ব হলো এমন একটি অংশ যেখানে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। এতে শব্দার্থ, প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দজোড়, বাগধারা এবং অর্থগত ব্যঞ্জনা অন্তর্ভুক্ত থাকে। অন্যদিকে, বাক্যতত্ত্ব ও রূপতত্ত্বে ভিন্ন ভিন্ন বিষয় আলোচিত হয়।
-
অর্থতত্ত্বের আলোচ্য বিষয়:
-
শব্দ, বর্গ ও বাক্যের অর্থ
-
বিপরীত শব্দ
-
প্রতিশব্দ
-
শব্দজোড়
-
বাগধারা
-
শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা
-
-
বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়: যতিচিহ্ন, কারক বিশ্লেষণ
-
রূপতত্ত্বের আলোচ্য বিষয়: ক্রিয়া বিশেষণ
উৎস:
0
Updated: 1 month ago
'ধাম' শব্দের অর্থ কী?
Created: 1 month ago
A
অর্থ
B
বাসগৃহ
C
অনুজ্ঞা
D
নির্দেশ
‘ধাম’ শব্দের অর্থ হলো বাসগৃহ বা আলয়, অর্থাৎ কোনো ব্যক্তির বা জীবের বাসস্থান।
-
ধাম = বাসগৃহ, আলয়, আগার, বাসস্থান
অন্য শব্দ ও তাদের অর্থ:
-
আজ্ঞা = আদেশ, অনুজ্ঞা, হুকুম, নির্দেশ
-
কড়ি = কপর্দক, অর্থ, ধন
উৎস:
0
Updated: 1 month ago