Whom does Lady Macbeth frame for the murder of Duncan?
A
Malcolm and Donalbain
B
Duncan’s drunken chamberlains
C
The porter
D
Macbeth
উত্তরের বিবরণ
Lady Macbeth এর পরিকল্পনা হল প্রথমে Duncan-এর প্রহরীদের মাতাল করা যাতে তারা কিছুই বুঝতে না পারে। এরপর তাদের খঞ্জর ব্যবহার করে হত্যার ঘটনা ঘটানো হবে। সবশেষে, প্রহরীদের উপর রক্ত লাগিয়ে তাদের অপরাধী মনে করানো হবে। এইভাবে হত্যাকাণ্ডের দায়ভার অন্যের দিকে চাপানো হবে।
-
Getting Duncan's guards drunk যাতে তারা অচেতন থাকে।
-
Using their daggers for the murder অর্থাৎ হত্যার অস্ত্র হিসেবে তাদের খঞ্জর ব্যবহার করা।
-
Smearing them with blood তাদের অপরাধী প্রমাণ দেখানোর জন্য।
তাহলে সঠিক উত্তর দাড়ায়-Duncan’s drunken chamberlains
0
Updated: 1 month ago
Who tells Macbeth, “None of woman born shall harm Macbeth”?
Created: 2 months ago
A
First Witch
B
Apparition
C
Hecate
D
Lennox
Macbeth-এ ডাইনিদের ডাকা দ্বিতীয় আত্মা (Apparition) ম্যাকবেথকে ভবিষ্যদ্বাণী করে যে “কোনো নারীজাত থেকে জন্ম নেওয়া মানুষ তাকে ক্ষতি করতে পারবে না।” এই অস্পষ্ট বাণী ম্যাকবেথকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তোলে। পরে জানা যায়, ম্যাকডাফ সিজারিয়ান অপারেশনে জন্মেছিল, যা এই ভবিষ্যদ্বাণীকে সত্যি প্রমাণ করে এবং ম্যাকবেথের পতনের কারণ হয়।
3
Updated: 2 months ago
Why does Hamlet stage “The Mousetrap” play?
Created: 2 months ago
A
To entertain the court
B
To prove Claudius guilty by observing his reaction
C
To honor his father
D
To impress Ophelia
Hamlet নাটক মঞ্চস্থ করে Claudius-এর মুখভঙ্গি দেখে হত্যার প্রমাণ পেতে চায়।
1
Updated: 2 months ago
What was George Orwell’s real name?
Created: 1 month ago
A
Thomas Stearns Eliot
B
Eric Arthur Blair
C
William Golding
D
Aldous Huxley
George Orwell (মূল নাম: Eric Arthur Blair) একজন বিশিষ্ট ইংরেজ ঔপন্যাসিক, প্রাবন্ধিক এবং সমালোচক।
-
তিনি Animal Farm (1945) এবং Nineteen Eighty-Four (1949) উপন্যাসের জন্য বিশেষভাবে পরিচিত।
-
Nineteen Eighty-Four-এ তিনি একনায়কতন্ত্রের বিপদ ও ব্যক্তিস্বাধীনতার উপর হুমকি তুলে ধরেছেন।
-
তার প্রথম বই Down and Out in Paris and London (1933) “George Orwell” নামে প্রকাশিত হয়।
-
Orwell নামটি তিনি River Orwell (East Anglia) থেকে গ্রহণ করেন।
-
তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতা করে একজন সাহিত্যের রাজনৈতিক বিদ্রোহী হিসেবে আত্মপ্রকাশ করেন।
অন্যান্য উল্লেখযোগ্য রচনা:
-
A Clergyman’s Daughter (Novel)
-
A Hanging (Short Essay)
-
Burmese Days (Novel)
-
Coming Up for Air (Book)
1
Updated: 1 month ago