Whom does Lady Macbeth frame for the murder of Duncan?
A
Malcolm and Donalbain
B
Duncan’s drunken chamberlains
C
The porter
D
Macbeth
উত্তরের বিবরণ
Lady Macbeth এর পরিকল্পনা হল প্রথমে Duncan-এর প্রহরীদের মাতাল করা যাতে তারা কিছুই বুঝতে না পারে। এরপর তাদের খঞ্জর ব্যবহার করে হত্যার ঘটনা ঘটানো হবে। সবশেষে, প্রহরীদের উপর রক্ত লাগিয়ে তাদের অপরাধী মনে করানো হবে। এইভাবে হত্যাকাণ্ডের দায়ভার অন্যের দিকে চাপানো হবে।
-
Getting Duncan's guards drunk যাতে তারা অচেতন থাকে।
-
Using their daggers for the murder অর্থাৎ হত্যার অস্ত্র হিসেবে তাদের খঞ্জর ব্যবহার করা।
-
Smearing them with blood তাদের অপরাধী প্রমাণ দেখানোর জন্য।
তাহলে সঠিক উত্তর দাড়ায়-Duncan’s drunken chamberlains

0
Updated: 22 hours ago
'Venus and Adonis' is a/an ______ by Shakespeare.
Created: 1 month ago
A
history play
B
comedy
C
narrative poem
D
tragedy
'Venus and Adonis' - William Shakespeare-র লেখা একটি narrative poem.
Venus and Adonis:
- Shakespeare, Ovid’s Metamorphoses এর বই এর গল্প থেকে কবিতাটি লেখার জন্য ধারণা নিয়েছিলেন।
- এই কবিতাটি গ্রীক পুরাণের ভেনাস ও অ্যাডোনিস উপাখ্যানের উপর ভিত্তি করে রচিত যা একজন মানুষ এবং দেবীর মধ্যকার অসম প্রেম কাহিনীর বর্ণনা করে।
- কবিতার কেন্দ্রীয় চরিত্র Adonis হচ্ছে একজন অনিন্দ্য সুন্দর যুবক, শিকার করা যার পেশা আর ভেনাস হলেন goddess of love.
• ভেনাস, অ্যাডোনিসকে তার প্রেমে আকৃষ্ট করার চেষ্টা করেন কিন্তু অ্যাডোনিস শিকারে মনোনিবেশ করায় ভেনাসের প্রেমকে প্রত্যাখ্যান করেন। একদিন ভেনাস স্বপ্নে দেখেন শিকার করতে গিয়ে এডোনিসের মৃত্যু ঘটেছে এবং এ ব্যাপারে তিনি অ্যাডোনিসকে সতর্ক ও করেন। কিন্তু অ্যাডোনিস তাঁর কথা অমান্য করে শিকার করতে গেলে পরবর্তীতে অ্যাডোনিসকে একটি ভয়ঙ্কর বন্য শূকরের সাথে লড়াই করতে হয় এবং সেখানে তার মৃত্যু ঘটে।ভেনাস অতীব দুঃখিত হয়ে তার রক্তে ফুল ফোটান।
• এই কাব্যগ্রন্থে ভেনাসের অ্যাডোনিসের প্রতি অনুরাগ এবং তার মৃত্যুর পর গভীর শোক বর্ণিত হয়েছে। কবিতাটি প্রেম, কামনা এবং মৃত্যুর একটি উপাখ্যান।
• William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet লিখেছেন।
- কিন্তু apart from these sonnets, Shakespeare তিনটি narrative poem লিখেছেন।
• এগুলো হচ্ছে -
- Venus and Adonis,
- The Rape of Lucrece,
- A Lover's Complaint, ইত্যাদি।
• Shakespeare dedicated the poems Venus and Adonis and The Rape of Lucrece to Henry Wriothesley, 3rd earl of Southampton.
- উল্লেখ্য যে, Adonais নামে Percy Bysshe Shelley এর একটি কবিতা রয়েছে।
Source: Britannica and Venus and Adonis by William Shakespeare.

0
Updated: 1 month ago
'The Merchant of Venice' is a Shakespearean play about-
Created: 1 month ago
A
a Jew
B
a Moor
C
a Roman
D
a Turk
‘দ্য মার্চান্ট অফ ভেনিস’
-
The Merchant of Venice হল উইলিয়াম শেক্সপিয়রের একটি ট্র্যাজি-কৌমেডি নাটক।
-
মূল গল্পের কেন্দ্রবিন্দু একজন ইহুদি সুদখোর Shylock, যিনি নগদ ঋণ দিয়ে ব্যবসা চালান।
-
নাটকটি পাঁচটি অঙ্কে বিভক্ত এবং প্রায় ১৫৯৬–৯৭ সালের দিকে লেখা হয়।
প্রধান চরিত্রগুলো:
-
Antonio – একজন ভেনিসের ব্যবসায়ী
-
Shylock – ইহুদি মানিলেন্ডার
-
Portia – Antonio’র বন্ধু ও Bassanio’র প্রেমিকা
-
Bassanio – Antonio’র বন্ধু
-
Jessica – Shylock-এর মেয়ে
কিছু গুরুত্বপূর্ণ উক্তি:
-
“All that glisters is not gold.”
-
“The devil can cite Scripture for his purpose.”
-
“It is a wise father that knows his own child.”
-
“Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit.”
উৎস: Britannica

0
Updated: 1 month ago
Which of these meters is used in Shakespearean drama?
Created: 1 month ago
A
Trochaic Tetrameter
B
Dactylic Trimeter
C
Iambic Pentameter
D
Anapestic Dimeter

0
Updated: 1 month ago