“All the perfume of Arabia will not sweeten this little hand”-who said this?
A
Macbeth
B
Lady Macbeth
C
Lady Macduff
D
Macduff
উত্তরের বিবরণ
In Act 5, Scene 1, she speaks this line during her sleepwalking scene, যখন সে ঘুমহাঁটে চলার সময় obsessively চেষ্টা করে তার হাত থেকে King Duncan-এর কল্পিত রক্ত ধুয়ে ফেলার।
-
এটি তার মানসিক দুশ্চিন্তাকে প্রকাশ করে, যা guilt এবং অপরাধবোধের চূড়ান্ত অবস্থাকে দেখায়।
-
Sleepwalking-এর এই দৃশ্যে তার অভ্যন্তরীণ আতঙ্ক এবং অপরাধবোধ প্রকাশ পায়, যা Macbeth নাটকের মূল থিমের সাথে সংযুক্ত।
-
হাত ধোয়ার প্রতি তার অপনিবেশী আচরণ (obsessive action) মানসিক ভাঙনের প্রতীক।
এইভাবে, dialogue এবং তার আচরণ guilt-এর অবশিষ্ট ছাপ এবং মানব মনোবিজ্ঞানের জটিলতা প্রকাশ করে।
0
Updated: 1 month ago
Why does Laertes return to Denmark in Act IV?
Created: 2 months ago
A
To claim the throne
B
To avenge his father’s death
C
To rescue Ophelia
D
To help Hamlet
Polonius-এর মৃত্যুর খবর শুনে Laertes প্রতিশোধ নিতে ফিরে আসে।
0
Updated: 2 months ago
Who delivers the final blow to Macbeth?
Created: 2 months ago
A
Banquo
B
Macduff
C
Malcolm
D
Siward
ম্যাকডাফ যুদ্ধক্ষেত্রে ম্যাকবেথকে হত্যা করে। সিজারিয়ান জন্মের কারণে সে ডাইনিদের ভবিষ্যদ্বাণীকে অতিক্রম করতে পারে। এটি ম্যাকবেথের পতনের চূড়ান্ত মুহূর্ত।
2
Updated: 2 months ago
Why can Macduff kill Macbeth despite the prophecy?
Created: 3 months ago
A
He uses magic
B
He was born by C-section
C
He is a king
D
He tricks him
শেক্সপিয়রের "Macbeth" নাটকে ভবিষ্যদ্বাণীতে বলা হয়:
"None of woman born shall harm Macbeth."
এটি শুনে ম্যাকবেথ আত্মবিশ্বাসী হয়ে ওঠে, কারণ সে ভাবে সকল মানুষই তো মায়ের গর্ভ থেকে জন্ম নেয়, তাই কেউই তাকে হত্যা করতে পারবে না।
কিন্তু শেষে দেখা যায়, Macduff বলেন:
"Macduff was from his mother's womb untimely ripped."
অর্থাৎ, Macduff স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্মায়নি, বরং সিজারিয়ান (C-section) অপারেশনের মাধ্যমে জন্মেছিলো। তাই, সে ভবিষ্যদ্বাণীর বাইরে পড়ে, এবং ম্যাকবেথকে হত্যা করতে পারে।
এই কারণেই ভবিষ্যদ্বাণী সত্য হয়, কিন্তু ভিন্ন অর্থে – যেটা ম্যাকবেথ বুঝতে পারেনি।
সংক্ষেপে: Macduff সিজারিয়ানে জন্ম নেওয়ায় "woman born" এর ব্যতিক্রম হিসেবে গণ্য হয়, তাই সে Macbeth-কে হত্যা করতে পারে
1
Updated: 3 months ago