Somnambulism” can be related to which character?
A
Hamlet
B
Miranda
C
Lady Macbeth
D
Banquo
উত্তরের বিবরণ
Somnambulism হলো sleepwalking-এর মেডিক্যাল টার্ম। Act 5, Scene 1-এ, একটি doctor এবং gentlewoman Lady Macbeth-কে sleepwalking এবং sleep-talking করতে দেখেন। সে তার হাত থেকে কাল্পনিক রক্ত মুছার চেষ্টা করছে, যা তার guilt বা অপরাধবোধের প্রতিফলন।
-
Somnambulism মানে মানুষের অবচেতনে হাঁটা বা ঘুমন্ত অবস্থায় চলাফেরা।
-
Lady Macbeth যখন ঘুমের মধ্যে রক্ত মুছার চেষ্টা করছে, এটি প্রমাণ করছে যে সে মানসিক কষ্ট এবং হত্যার অপরাধবোধ অনুভব করছে।
-
Doctor এবং gentlewoman-র পর্যবেক্ষণ দেখায় তার মনের অস্থিরতা এবং অপরাধের চাপ তার উপর কতটা প্রভাব ফেলেছে।
0
Updated: 1 month ago
Why does Cordelia return to England with an army?
Created: 1 month ago
A
To confront Edmund personally
B
To punish her sisters for stealing her inheritance
C
To rescue her father, Lear, and restore order
D
To claim the throne for herself
কর্ডেলিয়া তার সেনাবাহিনী নিয়ে ফিরে আসে লিয়ারকে রক্ষা এবং রাজ্যের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য। তিনি ন্যায় ও সততার প্রতীক।
তার আগমন নাটকের নৈতিক ও রাজনৈতিক থিমকে শক্তিশালী করে।
Cordelia-এর সাহস ও কর্তব্যবোধ লিয়ারের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে।
এটি নাটকের ট্র্যাজিক সমাপ্তি এবং ন্যায়বোধের থিমকে ফুটিয়ে তোলে।
শেক্সপিয়ার দেখিয়েছেন সত্যিকারের ন্যায়বোধ সংঘাতের মাঝেও দৃঢ়তা আনে।
0
Updated: 1 month ago
Which is known as Shakespeare's swan-song?
Created: 1 month ago
A
Hamlet
B
Othello
C
The Tempest
D
A Comedy of Error
The Tempest হলো উইলিয়াম শেক্সপিয়রের রচিত পাঁচ অঙ্কের নাটক। এটি প্রায় ১৬১১ সালে রচিত ও মঞ্চস্থ হয় এবং ১৬২৩ সালে ফার্স্ট ফোলিওতে প্রকাশিত হয়। নাটকটিকে শেক্সপিয়রের “swan song” বা শেষ একক রচনা হিসেবে ধরা হয়। অনেক পণ্ডিত মনে করেন, শেক্সপিয়র এটি থিয়েটারের প্রতি তার বিদায়বাণী হিসেবে রচনা করেছিলেন। নাটকের মূল থিমগুলোর মধ্যে রয়েছে ক্ষমা ও পুনর্মিলন, প্রেম, জাদু ও ন্যায়বিচার।
মূল চরিত্রসমূহ:
-
Prospero (Duke)
-
Miranda (Heroine)
-
Ariel (Supernatural creature – সদাচারী)
-
Caliban (Supernatural creature – খারাপ চরিত্র)
-
Antonio (Duke-এর ভাই ও খলনায়ক)
-
Ferdinand (Hero)
-
Gonzalo ইত্যাদি
সার-সংক্ষেপ:
-
ডিউক প্রোস্পেরো ও তার কন্যা মিরান্ডা, প্রোস্পেরোর ছোট ভাই অ্যান্টোনিওর ষড়যন্ত্রের ফলে এক দূরবর্তী দ্বীপে নির্বাসিত হন।
-
প্রোস্পেরোকে অতিপ্রাকৃত শক্তিধর হিসেবে দেখানো হয়েছে, যার নিয়ন্ত্রণে রয়েছে দুটি অতিপ্রাকৃত সত্তা – Ariel ও Caliban।
-
নাটকের শুরুতেই প্রোস্পেরো তার জাদু ও জাদুমন্ত্র ব্যবহার করে সমুদ্রে একটি ভয়াবহ ঝড় (Tempest) তোলে, যার ফলে অ্যান্টোনিও এবং অন্যান্য চরিত্ররা জাহাজ দুর্ঘটনায় পড়ে এবং দ্বীপে পৌঁছায়।
কিছু বিখ্যাত উক্তি:
-
"Hell is empty and all the devils are here."
-
"We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep."
-
"This thing of darkness, I acknowledge mine."
-
"O, brave new world, that has such people in it!"
-
"Awake, dear heart, awake. Thou hast slept well. Awake."
-
"Misery acquaints a man with strange bedfellows."
William Shakespeare (1564–1616)
-
English কবি, নাট্যকার ও অভিনেতা।
-
Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করেন; তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
-
মোট ১৫৪টি sonnet এবং ৩৭টি নাটক লিখেছেন।
-
এছাড়া Long narrative poem ও রচনা করেছেন।
উৎস:
0
Updated: 1 month ago
'The Merchant of Venice' is a Shakespearean play about-
Created: 2 months ago
A
a Jew
B
a Moor
C
a Roman
D
a Turk
‘দ্য মার্চান্ট অফ ভেনিস’
-
The Merchant of Venice হল উইলিয়াম শেক্সপিয়রের একটি ট্র্যাজি-কৌমেডি নাটক।
-
মূল গল্পের কেন্দ্রবিন্দু একজন ইহুদি সুদখোর Shylock, যিনি নগদ ঋণ দিয়ে ব্যবসা চালান।
-
নাটকটি পাঁচটি অঙ্কে বিভক্ত এবং প্রায় ১৫৯৬–৯৭ সালের দিকে লেখা হয়।
প্রধান চরিত্রগুলো:
-
Antonio – একজন ভেনিসের ব্যবসায়ী
-
Shylock – ইহুদি মানিলেন্ডার
-
Portia – Antonio’র বন্ধু ও Bassanio’র প্রেমিকা
-
Bassanio – Antonio’র বন্ধু
-
Jessica – Shylock-এর মেয়ে
কিছু গুরুত্বপূর্ণ উক্তি:
-
“All that glisters is not gold.”
-
“The devil can cite Scripture for his purpose.”
-
“It is a wise father that knows his own child.”
-
“Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit.”
উৎস: Britannica
0
Updated: 2 months ago