After reading Macbeth's letter about the prophecies, what does Lady Macbeth fear about her husband's character?
A
That he is too ambitious and will act rashly.
B
That he is "too full o' th' milk of human kindness" to seize the crown.
C
That he does not truly love her enough to make her queen.
D
That he is a coward who will flee at the first sign of conflict.
উত্তরের বিবরণ
Lady Macbeth-এর প্রতিক্রিয়া যখন তিনি জাদুকরদের পূর্বাভাস সম্পর্কে ম্যাকবেথের চিঠি পড়েন, তা এক গভীর অন্তর্দৃষ্টির মুহূর্ত। তিনি এক বিশিষ্ট সোলিলোকুই (একক বক্তৃতা) দেন, যেখানে ম্যাকবেথের চরিত্র বিশ্লেষণ করেন এবং তার ক্ষমতার প্রতি দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন।
-
ম্যাকবেথের আকাঙ্ক্ষা: Lady Macbeth মনে করেন যে ম্যাকবেথ রাজা হতে খুবই আকাঙ্ক্ষী। তিনি বলেন:
"Glamis thou art, and Cawdor, and shalt be / What thou art promised."
অর্থাৎ, ম্যাকবেথ ইতিমধ্যেই গ্ল্যামিস ও কাউডর-এর মর্যাদা অর্জন করেছেন এবং ভবিষ্যতে যেটা প্রতিশ্রুত হয়েছে তা হবে। -
ম্যাকবেথের দুর্বলতা: তাঁর মতে, ম্যাকবেথের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো তার অন্তর্নিহিত সততা ও মানবিক সদয় প্রকৃতি, যা তাকে সরাসরি এবং দ্রুত রাজপদ লাভের পথে যেতে বাধা দিতে পারে। তিনি বলেন:
"Yet do I fear thy nature; It is too full o' th' milk of human kindness To catch the nearest way."
অর্থাৎ, ম্যাকবেথ খুবই সদয় ও নৈতিক, তাই সে সহজ এবং দ্রুত উপায়ে ক্ষমতা অর্জনের জন্য প্রয়োজনীয় কঠোরতা ও নিষ্ঠুরতা দেখাতে পারে না। -
সারমর্ম: Lady Macbeth বিশ্বাস করেন যে, যদি ম্যাকবেথ সরাসরি throne-এর পথে এগোনোর জন্য যথেষ্ট নৃশংস ও দৃঢ় না হন, তবে তাকে প্ররোচিত করতে হবে। তিনি নিজের দৃষ্টি ও কৌশল ব্যবহার করে তাকে সেই পথে পরিচালিত করার পরিকল্পনা করেন।
এই দৃশ্যে Lady Macbeth-এর চরিত্রের দৃঢ়তা, উচ্চাকাঙ্ক্ষা এবং প্ররোচনার ক্ষমতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
0
Updated: 1 month ago
Why does Hamlet delay in killing Claudius?
Created: 2 months ago
A
He lacks proof of guilt
B
He is afraid of punishment
C
He is indecisive and overthinks
D
He waits for his mother’s consent
হ্যামলেটের মূল ট্র্যাজিক ত্রুটি হলো দ্বিধা। সে প্রতিশোধ নিতে চাইলেও অতিরিক্ত চিন্তা ও সন্দেহের কারণে বারবার দেরি করে। এই বিলম্ব নাটকের ট্র্যাজিক গতি বাড়ায় এবং শেষে ভয়াবহ মৃত্যুর দৃশ্য তৈরি করে।
0
Updated: 2 months ago
Who wrote "All's Well That Ends Well"?
Created: 3 months ago
A
Christopher Marlowe
B
William Shakespeare
C
W. B Yeats
D
Jonathan Swift
The correct answer is - খ) William Shakespeare.
• All's Well That Ends Well
- 'All's Well That Ends Well' (১৬০১-০৫) শেক্সপিয়রের একটি কমেডি নাটক, যার মূল কাহিনি Giovanni Boccaccio's Decameron থেকে নেওয়া।
- গল্পের নায়িকা হেলেনা, এক বিখ্যাত চিকিৎসকের কন্যা, যিনি সদ্যপ্রয়াত রসিলিয়নের তরুণ কাউন্ট এর (Bertram) প্রেমে পড়ে।
- Bertram হেলেনার সামাজিক অবস্থান মেনে না নিয়ে ফ্রান্সের রাজদরবারে চলে যায়, কিন্তু হেলেনা তার বাবার ঔষধ দিয়ে অসুস্থ রাজাকে ভালো করে তোলে ও পুরস্কার হিসেবে বর বেছে নিতে চায় সে বেছে নেয় Bertram.
- Bertram বিয়েতে বাধ্য হলেও তাসকানিতে যুদ্ধে পালিয়ে যায়, এবং চিঠিতে জানায় হেলেনা তখনই তার স্ত্রী হবে, যখন সে Bertram-এর আংটি পাবে ও তার সন্তানের মা হবে।
- হেলেনা তীর্থযাত্রীর ছদ্মবেশে তাসকানিতে যায়, দেখে Bertram এক মেয়ের (Diana) প্রেমে পড়ে, তখন সে নিজের মৃত্যুর গুজব ছড়ায় ও রাতে Diana-র জায়গায় Bertram-এর সঙ্গে মিলিত হয়, আংটি পায় ও নিজের আংটি তাকে দেয়।
- শেষমেশ, যখন Bertram রসিলিয়নে ফিরে আসে, রাজা আংটি দেখে সন্দেহ করে, তখন হেলেনা উপস্থিত হয়ে নিজের চালাকি খোলসা করে ও স্বামী হিসেবে Bertram-কে দাবি করে।
• William Shakespeare (1564 - 1616)
- তিনি একজন কবি, নাট্যকার, অভিনেতা।
- তিনি ইংল্যান্ডের “ইংরেজ জাতীয় কবি” নামে পরিচিত।
- পৃথিবীর সর্বকালের সেরা নাট্যকার হিসেবে বিবেচিত।
- তিনি তীক্ষ্ণ বুদ্ধি, দূরদর্শী মানসিকতা, এবং কাব্যিক শক্তি নিয়ে লিখতেন।
- অন্য লেখকরাও এই গুণের অধিকারী, কিন্তু Shakespeare মানুষের আবেগ ও সংঘাতের পূর্ণ জগতকে স্পর্শ করেছেন।
- ভাষা, শব্দ, এবং ছবির (image) ব্যবহারে তিনি অসাধারণ, যা সহজেই পাঠকের বা দর্শকের মনে গেঁথে যায়।
- তার সৃষ্টিশক্তি বইপত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না; নাট্য মঞ্চের জীবন্ত চরিত্রে প্রকাশ পেত।
- তার নাটক মানুষের সহানুভূতি জাগায় এবং দর্শককে অংশগ্রহণের সুযোগ দেয়।
• Notable Works:
Play
- A Midsummer Night’s Dream,
- All’s Well That Ends Well,
- Antony and Cleopatra,
- As You Like It,
- Hamlet,
- Henry IV, Part 1,
- Henry IV, Part 2,
- Henry V,
- Henry VI, Part 1,
- Henry VI, Part 2,
- Henry VI, Part 3,
- Henry VIII
- Julius Caesar,
- King John,
- King Lear,
- Love’s Labour’s Lost,
- Macbeth,
- Measure for Measure,
- Much Ado About Nothing,
- Othello,
- Richard III,
- The Taming of the Shrew,
- The Tempest.
Source: Britannica.
0
Updated: 3 months ago
How does Lear plan on spending his remaining years?
Created: 1 month ago
A
Relaxing in France
B
Visiting his daughters
C
Writing his memoirs
D
Making religious pilgrimages
শেকসপিয়ারের King Lear নাটকের প্রথম দৃশ্যে (Act 1, Scene 1) লিয়ার ঘোষণা করেন যে তিনি অবসর গ্রহণ করতে যাচ্ছেন এবং তার রাজ্য তার তিন কন্যার মধ্যে ভাগ করবেন। তিনি তার দুই বড় কন্যা, Goneril এবং Regan-কে সমস্ত ভূমি দেওয়ার পর তার অবসর পরিকল্পনা প্রকাশ করেন। তিনি বলেন যে:
-
তিনি রাজা হওয়ার দায়িত্ব ত্যাগ করবেন, তবে রাজা হিসেবে সম্মান ও মর্যাদা বজায় রাখবেন।
-
তিনি নিজের 100 জন নাইটের ব্যক্তিগত প্রহরী রাখবেন।
-
তিনি এবং তার নাইটরা তার কন্যাদের সাথে বসবাস করবেন, প্রতি মাসে তাদের বাড়ি ঘুরে ঘুরে।
-
তার নিজের ভাষায়, তিনি বলেন: "by monthly course... make our abode with you by due turns.", অর্থাৎ প্রতি মাসে পর্যায়ক্রমে তার কন্যাদের বাড়িতে থাকবেন।
এই দৃশ্যটি লিয়ারের অহঙ্কার, ক্ষমতার প্রতি আকাঙ্ক্ষা এবং তার কন্যাদের প্রতি তার বিশ্বাসের সূচনা হিসেবে কাজ করে।
0
Updated: 1 month ago