"Fair is foul, and foul is fair" Who said this?
A
Three witches
B
Ariel
C
Lady Macbeth
D
Regan
উত্তরের বিবরণ
"Fair is foul, and foul is fair" হলো Macbeth নাটকের মূল থিম। এটি তিনজন witches-এর মুখে বলা হয় এবং নাটকের কাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
এটি নির্দেশ করে যে বস্তুর প্রকৃতি প্রায়শই ভিন্ন মনে হয় (Appearance vs. Reality)।
-
ভালো ও মন্দ উল্টো হয়ে যাচ্ছে, অর্থাৎ যা ভালো মনে হয় তা মন্দ হতে পারে।
-
এটি Macbeth-এর নিজের যাত্রার পূর্বাভাস দেয়, যিনি একসময় একজন নিষ্ঠাবান ("fair") নায়ক ছিলেন, পরে হয়ে যান হত্যাকারী ("foul") নরপতি।
0
Updated: 1 month ago
Who speaks the last words in Hamlet?
Created: 4 weeks ago
A
Hamlet
B
Horatio
C
Fortinbras
D
Ambassador
নাটক Hamlet-এর শেষ সংলাপটি বলেন Fortinbras। পুরো নাটকজুড়ে মৃত্যুর পর মৃত্যু ঘটলেও, শেষ মুহূর্তে Fortinbras-এর উপস্থিতি ডেনমার্কে নতুন শাসনের সূচনা নির্দেশ করে। তাঁর শেষ বাক্যটি নাটকের সমাপ্তিকে সামরিক মর্যাদা ও শোকের এক আবহে সম্পূর্ণ করে।
-
Hamlet, Laertes, Gertrude এবং Claudius-এর মৃত্যুর পর Fortinbras রাজপ্রাসাদে প্রবেশ করে এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়।
-
তিনি নির্দেশ দেন, “Go, bid the soldiers shoot,” যা Hamlet-এর জন্য সামরিক সম্মানের প্রতীক।
-
এই সংলাপের মাধ্যমে Shakespeare দেখিয়েছেন যে, মৃত্যু ও ধ্বংসের পরও রাজনৈতিক স্থিতি ও শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।
0
Updated: 4 weeks ago
Why does Macbeth decide to have Banquo killed
Created: 2 months ago
A
Banquo is a political threat
B
Banquo’s heirs are prophesied to be kings
C
Banquo might suspect his crime
D
Banquo knows the prophecy
Macbeth আশঙ্কা করে যে ডাইনিদের ভবিষ্যদ্বাণী অনুযায়ী Banquo-র সন্তানরা একদিন রাজা হবে। যেহেতু Macbeth-এর নিজের কোনো উত্তরাধিকারী নেই, তাই সে ভাবে, রাজা Duncan-কে হত্যা করে আসলে Banquo-র বংশের জন্যই পথ খুলে দিয়েছে। নিজের সিংহাসন রক্ষা করতে সে Banquo এবং তার ছেলে Fleance-কে হত্যা করার সিদ্ধান্ত নেয়।
1
Updated: 2 months ago
Who is the rightful Duke of Milan in The Tempest?
Created: 2 months ago
A
Antonio
B
Prospero
C
Sebastian
D
Alonso
Prospero আসলে মিলানের প্রকৃত ডিউক। তাঁর ভাই Antonio তাকে সিংহাসনচ্যুত করে সাগরে ভাসিয়ে দেয়। তবে Prospero জাদুর শক্তি ব্যবহার করে দ্বীপে নিজের কর্তৃত্ব গড়ে তোলে। নাটকের মূল সংঘাত এই ক্ষমতা দখল ও পুনরুদ্ধার কেন্দ্র করেই ঘোরে, তাই Prospero প্রকৃত ডিউক।
1
Updated: 2 months ago