How many soliloquies are there in “Hamlet”?
A
5
B
6
C
3
D
7
উত্তরের বিবরণ
হ্যামলেট নাটকে মোট সাতটি সলিলোকুই রয়েছে, যা চরিত্রটির অন্তর্দৃষ্টি, আবেগগত অবস্থা এবং পরিস্থিতি সম্পর্কে তার ক্রমবর্ধমান উপলব্ধিকে প্রকাশ করে।
-
“O that this too too sullied flesh would melt”
-
“O all you host of heaven”
-
“O, what a rogue and peasant slave am I”
-
“To be, or not to be”
-
“’Tis given out that, sleeping, I was murdered”
-
“Now might I do it pat”
-
“How all occasions do inform against me”
এই সলিলোকুইগুলো হ্যামলেটের মনের দ্বন্দ্ব, জীবন ও মৃত্যুর অর্থ নিয়ে তার ভাবনা, প্রতিশোধ গ্রহণের সংকট এবং ধীরে ধীরে তার মানসিক পরিপক্বতাকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে।

0
Updated: 22 hours ago
Which of the following describes a primary theme explored through Prospero's journey in "The Tempest"?
Created: 2 weeks ago
A
The corrupting nature of absolute power
B
The conflict between nature and nurture
C
The superiority of vengeance over virtue
D
The power of forgiveness and reconciliation
পুরো নাটকটি Prospero-এর চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগিয়ে চলে। তিনি বছরগুলো ধরে তাদের প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেছেন যারা তাকে অন্যায় করেছে এবং তাদের পুরোপুরি তার দয়া-ক্ষমতার মধ্যে রেখেছেন।
তবে, Ariel-এর প্রতি দয়া ও মানুষের প্রতি সহানুভূতির কারণে Prospero সিদ্ধান্ত নেন তাদের ক্ষমা করার, এবং ঘোষণা করেন যে "The rarer action is in virtue than in vengeance"। তার এই শত্রুদের প্রতি ক্ষমা প্রদানের সিদ্ধান্তই নাটকের নৈতিক চূড়ান্ত মুহূর্ত।
• নাটকের মূল থিম হলো ক্ষমা বনাম প্রতিশোধ।
• Prospero প্রতিশোধের পরিবর্তে ক্ষমা বেছে নেন।
• Ariel-এর সহানুভূতি Prospero-এর সিদ্ধান্তে প্রভাব ফেলে।
• নাটকের মোরাল বা শিক্ষাটি হলো সত্যিকারের সাহস এবং মহৎ কাজ হলো ক্ষমাশীল হওয়া, প্রতিশোধ নেওয়ার চেয়ে।

0
Updated: 14 hours ago
Which character is the heroine character from ‘As You Like It’ written by Shakespeare?
Created: 5 days ago
A
Portia
B
Rosalind
C
Viola
D
Ophelia
Rosalind হলো William Shakespeare-এর কমেডি ‘As You Like It’-এর প্রধান নারী চরিত্র। নাটকটি একটি pastoral comedy, যা ৫টি acte বিশিষ্ট এবং ১৫৯৮–১৬০০ সালের মধ্যে রচিত। ১৬২৩ সালে এটি First Folio-তে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়। কাহিনীর প্রধান অংশ ঘটে The Forest of Arden নামে একটি কাল্পনিক জঙ্গলে, যেখানে Orlando এবং Rosalind-এর প্রেমের গল্প, পরিবারিক ক্ষমতার দ্বন্দ্ব, এবং নানা নাটকীয় ঘটনার মাধ্যমে প্রেমিক যুগলের পরিণতি ফুটে ওঠে।
-
As You Like It-এর মূল বিষয়বস্তু:
-
Romantic comedy ধাঁচের নাটক
-
Orlando এবং Rosalind-এর প্রেমের গল্প
-
Duke Frederick তার বড় ভাই Duke Senior কে নির্বাসিত করে
-
Orlando কে তার ছোট ভাই Oliver ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে
-
Oliver এবং Celia পরস্পরের প্রেমে পড়ে
-
আর্ডেনের জঙ্গলে প্রেমিক যুগলের প্রেম পরিণতি পায়
-
-
প্রধান চরিত্রসমূহ:
-
Rosalind (Heroine)
-
Celia (Rosalind-এর cousin)
-
Orlando (Male lead)
-
Oliver
-
Duke Senior
-
Duke Frederick
-
Touchstone
-
Audrey
-
-
বিখ্যাত উক্তি:
-
“All the world's a stage And all the men and women are merely players.”
-
“Sweet are the uses of adversity.”
-
“Love is merely a madness.”
-
“To the last gasp with truth and loyalty.”
-
“I'll have no husband, if you be not he.”
-
“Under the greenwood tree who loves to die with me, and turn his merry note.”
-
-
William Shakespeare (1564–1616):
-
English poet, dramatist, এবং actor
-
English National Poet; জন্মস্থান: Stratford-upon-Avon (Bard of Avon বা Swan of Avon)
-
সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পরিচিত
-
সাহিত্যকর্ম: ৩৭টি play, ১৫৪টি sonnet, long narrative poems
-
পরিচিত মূলত drama এবং sonnet-এর জন্য
-
-
বিখ্যাত কমেডি নাটকসমূহ:
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
A Midsummer Night's Dream
-

0
Updated: 5 days ago
What is the "divided duty" that Desdemona speaks of to her father?
Created: 2 weeks ago
A
Her duty to Venice versus her duty to Cyprus.
B
Her duty to her father versus her duty to her husband, Othello.
C
Her duty to her faith versus her duty to her marriage
D
Her duty to help Cassio versus her duty to obey Othello.
Othello নাটকে ডেসডিমোনা যখন ভেনিসের ডিউকের সামনে তার বাবার অভিযোগের জবাব দিতে আসে, তখন সে খুবই calm eloquence অর্থাৎ শান্ত কিন্তু স্পষ্টভাষীভাবে নিজের বক্তব্য প্রকাশ করে। এখানে আমরা দেখতে পাই তার সাহস, আত্মবিশ্বাস এবং নিজের সিদ্ধান্তের প্রতি দৃঢ়তা।
-
সে প্রথমেই স্বীকার করে যে তার life and education বা জীবন ও শিক্ষার জন্য বাবার কাছে তার কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করা উচিত।
-
তবে এরপর যুক্তি দিয়ে বলে যে এখন তার আরও বড় দায়িত্ব তার স্বামীর প্রতি, কারণ বিয়ের পর স্বামী-স্ত্রীর সম্পর্কই সর্বোচ্চ অগ্রাধিকার পায়।
-
সে উদাহরণ হিসেবে নিজের মায়ের কথা তুলে ধরে, যিনি একসময় তার স্বামী Brabantio-কে নিজের বাবার ওপর অগ্রাধিকার দিয়েছিলেন।
-
এই বক্তব্যের মাধ্যমে ডেসডিমোনা প্রমাণ করে যে সে শুধু অনুগত মেয়ে নয়, বরং একজন woman of strength and conviction, যিনি নিজের পছন্দকে রক্ষা করতে ভয় পান না।

0
Updated: 14 hours ago