The Ghost in “Hamlet” is first spotted in-
A
In the graveyard
B
Outside the castle
C
On the Deck of the Ship
D
None of this is correct
উত্তরের বিবরণ
হ্যামলেট নাটকে ভূতের আবির্ভাবের স্থান সম্পর্কে বলা যায় যে ভূত প্রথমে এলসিনোর প্রাসাদের প্রহরীর প্ল্যাটফর্মে দেখা যায়, অর্থাৎ প্রাসাদের বাইরে। এ দৃশ্য নাটকের শুরুতেই উপস্থাপিত হয় এবং এর মাধ্যমে নাটকের রহস্যময় আবহ তৈরি হয়।
-
ভূত প্রথমে প্রহরী বার্নার্ডো ও মার্সেলাসের সাথে হোরেশিও দেখে।
-
এটি সদ্য মৃত রাজা হ্যামলেটের মতো দেখতে এবং প্রাসাদের প্রাচীরের উপর আবির্ভূত হয়।
-
ঘটনাগুলো ঘটে Act 1, Scene 1-এ।
-
পরে হোরেশিও রাজপুত্র হ্যামলেটকে সব জানায় এবং হ্যামলেট নিজেই ভূত দেখার সিদ্ধান্ত নেয়।
সঠিক উত্তর: b) outside the castle

0
Updated: 22 hours ago
“Nothing will come of nothing.” — এই লাইনটি কে বলেছেন?
Created: 1 month ago
A
Lear to Cordelia
B
Lear to Kent
C
Cordelia to Lear
D
Gloucester to Edmund
Lear এই কথা Cordelia-কে প্রথম অঙ্কে ভালোবাসার পরীক্ষার সময় বলেন। তিনি বোঝাতে চান, যদি Cordelia কিছু না বলে, তবে সে কিছুই পাবে না। এটি নাটকের স্বার্থপরতা ও অহংকারের সূচনা মুহূর্ত।

1
Updated: 1 month ago
Who is the first to be murdered by Macbeth?
Created: 1 month ago
A
Duncan
B
Banquo
C
Macduff’s family
D
The guards
ম্যাকবেথ আগে রাজা ডানকানকে হত্যা করে। রাজা ডানকানকে হত্যার পর ম্যাকবেথ রাজার প্রহরীদের হত্যা করে। সে এই কাজটি করে যেন তাদেরকে হত্যার দায়ে দোষারোপ করে নিজের অপরাধ আড়াল করতে পারে। এই হত্যাকাণ্ড তার নৈতিক পতনের সূচনা এবং পরবর্তী রক্তপাতের পথ প্রশস্ত করে।

1
Updated: 1 month ago
How does Prospero control Caliban, Trinculo, and Stephano during their plot?
Created: 1 month ago
A
With soldiers
B
With magic illusions and spirits
C
With Miranda’s help
D
With Ariel’s songs
Prospero জাদু ব্যবহার করে Caliban, Trinculo ও Stephano-কে প্রতারিত করে। তারা ভেবেছিল Prospero-কে হত্যা করতে পারবে, কিন্তু বিভ্রম ও আত্মাদের সাহায্যে Prospero তাদের দমন করে। এই ঘটনা জাদুর শক্তি এবং প্রতারণার মাধ্যমে শত্রু পরাস্ত করার প্রতীক।

1
Updated: 1 month ago