The Ghost in “Hamlet” is first spotted in-
A
In the graveyard
B
Outside the castle
C
On the Deck of the Ship
D
None of this is correct
উত্তরের বিবরণ
হ্যামলেট নাটকে ভূতের আবির্ভাবের স্থান সম্পর্কে বলা যায় যে ভূত প্রথমে এলসিনোর প্রাসাদের প্রহরীর প্ল্যাটফর্মে দেখা যায়, অর্থাৎ প্রাসাদের বাইরে। এ দৃশ্য নাটকের শুরুতেই উপস্থাপিত হয় এবং এর মাধ্যমে নাটকের রহস্যময় আবহ তৈরি হয়।
-
ভূত প্রথমে প্রহরী বার্নার্ডো ও মার্সেলাসের সাথে হোরেশিও দেখে।
-
এটি সদ্য মৃত রাজা হ্যামলেটের মতো দেখতে এবং প্রাসাদের প্রাচীরের উপর আবির্ভূত হয়।
-
ঘটনাগুলো ঘটে Act 1, Scene 1-এ।
-
পরে হোরেশিও রাজপুত্র হ্যামলেটকে সব জানায় এবং হ্যামলেট নিজেই ভূত দেখার সিদ্ধান্ত নেয়।
সঠিক উত্তর: b) outside the castle
1
Updated: 1 month ago
Claudius is a character from:
Created: 1 month ago
A
Comedy of Errors
B
As you like it
C
Macbeth
D
Hamlet
Hamlet এবং William Shakespeare
Hamlet (Tragedy):
-
Hamlet হল Shakespeare রচিত tragedy-এর অন্যতম প্রধান নাটক।
-
কাহিনি শুরু হয় যখন Hamlet জার্মানি থেকে ফিরে আসে তার বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে তার চাচা Claudius তার মা Gertrude কে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
-
Hamlet এরপর তার বাবার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং নানা ঘটনা প্রবাহের মাধ্যমে tragedy-এর কাহিনি এগিয়ে চলে।
-
নাটকে antagonist বা ভিলেন হিসেবে দেখানো হয়েছে Claudius কে।
-
শেষাংশে Hamlet-এর মৃত্যু এর মধ্য দিয়ে নাটক সমাপ্ত হয়।
Characters of Hamlet:
-
Hamlet
-
Ophelia (Heroine)
-
Claudius
-
Gertrude
-
Horatio (Hamlet-এর বিশ্বস্ত বন্ধু)
-
Polonius (Ophelia-এর পিতা)
-
Laertes (Ophelia-এর চাচা) ইত্যাদি
Famous quotations from Hamlet:
-
Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
-
To be or not to be, that is the question.
-
Frailty, thy name is woman.
-
Brevity is the soul of wit. Listen to many, speak to a few.
-
Though this be madness, yet there is method in't.
-
Conscience doth make cowards of us all.
-
There is divinity that shapes our end.
William Shakespeare (1564-1616):
-
William Shakespeare একজন English poet, dramatist, এবং actor।
-
তাকে 'English National Poet' বলা হয়।
-
Stratford-upon-Avon-এ জন্মগ্রহণের কারণে তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
-
Shakespeare-কে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
-
তিনি মূলত Drama এবং Sonnet-এর জন্য পরিচিত।
-
মোট লিখেছেন ৩৭টি play এবং ১৫৪টি sonnet, এছাড়া কিছু Long narrative poem।
Notable Works of Shakespeare:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream ইত্যাদি
0
Updated: 1 month ago
Who imprisons Ariel before Prospero frees him?
Created: 2 months ago
A
Antonio
B
Sycorax
C
Caliban
D
Gonzalo
Ariel-কে ডাইনী Sycorax একটি ফাঁপা গাছে বন্দি করেছিল কারণ সে তার দুষ্ট কাজ মানতে চায়নি। বহু বছর সেখানে আটক থাকার পর Prospero এসে তাকে মুক্ত করে। তাই Ariel Prospero-র কাছে কৃতজ্ঞ, যদিও পরে স্বাধীনতার দাবি তোলে।
1
Updated: 2 months ago
Who
betrays Othello?
Created: 2 months ago
A
Iago
B
Cassio
C
Roderigo
D
Brabantio
0
Updated: 2 months ago