Setting of “Hamlet” is in-
A
Denmark
B
England
C
Scotland
D
Poland
উত্তরের বিবরণ
হ্যামলেট নাটকের সম্পূর্ণ ঘটনাপ্রবাহ ডেনমার্কের রাজদরবারে, বিশেষভাবে এলসিনোর দুর্গে সংঘটিত হয়। নাটকের মূল চরিত্রগুলো সবাই ডেনমার্কের রাজপরিবারের সদস্য।
-
হ্যামলেট ডেনমার্কের রাজপুত্র।
-
তার পিতা ছিলেন ডেনমার্কের রাজা।
-
তার কাকা ক্লডিয়াস বর্তমান রাজা।
-
কাহিনির মূল কেন্দ্রবিন্দু হলো ডেনমার্কের সিংহাসনের উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব।

0
Updated: 22 hours ago
How does Hamlet attempt to confirm his uncle Claudius's guilt for the murder of his father?
Created: 22 hours ago
A
He hires a spy to follow Claudius.
B
He forges a letter that details the crime.
C
He has a group of traveling actors perform a play reenacting the murder.
D
He confronts Claudius directly in front of Gertrude
হ্যামলেট তার চাচা ক্লডিয়াসের অপরাধ প্রমাণ করার জন্য এক বিশেষ পরিকল্পনা করে। সে ভ্রমণকারী অভিনেতাদের ব্যবহার করে একটি নাটক প্রদর্শন করায়, যেখানে তার পিতার হত্যার ঘটনাটি নাট্যরূপে উপস্থাপন করা হয়। এই নাটকের মাধ্যমে হ্যামলেট চায় ক্লডিয়াসের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করতে, কারণ সে বিশ্বাস করে যে অপরাধী হলে রাজা অবশ্যই বিচলিত হবেন।
-
হ্যামলেট নাটকটির নাম দেয় “The Mousetrap”।
-
এতে সেই একই কৌশল দেখানো হয় যা তার পিতার আত্মা তাকে জানিয়েছিল—বাগানে ঘুমন্ত রাজাকে কানে বিষ ঢেলে হত্যা করা।
-
হ্যামলেট তার বিশ্বস্ত বন্ধু হোরাশিওকে নির্দেশ দেয় ক্লডিয়াসকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে।
-
নাটকের সময় ক্লডিয়াস দৃশ্য দেখে অস্বস্তিতে পড়ে, হঠাৎ উঠে ঘর ত্যাগ করে।
-
এই প্রতিক্রিয়াই হ্যামলেটকে নিশ্চিত করে যে তার পিতার আত্মা সত্যিই সঠিক কথা বলেছিল এবং ক্লডিয়াসই হত্যাকারী।

0
Updated: 22 hours ago
What was George Orwell’s real name?
Created: 23 hours ago
A
Thomas Stearns Eliot
B
Eric Arthur Blair
C
William Golding
D
Aldous Huxley
George Orwell (মূল নাম: Eric Arthur Blair) একজন বিশিষ্ট ইংরেজ ঔপন্যাসিক, প্রাবন্ধিক এবং সমালোচক।
-
তিনি Animal Farm (1945) এবং Nineteen Eighty-Four (1949) উপন্যাসের জন্য বিশেষভাবে পরিচিত।
-
Nineteen Eighty-Four-এ তিনি একনায়কতন্ত্রের বিপদ ও ব্যক্তিস্বাধীনতার উপর হুমকি তুলে ধরেছেন।
-
তার প্রথম বই Down and Out in Paris and London (1933) “George Orwell” নামে প্রকাশিত হয়।
-
Orwell নামটি তিনি River Orwell (East Anglia) থেকে গ্রহণ করেন।
-
তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতা করে একজন সাহিত্যের রাজনৈতিক বিদ্রোহী হিসেবে আত্মপ্রকাশ করেন।
অন্যান্য উল্লেখযোগ্য রচনা:
-
A Clergyman’s Daughter (Novel)
-
A Hanging (Short Essay)
-
Burmese Days (Novel)
-
Coming Up for Air (Book)

0
Updated: 23 hours ago
What does Ophelia do before she dies?
Created: 1 month ago
A
Marries Hamlet
B
Becomes queen
C
Goes mad
D
Kills Claudius
Ophelia হলেন উইলিয়াম শেকসপিয়রের “Hamlet” নাটকের একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র। তার বাবা Polonius কে যখন Hamlet ভুলক্রমে হত্যা করে, তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং পাগল (mad) হয়ে যায়।
সে গানে গানে নিজের দুঃখ প্রকাশ করে, অদ্ভুত আচরণ করতে থাকে এবং ফুল বিলি করতে থাকে। এই মানসিক ভারসাম্যহীন অবস্থাতেই সে পরে জলে ডুবে মারা যায় — যেটা নাটকে দুর্ঘটনা না আত্মহত্যা, তা স্পষ্টভাবে বলা হয়নি। তবে তার মৃত্যুর আগে সে পাগল হয়ে যায়, এটাই নিশ্চিত।
সারাংশ: Ophelia goes mad before her death, due to the trauma of her father’s death and Hamlet’s behavior.

1
Updated: 1 month ago