Polonius believes that the cause of Hamlet's madness is...
A
Grief over his father's death.
B
His ambition for the crown.
C
His rejected love for Ophelia.
D
His discovery of Claudius's crime.
উত্তরের বিবরণ
পোলোনিয়াস দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে হ্যামলেটের অস্বাভাবিক আচরণের মূল কারণ হলো ওফেলিয়ার অপ্রত্যুত্তরিত ভালোবাসা। তিনি কন্যাকে নির্দেশ দেন যেন হ্যামলেটের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং তার পাঠানো চিঠি ফেরত দেয়।
এর পর হ্যামলেটের অদ্ভুত আচরণকে তিনি সরাসরি এই প্রত্যাখ্যানের ফল হিসেবে দেখেন। শেষে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে রাজা ক্লডিয়াস ও রানি গারট্রুডের কাছে নিজের এই ধারণা তুলে ধরেন এবং জানান যে ওফেলিয়ার অস্বীকৃতিই হ্যামলেটকে উন্মাদ করেছে।
-
পোলোনিয়াসের ধারণা: হ্যামলেটের পাগলামির কারণ ওফেলিয়ার প্রত্যাখ্যান।
-
ওফেলিয়াকে নির্দেশ: হ্যামলেটের প্রস্তাব ফিরিয়ে দিতে ও তার চিঠি ফেরত দিতে বলা হয়।
-
পরিণতি ব্যাখ্যা: হ্যামলেটের অদ্ভুত আচরণকে তিনি প্রেমে ব্যর্থতার ফল মনে করেন।
-
রাজদ্বারে উপস্থাপন: ক্লডিয়াস ও গারট্রুডকে দৃঢ়ভাবে বলেন যে এই অস্বীকৃতিই হ্যামলেটকে পাগল করেছে।

0
Updated: 22 hours ago
What object does Iago use to convince Othello of Desdemona’s unfaithfulness?
Created: 1 month ago
A
A letter
B
A handkerchief
C
A necklace
D
Trust
ডেসডিমোনার রুমাল ওথেলো–ডেসডিমোনার ভালোবাসার প্রতীক। Iago এই রুমাল চুরি করে Cassio-র ঘরে রাখে। পরে ওথেলো এটিকে অবিশ্বস্ততার প্রমাণ মনে করে। এই রুমালই নাটকের ট্র্যাজেডির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

0
Updated: 1 month ago
Setting of “Hamlet” is in-
Created: 22 hours ago
A
Denmark
B
England
C
Scotland
D
Poland
হ্যামলেট নাটকের সম্পূর্ণ ঘটনাপ্রবাহ ডেনমার্কের রাজদরবারে, বিশেষভাবে এলসিনোর দুর্গে সংঘটিত হয়। নাটকের মূল চরিত্রগুলো সবাই ডেনমার্কের রাজপরিবারের সদস্য।
-
হ্যামলেট ডেনমার্কের রাজপুত্র।
-
তার পিতা ছিলেন ডেনমার্কের রাজা।
-
তার কাকা ক্লডিয়াস বর্তমান রাজা।
-
কাহিনির মূল কেন্দ্রবিন্দু হলো ডেনমার্কের সিংহাসনের উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব।

0
Updated: 22 hours ago
Which of the following is a tragedy written by William Shakespeare?
Created: 1 month ago
A
Hamlet
B
As You Like It
C
Twelfth Night
D
All of above
Hamlet
-
‘Hamlet’ হলো William Shakespeare রচিত একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক, যার মোট ৫টি অঙ্ক (act) আছে।
-
এটি ১৫৯৯ থেকে ১৬০১ সালের মধ্যে লেখা হয় এবং প্রথম প্রকাশিত হয় ১৬০৩ সালে।
-
এটি শেক্সপিয়ারের লেখা ট্র্যাজেডিগুলোর মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বেশি আলোচিত নাটকগুলোর একটি।
-
কাহিনীটি ডেনমার্কের যুবরাজ হ্যামলেটকে কেন্দ্র করে, যিনি নিজের বাবার হত্যার প্রতিশোধ নিতে চায়।
সংক্ষিপ্ত সারাংশ (Summary):
-
যুবরাজ হ্যামলেট জার্মানি থেকে ফিরে আসে তার বাবার মৃত্যুর পর।
-
দেশে ফিরে সে জানতে পারে, তার চাচা ক্লডিয়াস তার মাকে বিয়ে করেছে এবং সেই চাচাই তার বাবাকে হত্যা করেছে।
-
হ্যামলেট প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং নাটকের কাহিনী ধাপে ধাপে সামনে এগিয়ে যায়।
-
শেষ পর্যন্ত হ্যামলেট নিজেও মারা যায় এবং নাটকের ট্র্যাজিক পরিণতি ঘটে।
মূল চরিত্রসমূহ:
-
Prince Hamlet – প্রধান চরিত্র, ডেনমার্কের যুবরাজ
-
Ophelia – হ্যামলেটের প্রেমিকা
-
Claudius – হ্যামলেটের চাচা ও নাটকের খলনায়ক
-
Gertrude – হ্যামলেটের মা
-
Horatio – হ্যামলেটের বিশ্বস্ত বন্ধু
-
Polonius – উপদেষ্টা, ওফেলিয়ার বাবা
-
Laertes – ওফেলিয়ার ভাই
William Shakespeare (1564–1616):
-
তিনি একজন বিখ্যাত ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
-
তার জন্ম Stratford-upon-Avon শহরে, এজন্য তাকে বলা হয় ‘Bard of Avon’।
-
Shakespeare লিখেছেন মোট ৩৭টি নাটক ও ১৫৪টি সনেট।
Shakespeare-এর উল্লেখযোগ্য রচনাবলি:
Tragedy (দুঃখান্ত নাটক):
-
Hamlet,
-
Othello,
-
Macbeth,
-
King Lear,
-
Julius Caesar
Comedy (প্রহসন):
-
As You Like It,
-
The Tempest,
-
Twelfth Night,
-
A Midsummer Night’s Dream
Famous Poems:
-
Sonnet 18 ("Shall I Compare Thee to a Summer’s Day"),
-
The Rape of Lucrece,
-
Venus and Adonis
Source: Britannica

1
Updated: 1 month ago