Polonius believes that the cause of Hamlet's madness is...
A
Grief over his father's death.
B
His ambition for the crown.
C
His rejected love for Ophelia.
D
His discovery of Claudius's crime.
উত্তরের বিবরণ
পোলোনিয়াস দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে হ্যামলেটের অস্বাভাবিক আচরণের মূল কারণ হলো ওফেলিয়ার অপ্রত্যুত্তরিত ভালোবাসা। তিনি কন্যাকে নির্দেশ দেন যেন হ্যামলেটের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং তার পাঠানো চিঠি ফেরত দেয়।
এর পর হ্যামলেটের অদ্ভুত আচরণকে তিনি সরাসরি এই প্রত্যাখ্যানের ফল হিসেবে দেখেন। শেষে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে রাজা ক্লডিয়াস ও রানি গারট্রুডের কাছে নিজের এই ধারণা তুলে ধরেন এবং জানান যে ওফেলিয়ার অস্বীকৃতিই হ্যামলেটকে উন্মাদ করেছে।
-
পোলোনিয়াসের ধারণা: হ্যামলেটের পাগলামির কারণ ওফেলিয়ার প্রত্যাখ্যান।
-
ওফেলিয়াকে নির্দেশ: হ্যামলেটের প্রস্তাব ফিরিয়ে দিতে ও তার চিঠি ফেরত দিতে বলা হয়।
-
পরিণতি ব্যাখ্যা: হ্যামলেটের অদ্ভুত আচরণকে তিনি প্রেমে ব্যর্থতার ফল মনে করেন।
-
রাজদ্বারে উপস্থাপন: ক্লডিয়াস ও গারট্রুডকে দৃঢ়ভাবে বলেন যে এই অস্বীকৃতিই হ্যামলেটকে পাগল করেছে।
0
Updated: 1 month ago
Who said, "Cowards die many times before their deaths"?
Created: 3 months ago
A
William Langland
B
William Shakespeare
C
Geoffrey Chaucer
D
Sir Thomas Malory
"Cowards die many times before their deaths" is said by - William Shakespeare.
• "Cowards die many times before their deaths" এই উক্তিটি নেয়া হয়েছে William Shakespeare -এর tragedy - 'Julius Ceasar' থেকে।
- পুরো উক্তিটি হচ্ছে - "Cowards die many times before their deaths; The valiant never taste of death but once."
- নাটকের Protagonist - Julius Ceasar -এর করা এই উক্তিটি একটি metaphor -এর উদাহরণ।
• Julius Caesar
- ১৫৯৯-১৬০০ সালের মধ্যে এই নাটকটি লেখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare -এর First Folio -এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Julius Caesar, tragedy in five acts by William Shakespeare.
- “Julius Caesar” - William Shakespeare -এর লেখা একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক, যা প্রাচীন রোমের রাজনৈতিক ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতার লড়াই নিয়ে রচিত।
- নাটকটি জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড ও তার পরবর্তী রাজনৈতিক অস্থিরতা চিত্রিত করে।
- Julius Ceasar -এর সাফল্যে ঈর্ষান্বিত ষড়যন্ত্রকারীরা Ceasar -এর বন্ধু Brutus কেও Ceasar -এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।
- Julius Ceasar -এর আরেক বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী Mark Antony তাঁর বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন।
- এই যুদ্ধে Brutus এবং তার বন্ধু Cassius হেরে যান এবং আত্মহত্যা করেন, Antony রোমের শাসনকর্তা হয়ে উঠেন।
• এই tragedy -এর কয়েকটি বিখ্যাত উক্তি হচ্ছে-
- "Cowards die many times before death; The valiant never taste of death but once."
- "Veni, Vidi, Vici (I came, I saw, I conquered)"
- "Et tu, Brute? ('You too, Brutus?')"(last words of Julius Ceasar).
• Main characters of Julius Caesar:
- Julius Caesar,
- Antonio,
- Cleopatra,
- Cassius,
- Octavia, etc.
• William Shakespeare (1564-1616)
- তাঁর জন্মস্থান Stratford Avon.
- Shakespeare -কে 'Bard of Avon' or 'Swan of Avon' বলা হয়।
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor।
- তাঁকে English national poet বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
- তিনি 154 টি সনেট, 37 টি play লিখেন।
- 1599 সালে তিনি এবং অন্যরা মিলে লন্ডনে প্রতিষ্ঠা করেন "Globe Theatre".
Source: Britannica.
2
Updated: 3 months ago
'Miranda' is the heroine character from Shakespeare's play-
Created: 1 month ago
A
Twelfth Night
B
The Merchant of Venice
C
The Tempest
D
Measure for Measure
Miranda হলো William Shakespeare-এর নাটক The Tempest-এর নায়িকা চরিত্র। এটি শেক্সপিয়ারের বিখ্যাত এক romantic comedy, যা পাঁচ অঙ্কে বিভক্ত এবং ১৬২৩ সালে First Folio-তে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়। Tempest শব্দের অর্থ হলো Violent Storm। অনেকে একে শেক্সপিয়ারের swan song বা শেষ রচনা হিসেবে উল্লেখ করেন।
-
Summary
-
নাটকে Duke Prospero এবং তাঁর কন্যা Miranda-এর কাহিনী বলা হয়েছে, যারা ডিউকের ছোট ভাইয়ের ষড়যন্ত্রের শিকার হয়ে এক দূরদ্বীপে নির্বাসিত হন
-
Prospero-কে supernatural powers-এর অধিকারী হিসেবে দেখানো হয়েছে, যার অধীনে থাকে দুই অতিপ্রাকৃত চরিত্র— Ariel এবং Caliban
-
নাটকের শুরুতেই Prospero তাঁর জাদুশক্তি ব্যবহার করে সমুদ্রে এক ভয়াবহ ঝড় সৃষ্টি করেন, যার ফলে অন্যান্য চরিত্ররা তাঁর নির্বাসিত দ্বীপে এসে পৌঁছায়
-
Miranda চরিত্রটিকে দুর্বল ও বশ্যতা স্বীকারকারী হিসেবে দেখানো হয়েছে, যা এলিজাবেথীয় যুগের নারীর সামাজিক অবস্থান প্রতিফলিত করে
-
নাটকে Ferdinand-কে Miranda-র প্রেমিক হিসেবে উপস্থাপন করা হয়েছে, যাদের প্রথম দেখাতেই প্রেম হয় এবং পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়
-
-
Main Characters of The Tempest
-
Prospero (Duke)
-
Miranda (Heroine)
-
Ariel (Supernatural creature – good character)
-
Caliban (Supernatural creature – bad character)
-
Antony (Villain/brother of Duke)
-
Ferdinand (Hero)
-
Gonzalo, etc.
-
-
Main Characters of Twelfth Night
-
Sebastian
-
Viola
-
Olivia
-
Malvolio
-
Duke Orsino (Male protagonist)
-
Maria
-
Sir Andrew Aguecheek
-
Valentine
-
Antonio
-
Sir Toby Belch, etc.
-
-
Main Characters of The Merchant of Venice
-
Shylock
-
Antonio
-
Bassanio
-
Portia
-
Nerissa, etc.
-
-
Main Characters of Measure for Measure
-
Isabella
-
Vincentio
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone, etc.
-
0
Updated: 1 month ago
How does Gloucester die?
Created: 2 months ago
A
Killed in battle
B
Falls and dies of shock
C
Poisoned
D
Executed
King Lear-এ Gloucester তার ছেলে এডগারের প্রকৃত পরিচয় জানতে পেরে গভীর আবেগে অভিভূত হয়। দীর্ঘ সময় অন্ধত্ব, যন্ত্রণা ও প্রতারণার পর সত্য জানতে পেরে আনন্দ ও শোকে তার হৃদয় ভেঙে যায়। এই মানসিক ধাক্কা সহ্য করতে না পেরে সে মারা যায়, যা নাটকের পারিবারিক ট্র্যাজেডিকে আরও বেদনাদায়ক করে তোলে।
3
Updated: 2 months ago