Who is the last character to die in the play?
A
Claudius
B
Gertrude
C
Laertes
D
Hamlet
উত্তরের বিবরণ
হ্যামলেট নাটকের শেষ দৃশ্যে এক দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে ঘটনাপ্রবাহ চূড়ান্ত রূপ নেয়, যেখানে দ্রুত পরপর প্রধান চরিত্ররা মৃত্যুবরণ করে। মৃত্যুর ক্রম হলো নিম্নরূপ:
-
গারট্রুড: অজান্তে বিষমিশ্রিত মদের পাত্র থেকে পান করেন, যা আসলে ক্লডিয়াস হ্যামলেটকে হত্যার উদ্দেশ্যে প্রস্তুত করেছিল।
-
লায়ার্টিস: দ্বন্দ্বযুদ্ধে নিজেরই বিষমাখানো তরবারির আঘাতে আহত হয়ে মারা যায়। মৃত্যুর আগে সে ক্লডিয়াসের ষড়যন্ত্র প্রকাশ করে।
-
ক্লডিয়াস: ষড়যন্ত্র ফাঁস হয়ে যাওয়ায় ক্রুদ্ধ হ্যামলেট তাকে বিষাক্ত তরবারির আঘাতে হত্যা করে এবং অবশিষ্ট বিষমিশ্রিত মদ পান করতে বাধ্য করে।
-
হ্যামলেট: লায়ার্টিসের বিষাক্ত তরবারির আঘাতেই সে মৃত্যুবরণ করে। তবে মৃত্যুর আগে সে নিশ্চিত হয় ক্লডিয়াসের মৃত্যু ঘটেছে এবং তার বন্ধু হোরেশিওকে নিজের কাহিনি বিশ্বের কাছে পৌঁছে দিতে অনুরোধ করে।
তালিকার শেষ মৃত্যু ঘটে হ্যামলেটের।
সঠিক উত্তরঃ Hamlet.
0
Updated: 1 month ago
Who is the author of ‘Macbeth’?
Created: 2 weeks ago
A
Jonathan Swift
B
John Milton
C
William Shakespeare
D
Ben Johnson
0
Updated: 2 weeks ago
Why does Albany turn against Goneril and Regan?
Created: 2 months ago
A
They insult him publicly
B
They mistreat Lear and commit unjust acts
C
They fail to win the war against France
D
They support Edmund over him
Albany প্রথমে নীরব থাকলেও পরে Goneril ও Regan এর নিষ্ঠুরতা দেখে Lear-এর পক্ষে দাঁড়ায় এবং ন্যায়বিচারের আহ্বান জানায়।
1
Updated: 2 months ago
Who tells Macbeth, “None of woman born shall harm Macbeth”?
Created: 2 months ago
A
First Witch
B
Apparition
C
Hecate
D
Lennox
দ্বিতীয় ভবিষ্যদ্বাণীতে এক আবির্ভাব (Apparition) Macbeth-কে আশ্বস্ত করে যে “নারীর গর্ভে জন্মানো কেউ” তাকে ক্ষতি করতে পারবে না। এটি আংশিক সত্য হলেও বিভ্রান্তিকর, কারণ Macduff সিজারিয়ান অপারেশনে জন্মেছিল।
1
Updated: 2 months ago